আয়োজকরা আড্ডার নাম দিয়েছেন “বন্টু-মিন্টুর আড্ডা”। আমি এইখানে যাচ্ছি মূলত গেঞ্জি আর প্রয়োজনীয় সকল সফটওয়ার সহ কাস্টোমাইজ ডিভিডি কিনতে।
অনুষ্ঠানের বিস্তারিত:
অনুষ্ঠানের নাম: বন্টু-মিন্টুর আড্ডা
তারিখ: ২৩ জুলাই, ২০১০, শুক্রবার
সময়: বিকাল ৩:৩০ থেকে সন্ধ্যা ৭:৩০
স্থান: আরসি মজুমদার মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়
আমি প্রায় একমাস হয় উবুন্টু ব্যবহারশুরু করেছি, আপনারা যারা উইন্ডোজের পেইনে পেইনাক্রান্ত তারা চট করে সেদিন চলে আসতে পারেন।
হুমমম
আমি আসছি :thumbup:
তুমি তো যাবাই লেজ এর সাথে
টাইম নাই ... :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
রংপুর এ এর চেয়ে ভাল জিনিস আছে :grr:
হে হে হে 😀
ইয়ে মানে লিনাক্স কি জিনিষ? 🙁
অপারেটিং সিস্টেম। ফ্রি। আমাদের জন্য অবশ্য উইন্ডোজও ফ্রি 😀
ইশ যদি থাকতে পারতাম!
আমি এখন কদাচিৎ উইন্ডোজ ব্যবহার করি। মূলতঃ লিনাক্স মিন্ট ব্যবহার করি।
আবীর সাহেবের পরের পোষ্ট জানি কি নিয়ে লেখার কথা ছিলো?? ;;;