প্রিয় সিসিবি পাঠক- আপনাদের কাছে একটি অনুরোধ।
আপনারা অনেকেই হয়তো শুনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্রী সিমির কথা, যে এখন প্রাণপনে লড়ে যাচ্ছে মৃত্যুর সঙ্গে। ওর দু’টো কিডনীই নষ্ট, প্রায় পঁচানব্বই শতাংশেরও বেশি – ডাক্তারের ভাষ্যানুযায়ী যত দ্রুত সম্ভব কিডনী ট্রান্সপ্ল্যান্ট করা প্রয়োজন। হয়তো এ’ও জানেন, ওর রিটায়ার্ড বাবা’র পক্ষে এই টাকা তোলা অসম্ভব,আর তাই ওঁর বন্ধুরা মিলে ওর চিকিৎসার জন্য টাকা যোগাড় করছেন। এরই মধ্যে অনেকেই ব্যক্তিগত এবং সামষ্টিক উদ্যোগে অনেক টাকা দিয়েছেন – তবু যতোটা দরকার তার থেকে বেশ কিছুটা দূরেই রয়েছে ওর বন্ধুরা। নিরুপায় বন্ধুরা তাই সাহায্যের জন্য এবার এস এম এসের রাস্তা বেছে নিয়েছে।
সিমিকে সাহায্য করার জন্য আপনার মোবাইলে টাইপ করুন SIMI আর পাঠিয়ে দিন 7171 নম্বরে। এস এম এস পাঠাতে পারবেন যে কোন অপারেটর থেকেই। প্রতিটি এস এম এসের জন্য কাটা হবে দু’টাকা ত্রিশ পয়সা করে, যা সিমির চিকিৎসার জন্য জমা হবে।
সবার প্রতি অনুরোধ থাকলো, এই লেখাটি দেখে থাকলে, পড়ে থাকলে অন্তত একটি এস এম এস করুন। যদি সম্ভব হয় তবে আপনার বন্ধুদেরও বলুন এস এম এস করতে – যতোটা সম্ভব হয় ছড়িয়ে দিন এই কথা, সম্ভব হলে ফেসবুকেও ছড়িয়ে দিতে পারেন নিজের স্ট্যাটাস মেসেজের মাধ্যমে।
আপনার একটি এস এম এসের দিকেই অধীর আগ্রহেই তাকিয়ে আছে অনেকগুলি মুখ আর একটি মুমূর্ষু প্রাণ।
(ওয়ারিদ থেকে এসএমএস যাচ্ছেনা। এই জন্য দুঃখিত)
ভালো উদ্যেগ। একটেল থেকে ওয়ার্কিং।
সংসারে প্রবল বৈরাগ্য!
দুইটা এসএমএস করলাম, রিটার্নে দুবারই বললো 'Invalid Keyword' । ঘটনা কি?
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
গতকালকে কিছুক্ষণ এই ঝামেলা হয়েছিল- আবার শুরু হইছে। ঠিক হয়ে যাবার কথা।
এক্টেল, গ্রামীন...কোনটাই নট ওয়ার্কিং... :no:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হুম, একটেল থেকে যাচ্ছেনা এখন 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
সবজান্তা ভাই সচলে বললেন--
এখনো সমস্যা রয়ে গেছে-ইনভ্যালিড কিওয়ার্ড দেখাচ্ছে।
এই সাত সকালেও যাচ্ছে না............... ~x(
গত মঙ্গলবারে জিপি থেকে পাঠিয়ে ছিলাম, তখন তো ঠিকই ছিল।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
পোষ্ট টা স্টিকি করে দাও। ডানে বা বামে ঝুলানোর ব্যাবস্থা করলে খুব ভাল হয়, সচলে যেভাবে করে।
জিপি, একটেল দুটোই ইনভালিড কি-ওয়ার্ড বলছে।
একটা মাইনর প্রবলেম সল্ভ করতে এতক্ষন লাগে নাকি?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সেইটাই--- 🙁
is it solved?
:no: