এক ম্যাচ বাকি থাকতেই ৩য় বাংলাদেশ লীগের শিরোপা জিতেছে আবাহনী। আজ তারা ফরাশগঞ্জকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে। এর মাধ্যমে আবাহনীর বাংলাদেশ লীগের শিরোপার হ্যাট্রিক পূর্ন করলো। লীগে এখন পর্যন্ত অপরাজিত আবাহনীর ২৩ খেলা শেষে পয়েন্ট ৬৭। ২য় স্থানে থাকা মোহামেডানের পয়েন্ট ২২ খেলায় ৫৮। গত মৌসুমের শেষ ১১ খেলাসহ এখন পর্যন্ত টানা ৩৪ ম্যাচে অপরাজিত রয়েছে আবাহনী।
এবারের মৌসুমের শুরুতে দল গঠনে ভালই চমক দেখিয়েছিল মোহামেডান।
বিস্তারিত»