নেটে ছিলাম না। প্রায় ছয়শ মন্তব্য দেখলাম তিনটি ব্লগে। সেগুলোতে চোখ বুলানোর মতো মানসিক অবস্থা নেই। ভালো লাগছে না কিছুই।
স্যামের সাথে শেষ কথা হয়েছে রাত সাড়ে দশটায়।
ঘটনা শুরু হবার আগের দিন রাতে ও বাসায় ছিল না। বাসার ভেতরে আটকা পড়ে যান আন্টি আর ছোট ভাই সাকিব। আর আংকেল কর্নেল জাকির ছিলেন দরবার হলে।
প্রথমদিন বেলা এগারোটায় স্যামের ড্রাইভারকে ফোন করা হলে তিনি জানান আংকেলের সুস্থ থাকার কথা। তারপর থেকে আর তার সাথে যোগাযোগ করা যায়নি।
গতরাত আন্টি আর সাকিব বেশ দুঃশ্চিন্তা আর উৎকন্ঠায় পার করেছেন। একদিকে আঙ্কেলের কোন খোঁজ নেই। অপরদিকে মাঝে মাঝেই বিডিয়ার জওয়ানরা বাসার দরজা ধাক্কা- ধাক্কি করে ভয় সৃষ্টি করছে।
আজকে বিকেলের দিকে তাদের বের করে আনা হয়েছে। আন্টি আর সাকিব এখন শারিরিক ভাবে সুস্থ আছেন।
স্যাম রাত নয়টা পর্যন্ত বিডিয়ার গেটে ছিল। সেখানে মুক্তি প্রাপ্ত কর্মকর্তারা কর্নেল জাকির সম্পর্কে কিছুই জানাতে পারেন নি। পারেন নি পরবর্তীতে মুক্তি পাওয়া বেশ কয়েকজন ডাক্তার কর্মকর্তাও।
পুলিশ হ্যান্ডওভার করার পর ও ফিরে আসে ওর বড় আপুর বাসায়।
আগামীকাল ভোরে আবার যাবে।
আমি এখনও বিশ্বাস করি যেই ১৩৭ জনকে খুঁজে পাওয়া যায়নি তারা বেঁচে আছেন, সুস্থ আছেন। হয়তো অন্ধকার কোন ঘরে তাদের আটকে রাখা হয়েছে।
আঙ্কেলের মতো ভালোমানুষের কোন ক্ষতি হয়েছে এটা চিন্তা করতেও ভালো লাগছেনা। কিছুই ভালো লাগছে না। কিছুই না।
স্যাম তুই একটু শক্ত থাক। তোকে বলার মতো আর কিছু নেই আপাতত।
স্যাম তুই একটু শক্ত থাক। তোকে বলার মতো... সাহস দেবার মত আর কিছুই যে নেই আপাতত...
আল্লাহ আঙ্কেলকে ভাল রাখবেন ইনশাআল্লাহ
...
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমিও আশা করি আঙ্কেল সুস্থ আছেন। আর সামিয়ার প্রতি আসলেই কিছু বলার নেই শুধু দোয়া করি যেন এই অবস্থায় আর শক্ত থাকতে পারে।
মানুষ তার স্বপ্নের সমান বড়
চোখ ভিজে যাচ্ছে!!!! যেন সত্যি হয়!!! যেন সত্যি হয়!!!!
........................................
.............
আশিক, শাহনেওয়াজ ভাইকে কি পাওয়া গেছে?
নাহ...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মহান আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি শুধু, নিশ্চয়ই তিনি এই বিপদ থেকে আমাদের উদ্ধার করবেন
সংসারে প্রবল বৈরাগ্য!
দোয়া করি যেন কর্ণেল জাকির সুস্থভাবে ফিরে আসতে পারেন তাঁর পরিবারের কাছে।
আপু, তুমি মনটাকে শক্ত করো।
আঙ্কেলকে অবশ্যই খুঁজে পাওয়া যাবে।
সামিয়া মেয়েটা অসম্ভব শক্ত, সাহসী মেয়ে, সেই শক্ত মেয়েটাই গলে পড়বে বাবার কোলে ফিরে - এখন এটাই চাওয়া ।
doa kortesi...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আরও নয়টা ডেডবডি নাকি পাওয়া গেছে। তাদের কী সনাক্ত করা গেছে? কেউ জানেন এই ব্যাপারে। স্যাম জানতে চাচ্ছে।
একজন মেজর, সাতজন ডিএডি পদমর্যাদার বিডিআর জেসিও, একজন বার বছরের কিশোরী।
সংসারে প্রবল বৈরাগ্য!
ok.
Doa kori
স্যামের বাবার জন্য প্রার্থনা করছি। আংকেল যেন ঠিকভাবে ফিরে আসেন এই দোয়া।
সব যেন ঠিক হয়ে যায়.........
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
সামিয়া, আমরা আছি এখানে। শক্ত থাকো। আংকেল নিশ্চয়ই ফিরে যাবেন তাঁর পরিবারের কাছে।
কোন নিউজ আছে কী? আপাতত শুভকামনা রইল। আল্লাহ যাতে আঙ্কেলকে নিয়ে আসেন বহাল তবিয়তে।
শেষ দুইটায় কথা হয়েছে। আপাতত কোন নিউজ নেই।
সামিয়াপু শক্ত থেকো প্লিজ। বলাটা অনেক সহজ জানি তাও কি করতে পারি বল।
যে কেউ যে কোন খবর পাবার সাথে সাথে প্লিজ এখানে যানায়েন। খুব চিন্তায় আছি আঙ্কেলের জন্য।
এমন অনিশ্চয়তায় থাকার কষ্ট আমি কিছুটা বুঝি।
সামিয়াপু ,শুভ কামনা রইল । আল্লাহ আঙ্কেলকে হেফাজতে রাখছেন।
সামিয়া আপু,কি বল ব, এই পোস্ট এর মন্তব্য পড়ার মত অবস্থা এবং সু্যোগ কোন টিই তোমার নেই আমি জানি.........সান্তনা র বাণীও তোমার কানে প্রবোধ এর মত শুনাবে.........শুধু বলতে পারি,তোমার এতগুলা ভাই এর দুয়া তোমার জন্য রইল............তোমাদের পরিবারের জন্য রইল............।
এখন পর্যন্ত কি কিছু জানা গেছে?? আঙ্কেলের কোন খবর পাওয়া যায়নি?
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সামিয়ার বাবা সুস্থ অবস্থায় ফিরে আসুন, এই কামনা করছি।
রায়হান আবীর, কোন খোঁজ পাওয়া গেলে সাথে সাথে এখানে জানাইস...
আমি মনছবি দেখছি যে উনি ফিরে এসেছেন সুস্থ অবস্থায়, আর দোয়া করছি প্রাণপণে।
"যেন সত্যি হয়!!! যেন সত্যি হয়!!!!"
সারাদিন ছিলাম আশায় বিডিয়ারের চার নম্বর গেটে।
এখন পর্যন্ত আংকেলের কোন খোঁজ পাওয়া যায়নি।
প্রথম কিলিং এর সময় আঙ্কেল বাঁচতে পেরেছিলেন। বের হয়ে তিনি তার একসহকর্মীর সাথে ফোনেও যোগাযোগ করেন। তারপর থেকে আর তাকে ফোনে পাওয়া যায়নি।
আংকেলের সাথে ছিলেন কামরুজ্জামান নামে একজন সেনা কর্মকর্তা। তিনি বেঁচে ফিরে এসেছেন। তার কাছ থেকে জানা যায়, আংকেল এবং তিন লেডি অফিসার (ডাক্তার) কে বিডিয়ার জওয়ানরা এসে সরিয়ে নিয়ে যায়।
তার সাথের লেডি অফিসাররাও বের হয়ে এসেছেন। তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়েছে সারাদিন। কিন্তু সবার ফোন বিডিয়ার জওয়ানরা সিজ করায় কারও সাথে এখন পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিকেল পাঁচটার দিকে সামিয়া ও সাদিয়া আপু সলিমুল্লাহ মেডেক্যালে যান। সেখানেও আংকেলের ... সন্ধান মেলেনি।
ভালো লাগছে না কিছুই 🙁
আমার ব্লগে ২২ তারিখে করা সামিয়ার এই কমেন্টটা যতবার পড়ছি চোখ ঝাপসা হয়ে আসছে:
জানিনা আমার এই বন্ধুটার মুখে কবে এমন দাঁত বের করা হাসি আবার দেখবো। আদৌ দেখবো কীনা....
সাতেও নাই, পাঁচেও নাই
🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
হুম......
মানুষ তার স্বপ্নের সমান বড়
.......................................
আর কত সহ্য করতে হবে আমাদের :bash:
খুব খারাপ লাগছে সামিয়া আর তার পরিবারের জন্য................ স্বান্তনা দেবার ভাষা হারিয়ে ফেলসি........... আমি জানি না এমন জায়গায় কি বলতে হয়.........
কোনো খবর কি পাওয়া গেল ?
..................
.............................
........................
www.tareqnurulhasan.com
এই মাত্রই সানাউল্লাহ ভাই এর পোস্ট থেকে খবরটা পেলাম,
ইন্নালিল্লাহ...
আমাদের কারোরই কিছু বলার নেই এখানে, শুধুমাত্র একরাশ ভালোবাসা, শ্রদ্ধা রইল উনার প্রতি।
প্রতিটা মুহুর্তে তিনি যাদের চিকিৎসা করেছেন, প্রান বাচিয়েছেন, তাদের হাতেই প্রান দিলেন... এর চেয়ে বেশি কষ্ট বোধহয় তিনি আর পেতে পারতেন না।
আল্লার তার রুহের মাগফিরাত করুন, তার পরিবারকে এই কষ্ট সহ্য করার ক্ষমতা দিন।
সব আশা শেষ.........