মমিনা টিপ দিও না, সাকিব, ক্রিকেট

প্রথমে একটা ভিডিওর লিঙ্ক দিলাম। উপভোগ করুন। ক্লিক করুন। 

কালকে খবর দেখেছিলাম সাকিব নাকি কয়েকজন দর্শককে পিটিয়েছে। কারণ কি? ওর বউ উম্মে আহমেদ শিশিরকে নাকি গ্যালারিতে বসে থাকা কয়েকজন ছেলে উত্যক্ত করেছে। বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার সময় এ ঘটনা ঘটে জানিয়ে কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, ভিআইপি গ্যালারিতে শিশির তার কয়েকজন বন্ধুর সঙ্গে ছিলেন। এসময় কয়েকজন যুবক তাদের উত্ত্যক্ত করলে বিসিবির কর্মীরা তাদের কয়েকজনকে ধরে ফেলেন এবং মারধর শুরু করেন।

বিস্তারিত»

ইসলাম, নাস্তিক, ক্যাডেট

প্রথমেই জুম্মা মোবারক।

হ্যা, ইসলাম এখন ডিজিটাল।
আমার ২য় মেয়ের জন্মের সময় আজান ও দিয়েছিলাম ডিজিটালি।

ইন্টারনেট- ফেসবুকের আগে কোনদিন শুনি নাই জুম্মা মোবারক।
মুহাম্মদ নবী ও জুম্মা মোবারক বলেছেন এমন হাদিস ও পাই নি।
কিন্তু কথা দিচ্ছি আজ রাতেই চেক করবো বুখারি।

প্রথমে একটু বিনোদন দিই।
খেলাধূলা কি ইসলাম ধর্ম সম্মত???
আরবে নবীর সময় কুস্তি লড়া হতো।

বিস্তারিত»