চোখের সামনে দিয়া মানুষজন বিখ্যাত হইয়া যায়। তারা ব্লগ লেখে, সেগুলা শুধু প্রচুর হিটই না, ষোল- সতেরটা পাঁচ ভোট পায়, শ খানেক মন্তব্য পায়। আমরা চাইয়া চাইয়া তাগো বিখ্যাত হওয়া দেখি। তবে মনরে বুঝ দেই, পাবলিকরে গিলানোর সিস্টেম আছে, সে গিলানোর সিস্টেমের টেকনিক জানে, তাই এই অবস্থা। একদিন আমিও শিখুম, পাবলিকরে ব্লগ গিলামু, নিজে কমেন্ট আর হিট গিলমু।
কিন্তু এইসব ছাড়িয়ে যখন তাদের লেখা চুরি যায়, কপি কইরা অন্য মানুষ হাততালি পাওয়ার জন্য নিজের নামে ছাঁপায়ে দেওয়ার লোভ সামলাইতে পারেনা, তখন আর ভাইবা পাইনা। হাজার চেষ্টাইলেও কোনোদিন আমার লেখা কেউ চুরি করবো বইলা মনে হয়না। বুঝতে পারি, এরাই আসল বিখ্যাত, এদের প্রতিটি লেখা চোরের সম্পত্তি।
এই “ভাবে” কামরুল হাসানের মাথা গ্রম। কারণ পুলিশ জিহাদ তার লেখা আরেকজন চুরি করছে এই তথ্য একটু আগে তারে জানাইছে। তিনি মাইণ্ড খাইবেন তো দূরের কথা, উলটা আনন্দে গদগদ। তবে গদগদানীর সাথে হালকা আফসোস আছে। চুরি করা ব্লগাররে সবাই চুর চুর করলেও আসল মালিকের কথা কেউ কইতাছেনা। কিন্তু মানুষ না জানলে কী সেলিব্রেটি হওয়া যায়? তাই আমারে অনুরোধ করছেন, সিসিবিতে অন্তত একটা পোস্ট দে, রেকর্ড থাকুক, দুইদিন পর তো কাইয়ূম ভাইয়ের মতো হিংসুকরা এই মাইলফলকের কথা ভুইলা যাবে” …
অভিনন্দন কাম্রুল ভাই, আপনাকে গর্ভে ধারন করতে পেরে সিসিবি গর্বিত।
© রায়হান আবীর 😀
১ম 😀
সত্যি,কাম্রুল ভাই বস :boss:
খাইছে বাঙালী!
২য় 😀 😀
R@fee
😀 😀 😀 😀 কিন্তু চোরটা কে????
আমিতো ভাবছিলাম জন্মদিনের পোস্ট । পড়ে দেখি অন্য কাহিনী । এই রহিম টা কে? কামরুলের তো পার্টি দেয়া উচিত । দোস্ত পার্টি দে তাড়াতাড়ি 😀
:gulli2: :gulli2: :gulli2:
এই রহিম পাবলিকটা কে? জানার বড়ই খায়েশ হচ্ছে!
অভিনন্দন কামতাজ, পুলিশ জিহাদ আর ব্লগার রায়হানকে। 😀
জানার খায়েশ হচ্ছে বড়ই কে এই রহিম পাবলিকটা?
পুলিশ জিহাদ, ব্লগার রায়হান আর কামতাজকে অভিনন্দন। 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
দ্যাখো, দ্যাখো-'পরস্ত্রীকাতর' কাইয়ূম ভাই পর্যন্ত অভিনন্দন জানাইসে...তোমরা শুধাশুধিই উনার চরিত্রে কালিমা লেপনের অপচেষ্টা করো 😡
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
বস, অনিচ্ছাকৃত বানান ভুলের জন্য যারপরনাই দুঃখিত ;;;
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
জানার বড়ই ইচ্ছে হচ্ছে কে এই রহিম পাবলিকটা?
পুলিশ জিহাদ, ব্লগার রায়হান আর কামতাজকে অভিনন্দন। 😀
এইখানে উপরের দুইজনের মধ্যে রহিম বাদশা কে 😀
:boss: :boss: :boss:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
:khekz: :khekz:
অভিনন্দন 😀