আবাহনীর হ্যাট্রিক শিরোপা জয়

এক ম্যাচ বাকি থাকতেই ৩য় বাংলাদেশ লীগের শিরোপা জিতেছে আবাহনী। আজ তারা ফরাশগঞ্জকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে। এর মাধ্যমে আবাহনীর বাংলাদেশ লীগের শিরোপার হ্যাট্রিক পূর্ন করলো। লীগে এখন পর্যন্ত অপরাজিত আবাহনীর ২৩ খেলা শেষে পয়েন্ট ৬৭। ২য় স্থানে থাকা মোহামেডানের পয়েন্ট ২২ খেলায় ৫৮। গত মৌসুমের শেষ ১১ খেলাসহ এখন পর্যন্ত টানা ৩৪ ম্যাচে অপরাজিত রয়েছে আবাহনী।

এবারের মৌসুমের শুরুতে দল গঠনে ভালই চমক দেখিয়েছিল মোহামেডান।

বিস্তারিত»

আবাহনী প্রিমিয়ার ডিভিশন টি-টুয়েন্টি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন

*** ইহা একটি ইসসসিরে পোস্ট ***

প্রিমিয়ার ডিভিশন টি-টুয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে গাজী ট্যাঙ্ককে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে আবাহনী। আগের কোন খেলা দেখার সুযোগ না পেলেও এ ম্যাচে আবাহনীর ব্যাটিং মিস করিনি। ১৪৫ রান তাড়া করতে গিয়ে আবাহনী মোটামোটি ধরা খেয়ে যাচ্ছিল। শেষ তিন ওভারে দরকার ছিল ৪৩ রান। আবাহনীর ব্যাটসম্যানদেরকে যখন সমানে গালাগাল দিচ্ছি তখনি জ্বলে উঠলো রফিক। রাজ্জাক এবং কাপালির পরপর দু ওভার তুলোধুনো করে শেষ পর্যন্ত ৫ বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় আবাহনী।

বিস্তারিত»