ভুত কথন

অনেক রাত একা চাঁদ

পথে একা ডাকছে কাক

ভুতের গন্ধ পাচ্ছে নাক

রহস্য সব চাঁপা থাক।

জানালা থেকে তীক্ষ্ণ দৃষ্টি

মনে হাল্কা ভয়ের সৃষ্টি

মৃদু আলোয় যথা শব্দ

সন্দেহ চোখে মন যব্দ।

পিছে আছে কিছু একটা

মিথ্যে বিশ্বাস তৈরি চেষ্টা

গলা শুকিয়ে পাচ্ছে তেষ্টা

যেন স্পর্শ কালো দেশটা।

হঠাৎ মুখে মৃদু হাসি

শেওড়াগাছ ভালবাসি

ভুতকে বলি পাশে বসি

কথা বলার যেন দাসী।

একা তারা আঁধারে নয়

ভয়কে নিয়ে যারা শোই

ঘুম না এলে, কল্পনাতে

ভুত না পেলেও কথা কই।

-সমাপ্ত-  ১৭, ১১, ২০১৩…

 বঙ্গবন্ধু হল, ইসলামী বিশ্ববিদ্যালয়।

৮৭৫ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “ভুত কথন”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।