অনেক উঁচুতে টবের মাটিতে
জন্মেছে ছোট্ট গাছ,
কোথাও নেই প্রকৃতির ছায়া
সুউচ্চ দালানের সাজ।
সবুজ জীবনের রঙ _
তা না দেখিলে, মন-শরীরে
ধরে আলস্যের ঢঙ।
রঙের তৃষ্ণায় মানব হৃদয়
জট পাকানো শেকড়ের ঘাট
হাল্কা বৃষ্টি মিষ্টি রৌদ্র
চিলেকোঠায় সবুজের হাট।
০৯/৭/১৪
মালিবাগ, ঢাকা।
মালিবাগে সবুজের হাট 😀
পুরাদস্তুর বাঙ্গাল
🙂 ধন্যবাদ ভাই।
ভালো থাকা অনেক সহজ।
:clap:
:hatsoff:
ভালো থাকা অনেক সহজ।
ভাল্লাগছে ভাই 🙂
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
সামিউল কে ধন্যবাদ... 🙂
ভালো থাকা অনেক সহজ।
কিছু বানান :
ঢ়ঙ
পাঁকানো
রৌদ্রু
লেখা ভালো লেগেছে। ছোট ছোট কথায় দার্শনিক ভাবনা।
🙂 ধন্যবাদ দাদা...
ভালো থাকা অনেক সহজ।
শুধু ধন্যবাদ দিয়েই খালাস! 😮
বানান তো এখনো ঠিক করলি না! 😡
'তা না দেখিলে' - এখানে সাধু-চলিত মিশ খায়া গ্যাছে! ইচ্ছাকৃত? নাকি... 😛
তবে কবিতাটা বেশ ছিম-ছাম, নিট লেগেছে। :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বাপ রে বাপ -- কঠিন ঝাড়ি খেয়ে ছেলে তো ঝটপট লাইনে চলে এলো।
:frontroll: :frontroll: :frontroll:
ভালো থাকা অনেক সহজ।
;)) ;)) ;)) @নূপুরদা
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বানান ঠিক করেছি ভাই। একটু দেরি হয়ে যাবার জন্যে :frontroll:
আর 'তা না দেখিলে' - অংশ টি অনিচ্ছাকৃত; সাথে আবার একটু কবির ছন্দমিল করতে লেখা হয়েছে।
ধন্যবাদ ভাই ... :hatsoff:
ভালো থাকা অনেক সহজ।
:clap: :clap: :clap:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
🙂
ভালো থাকা অনেক সহজ।