চা দেয়া ছেলেটিকে লেখা (বিশ্ব শিশু দিবস উপলক্ষে পোস্ট)

এই ছেলে, এদিক এসো_

নাম কী তোমার, কেমন আছো ?

একটু হাসো, পাশে বসো,

বল খেলতে কেমন পারো ?

বিস্কুট খাও, চা কি খাবে ?

কাজ করতে তোমার কেমন লাগে ?

বাবা-মা কোথায় ?

কেমন আছেন তারা ?

মালিক কি ডাকছে তোমাকে ?

আমি দিয়ে দেবো তোমার বসে থাকার ভাড়া।

চা টা শেষ করো অন্তত ধীরে ধীরে ;

ব্যস্ত তুমি, চাকরি হারাবার ভয়ে

পড়ালেখা করতে ইচ্ছে কি করে, মনে মনে ?

উপায় কি নেই, অভাব বলে ?

আমি ব্যবস্থা করবো, তোমার ইচ্ছে থাকলে।

বিদায় তবে ভালো থেকো, বন্ধু।

—             —             —

চা দিচ্ছে ছেলেটা

সে কী স্বপ্ন দেখে ?

আমি স্বপ্নে দেখি বই তার হাতে

চা সে খাবে পড়ার ফাঁকে-ফাঁকে।

শিশুশ্রম, শিশুব্যথা, শিশুকষ্ট, শিশুপেশা

দূর হোক, দূর হোক

থাকুক শুধু শিশু ভালোবাসা।

খেলবে, ভাঙবে, গড়বে, জানবে, শিখবে, বুঝবে

হাসিমাখা মুখে সোনার দেশ সাজাবে।

-সমাপ্ত-

১১, ১১, ২০১৩, গাংনী, মেহেরপুর।

 

৩৯১ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।