ভাইসব!!!
আগামী ৪ঠা সেপ্টেম্বর, ধানমন্ডি বেঙ্গল ক্যাফেটেরিয়ায় এক বিশাল “সিসিবি” ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলের স্পন্সর করবেন এহসান ভাই। তাকে ছিল্লা কাইট্যা এমন লবণ লাগানো হবে যে, নেক্সট টাইম ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসার পথে উনি যেন এই স্মৃতি রোমন্থন করে ভুটানে লাফ দিয়ে পড়েন।
বিশেষ ভাবে উল্লেখ্য মাসরুফ ভাইকে নিজের ইফতারী সাথে করে নিয়ে আসার দরকার নেই। আরও বিশেষ বিশেষ ভাবে উল্লেখ্য যে, মিস্টার তাইফুর (কালো র্যাব) দেশে আসার পর আমাদের আম জনতাকে মিষ্টি মুখ করান নি, তিনি যেন অবশ্যই মিস্টার বেকারের সবচেয়ে বড় কেকটা নিজ দায়িত্বে বগলদাবা করে নিয়ে আসেন।
এছাড়াও কামরুল ভাই বরাতে আমাদের নিজস্ব সংবাদদাতা বলেছেন, মাহমুদ ভাইও নাকি দেশে ফেরার পর কামরুল ভাইকে জনপ্রিয় জ্ঞান বিষয়ক লেকচার ছাড়া কিছু খাওয়ান নি। জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট। মাহমুদ ভাই আশা করি বুঝে ফেলেছেন জাতি আপনার কাছে কী চায়।
পরিশেষে যারা দেশের বাইরে আছেন, কিংবা দেশে আসি আসি করছেন তাদের জন্য আমাদের একগুচ্ছ সমবেদনা রইলো। তবে সিসিবি প্রিন্সিপালের বিশেষ বদানত্যায় তারা ৪ঠা সেপ্টেম্বর বাংলাদেশি সময় সন্ধ্যা সাড়ে সাতটায় অনলাইনে আমাদের সাথে দোয়ায় শরীক হতে পারবেন। 😛
তারিখ ০৪ সেপ্টেম্বর
রোজ শুক্রবার
স্থান – বেঙ্গল ক্যাফেটেরিয়া, বাড়ি নং: ২৭৫/এফ
রোডঃ ২৭ (পুরাতন), মীনাবাজারের পাশে,
ধানমন্ডি, ঢাকা।
😀 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বাপ্রে বাপ!!
পোস্ট প্রকাশঃ ১১ টা ৫১, ৫৯ সেকেন্ড
প্রথম মন্তব্যঃ ১১ টা ৫২, ১ সেকেন্ড 😀
সাম্প্রদায়িকতা, প্রিন্সিপাল হইয়া আপনে পরথম হইতে পারেন না :grr:
:grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
🙁
যাক ব্যাপার না; আমরা আম্রাইতো... আমি পলামু না। আসুম ইনশাল্লাহ!!! যা আছে কপালে...
আমার নাম এহসান; এহছান না। বেঁচে গেলাম মনে হয়। অন্য কাউরে ছিলা হবে মনে হয়।
চিন্তা কইরেন্না, 'ছ' রে 'স' বানাইতে সিসিবির পুলাপান বেশি টাইম নিবোনা 😀
সাতেও নাই, পাঁচেও নাই
অলরেডি বানায় ফেলছে দেখতেছি 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
পোস্টে তো আমাদের এহসান ভাইয়ের নামই লেখা! :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
তাই তো দেখলাম...
:awesome: :awesome:
যাই, এই আনন্দে ফ্রিজ থেকে মিস্টি খায়া আসি 😀
সাতেও নাই, পাঁচেও নাই
:tuski: :awesome: :tuski: :awesome: :tuski: :awesome:
তুমি ফ্রিজের মিস্টি খাও, আর আমি প্রধানমন্ত্রীর ইফতারটা খাইয়া আসি :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমিও প্রধানমন্ত্রীর ইফতার খাপো :((
ইয়েসসসসসসসসসস কী মজাআআআআআআআআআআ :goragori: :goragori: :goragori:
ওইদিন তাইলে রোজা রাকবো :goragori:
আমি সেহরী না খায়া রোজা রাইখা আসমু। 😉 :goragori: :tuski:
আর সেইসাথে আমি জিম থিকা ডায়রেক্ট আসুম 😀
লাভ নাই,এইবার ঠিক হইছে,আপ্নের খাওন ফিক্সড কইরা দেওন হইবো 😐 😐 নাইলে আমাগো শর্ট পড়নের চান্স আছে।
নাজমুল তো রোজা রাখস না।। ছি ছি ছি...
:clap: :clap: :clap:
দেখা যাক... আসতে পারি কিনা
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমার একটা ডাউট আছে। ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসার পথে কি ভুটান পড়ে ? :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
দুবাই দিয়ে আসন লাগে
:))
জিহাদ ভাইয়ের ডাউট দেইখ্যা, যাই ফ্রিজের থিকা একটা মিষ্টি খাইয়া আসি 😛
সবাই খালি মিষ্টি খাইতে চায়।ইফতারে মনে হয়ে :just: মিষ্টি দিলেই হবে।আর কিছু লাগবনা। :khekz:
এতো ভুল ধরলে ইফতার ক্যান্সেল কইরা দিমু কইলাম :grr:
রায়হান এইসব ভুল ধরা উচিত। তোমার সাধারণ জ্ঞান নিয়ে প্রশ্ন তোলা হইসে। তুমি মাইন্ড খাইয়া সব ক্যান্সেল করে দিবা কিনা চিন্তাকরে দেখো।
আর্সেনাল কেনো ভুয়া টীম এই ব্যাপারে আমি আর তুমি আলাদা বৈঠক করমু নে সাথে ফ্রিজের ফ্রি মিষ্টি খাইবা।
তা নতুন জামাই রায়হানা ভাইয়া, আইস্ক্রীমটা কে আনবো? আমিতো নাই, তাইলে আর কাউরে কও। ;))
কি বলেন কাইয়ূম ভাই? :grr:
ইফতারে আইস্ক্রিম খাওয়া শাস্ত্রে মানা আছে 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
তা কোন শাস্ত্রে ভাইডি? :grr:
কাইয়ুম ভাইসাব,আপনে কি রোজা রাইখা শাস্ত্র পড়েন নাকি???
শাস্ত্র তো পড়নের কথা আকাশদার 😀 😀 ;))
আমার কল্যানে বেচারা আকাশ ভাই তো কোলকাতার লোক হিসাবে আন্তর্জাতিকভাবে বিখ্যাত হইয়া গ্যালো রে! =)) =))
:)) :))
সংসারে প্রবল বৈরাগ্য!
😉 কুন শাস্ত্র এট্টু কনছেন দেখি কাইয়ুম্ভাই? 😉
:duel: :duel: :duel: :duel: :duel:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আহসান কি আসবি নাকি...???
নারে... 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আহা অমন না না করচেন ক্যানো দাদা?এসেই পড়ুন না-আমরা তো জানি আসলে এসে পড়ার জন্যে আপনার প্রাণ ক্যামন আঁইঢাই কচ্চে
আকাশদাকে দুটো লুচি আর একটা সন্দেশ দিয়ে ইফতার করিয়ে দেবানে,পুরোটাই খেতে হবে কিন্তু!!! :party: :party:
x-( :duel: x-( :duel:
(এমনিতেই আসতে পারতেছি না দেখে মন মেজাজ খারাপ...)
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আহারে !!
আকাশদা মাফ্রুপ ভাইকে কেমনে পিচাচ্চে দেকেচেন?
:)) :))
😀 😀 😀
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
আইস্ক্রীম লাগবো না। হ্যায় দুই তারিখ বিদেশ যাইতেছে। 🙁
কোথায়? :-/
সাতেও নাই, পাঁচেও নাই
🙁 কোথায়??? 🙁
৪৮ দিনের সফরে ভারত!!
হ্যাপি ক্যাডবেরি... 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সময় যেন কাটেনা......
বড় একা একা লাগে :grr:
এই গানটা ডাউনলোড কইরা রাখ, ২ তারিখ থেইকা শুনিস। 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আহা কামরুল ভাই, জামাইয়ের দুঃখে দুখি না হইতে পারলে অন্তত দুখি দুখি মুখ করে রাখেন 😛
জন্যঃ জামাইয়ের দুঃখ
পড়ুনঃ নয়া জামাইয়ের দুঃখ :-B
:-B
এইমাত্র এবিসি রেডিও জানাইলো, সামিয়াদের ব্যাচের ভারত শিক্ষাসফর সোয়াইন ফ্লু'র কারণে পিছিয়ে যেতে পারে। সেক্ষেত্রে বোমাবাজ স্যাম ৪ তারিখের ইফতার পার্টিতে আসবে.........
:(( :(( :((
জিগাইতে পারো স্যাম ইফতারে যোগ দেওয়ার খবরে আমি কাঁদছি ক্যান??
কারণ....... কারণ.......... ~x( ............ :((
এইবার ইফতার পার্টিতে আইসক্রিমডা মনে হয় আমারেই লইয়া যাইতে হইবো। :(( :(( :((
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ূম ভাইয়ের মনে হয় আইস্ক্রীম নিয়া যাওয়ার কথা? :grr:
কি বলেন কাইয়ূম ভাই? :-B
আইস্ক্রীম নিয়া যাওয়ার কথা?? কোত্থেকে? ইফতারের টেবিল থেকে?? আমি যদি ইফতারের টেবল থেকে আইস্ক্রীম নিয়া যাইগা তাইলে পোলাপাইনে খাইব কি?? তবে ভইনে যখন কইসে, তখন ঠিকাছে টেবিল থেইকা আইস্ক্রীম নিয়া যামুগানে :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আইসক্রিমের ইস্পন্সর তো কাইয়ুম ভাইয়েরই করার কথা...
গত কয়েকদিন ধইরা তো এমনটাই শুন্তেছি
😀 😀 😀
যাক! ব্রেকিং নিউজ!! কি বলেন কাইয়ুম ভাই!!!
আমি তাইলে পাঞ্জাবি পইড়া খালি হাতে খাইতে যামু। আর আসার সময় পোটলা কইরা কিছুমিছু নিয়া আসমু। দিহানরে ডিএইচএলে পোস্ট করতে হবে না............ :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
~x( :bash: :bash: :no: :khekz: :hatsoff: :guitar:
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাইডি ইমো দিয়া লাভ নাই,
তা আইস্ক্রীম নিচ্ছেন কই থিকা :grr:
কইলামনা, ইফতারের টেবিল থেইকা :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
ফাঁকিবাজি ছাড়েন কইলাম :chup:
ভাইডি কিছু শেখেন, ভাইজানে কাছ থিকা । খাওনের পর, ছোট ভইনের জন্যও নিয়া আসতেসে। :-B
ধইন্যাপাতা ভাইজান 😀 :hug:
আমিও কিছুমিছু খাপো :(( :((
ইয়ে...মানে...ভাইয়া, আমি ও আইস্ক্রীম বড়ই ভালা পাই... :shy:
কি আর করা? 🙁
প্রিন্সিপাল স্যাররে :salute:
আমরা সবাই মিল্যা যা ছিলামু মাস্ফ্যু একাই তার চেয়ে......... :grr: :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
x-( এইখানে মাস্ফ্যু আইলো কই থিকা?সব দুষ নন্দঘোষ এই মাস্ফ্যুর, তাইনা? x-( দিহান ভাবী দেখেন তো এনারা আমারে খালি অপবাদ দেয়! :((
তোর নাম নন্দঘোষ এইটা তো জানতাম না ! :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
নন্দজামাই :khekz: :khekz:
:goragori: :goragori: :khekz: :khekz:
:khekz: :khekz: :khekz:
x-( হাসান ভাই গাছ হয়া গাছের কাঠ কাটা কি আপনার ধর্মে সইবে দাদা?
তোর কি মাথা গেছে নাকি......??? :duel: :duel:
:awesome: :awesome: :awesome:
:tuski: :tuski: :tuski:
😀 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
🙁 :duel: :duel: :duel: :duel: :duel: :duel: :duel: :duel: :duel: :duel: :duel: :duel: :duel: 😛
😮 😮
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ইন্নালিল্লাহি...রাজিউন 🙁 🙁 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আহ্! তাইফুর ভাইয়ের কেকটা কত বড় হবে সেই চিন্তায় আছি :dreamy:
সাতেও নাই, পাঁচেও নাই
কমছে কম এক হাজার পাউন্ড তো হবেই! 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
তাইফুর কি বেকারের কেক আন্তাছে :clap:
৯২ এর পোলাপাইন কেক আনলে সেরকম কেক আনে, এর আগে এবিসি তে সায়েদ আর রহমানেরটা যা ছিলোনা :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমিও গোপন সুত্রে খবর পাইছি.মাস্ফ্যু ভাই কেক দুর্নীতির জন্য তলে তলে নকশা করতেছেন। ;;; 😐
x-( x-( এজায়গায় বেজায়গায় এই বেচারা মাস্ফ্যু ভাইরে নিয়া টানাটানি কেন? x-( x-(
তুই এজায়গায় বেজায়গায় যাস নাকি! এইটাও জানতাম না :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
;;; ;;; এই আপনের বাসায় বেড়াইতে যাই মাঝে মাঝে
:)) :)) :))
মাহমুদ ভাই
মিষ্টি বেশি কইরা আইনেন , যাতে শর্ট না পরে।
ইদানিং আবার আমাদের মিষ্টি খাওয়ার খুব অভ্যাস হইছে কিনা! 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
যাই, এই মিষ্টির খবর শুইনা তাড়াতাড়ি ফ্রিজ থেইকা মিষ্টি খায়া আসি 😀
😛
মানুষ তার স্বপ্নের সমান বড়
আলহামদুলিল্লাহ...
পার্টিতো মনে হইতাসে সিরাম হবে।
😀 B-) :awesome: :party: :duel: :guitar:
মানুষ তার স্বপ্নের সমান বড়
আমার তো শুক্রবারে অফিস :)) শনিবারে করলে কি হইত :((
:)) এর জায়গায় :(( হবে
শুক্রবারে অফিস বইলা হাসি দিলি ক্যান? :))
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
হায় হায় !!
:bash: :bash: :bash: :bash: :bash:
অরকা'র ইফতার পার্টিও ৪তারিখ দিছে শুনলাম... :(( :((
সিসিবি পার্টি মিস করুম না এইটা অনেক অনেকদিন ধরে প্ল্যান করা।
অরকা'র ইফতারটা কুনুদিন মিস করিনা......
ঢাকা আসুম ২-৩ তারিখে মনে হয়... আমি কী করি :chup:
সমাধান একটাই তুই কোনটাতেই যাইস না 😛 তোর টা আমি খাইয়া নিমু নে 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
মন্দ আইডিয়া না।
দুইন্যায় ইনসাফ এক্কারে হারায়া গেলো।
চোখ ফেটে এলো জল, এমন করিয়া জগৎ জুড়ে কি মার খাবে প্রবাসদল।
খেলুম না। আমিও ইফতার পাট্টিতে যাপো। :(( :((
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ছোট ভাইয়া, কাঁন্দিস না ... ইন্সাফ এক্কেরে নাই, 🙁 আমার এইখানে চলে আয়। আমি খাওয়ামু নে 🙂
আমি কোথায় যাবো? :((
আদনান ভাই ঈদে চইলা আসেন? বিরিয়ানী খামু এক লগে সব্বাই 😀
কোথায় কানাডা???
জ্বী ভাইয়া, একা মানুষ এখনি চইলা আসেন। পোটলা-পুটলি হইলে তখন আমার মত বাহানা বানাবেন ... 😀
এইবার হবেনা ভাবী । তবে আসবো ইনশাল্লাহ । দরকার হলে পোটলা সহ 😀 আপনারা পারলে ঘুরে যান সিডনী থেকে ।
সিডনী? ইচ্ছে আছে ভাইয়া, তবে আমাদেরও এবার না 🙁
ব্যাপারনা ভাবী । একটা লটো জেতা দরকার কোন চিন্তা ভাবনা ছাড়া দিতাম উড়ায়ে ইচ্ছেঘুড়ি ।
ঠিক বলেছেন, চলেন আইজকাই একটা কিইনা আনি। 😛
দোকান বন্ধ এখন । কয়দিন আগে কিনছিলাম দুই বন্ধু মিলে নেট লস ২*২০ ডলার । সুখ নাইরে পাগল ।
আহারে আমাদেরকে কেউ কোথাও আইতে কয়না, কি পোটলা সহ কি পোটলা ছাড়া :((
সংসারে প্রবল বৈরাগ্য!
আপনারেও তো কইসি, খালি ফাকিবাজি'র মইদ্দে থাকেন। :grr:
আসতে কইলে উলটা দিকে দৌড় মারেন , 😕
আরে বস আসেন । এক্ষনি আসেন 😛
বক্সটা আরেকটু চিপা কইরা দেই :goragori:
কাইয়ূম ভাই এখুনি চইলা আসেন (কঃরাঃ আদনান ভাইয়া ) :grr: :grr:
কাইয়ুম ভাই,
এই চিপা ছাইড়া বরং কানাডা যান গা 😀
ব্যাটা এখন সেরকম হালকা সুযোগ পাইলেও উইড়া চইল্যা যাইতাম 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
ক্যান ভাই, দেশি মেয়ে পছন্দ না? :grr: :grr:
অপমান! দিহান আপু! টুই আপু! শান্তাপু!
দেশি মেয়েদের অপমান কর্তেছে কাইয়ুম্ভাই :grr: :grr:
x-( কপিরাইট কই?
কপিরাইট, কপিপেষ্টের বাসায় বেড়াতে গেসে :grr: :grr:
:goragori: :goragori: :goragori: :goragori:
তুইএম্নেগলাফাটায়াহাসিস্ক্যান? x-( x-(
আপ্নের্বুঝার্ক্ষমতাথাক্লেতোলিক্ষাইদিতাম 😛
=)) :pira:
:awesome: :awesome: :awesome: :awesome:
:tuski: :tuski: :tuski: :tuski:
:guitar: :guitar: :guitar: :guitar:
:tuski: :tuski: :tuski: :tuski:
:awesome: :awesome: :awesome: :awesome:
আনন্দে ইন ফাইফ ফলইন এ একটু নাচা গানা হোক......
এই ফাঁকে যাই একটু ফ্রিজ........
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ইন ফাইফ না কৈরা ইন ফাইভ কর :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
টিটো ভাইকে তেলেগু ভাষায় কমেন্ট না করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি... 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz: :khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
;)) ;)) ;))
জুনা কি ভললি??????..তেলেগু বাষা ছাড়া বুজি না....... ;)) ;)) ;)) ;))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
=))
রবিন ভাই, আপনারে একটা মেইল দিসি। চেক করে দেইখেন একটু ।
সাতেও নাই, পাঁচেও নাই
আমি দেশে আসব ১৯ তারিখ, আমার জন্য কিছু নাই???
আপাতত সমবেদনা ছাড়া হাতের কাছে আর কিসু পাইতেসিনা। 😀
তবে যদি একটা পার্টি স্পন্সর করেন তাইলে দুনিয়ার সব কিসুই আপনার জন্য 😛
সাতেও নাই, পাঁচেও নাই
মিস করুম আবার... কানের পাশ দিয়া গেল এইবার 🙁
কবে আসতেছিস?
সংসারে প্রবল বৈরাগ্য!
তৌফিক,
১ তারিখ রওনা হইলে ৪ তারিখে পৌঁছাতে পারবা না!!! Canada থেকে কি হাঁইটা আইতাসো 😕
:shy: নাহ উনি গেট সিটেওড ফ্রগ জাম্প কইরা আইতেছেন।দেখেন না আমি লুক দ্যাট সাইড হয়া আছি? :shy:
১ তারিখ টিকিট বুকিং দিছি, পাসপোর্ট না পাইলে টিকিট কনফার্ম করতে পারতেছি না। ১ তারিখের ফ্লাইটে আসার কোন চান্স দেখতেছি না, পাসপোর্ট পাইতে পাইতে এই মাসের শেষ বা সেপ্টেম্বরের ১-২ তারিখ। আসতে আসতে তাই সেপ্টেম্বরের ৭-৮ হইয়া যাবে। যদি ১ তারিখ রওয়ানা দিতামও, পৌঁছতাম ৩ তারিখ সকালে। আম্মা যদি শুনতো যে পরেরদিনই ঢাকা যাব ইফতারী খাইতে, আমার খবরই ছিল। এনি ওয়ে, আসতে পারতেছি না কোনভাবেই। মনটা খারাপ... 🙁
আর কোন গেট-টুগেদার হবে না?
অবশ্যই হবে।
তুই স্পন্সর করলে আমরা কী আর না করতে পারি। 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:)) :))
তৌফিক মিয়া একজন গরীব গ্র্যাজুয়েট স্টুডেন্ট। তাহার নিজের টাকা নাই, অন্যের টাকা দিয়া চলে। 🙁
আল্লাহ বাচাইছে। আমি ভাবছিলাম তৌফিক ভাই এইবার আমারে *কিং ইনটেন্সভাবে পাঙ্গাইবো 😕
পাগলরে কইতে নাই সাঁকো নাড়াইস না। তোর পাংগা হইল গিয়া ইফতার পার্টিতে সংযম দেখাবি। :grr: :grr: :grr:
:(( :(( :(( ওরে না রে এর চাইতে সারাদিন :frontroll: :frontroll: দিতে রাজি আছি... :bash: :bash:
তৌফিক ভাই,খালি একবার কন,দরকার হইলে নীলক্ষেত থেইকা আপ্নের লাইগা পাসপোর্ট বানায়া পাঠায়া দিমু 😛 😛
আমারে পরে গুয়ানতামোতে পাঠাইব আরকি। কানাডা আসার সময় দুবাইতে পাসপোর্ট ধরে কি যে টানাটানি করছিল। 🙁
আহারে ভাইয়া, মন খারাপ কইরোনা। দেশে যাচ্ছ, এইটাইতো অনেক খুশী'র কথা 🙂 আমিতো তাও যেতে পারছিনা 🙁
আমারো দেশে যাইতে মঞ্চায়।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আহ্! খালি মজা আর মজা! :awesome: :awesome:
কুন পার্টিতে যামু ~x( ~x(
ORCA'r ইফতার পার্টিও ৪ঠা সেপ্টেম্বর।
ভাই
এই কথা আমিও কইলাম
:(( :(( :(( আমার কী হপে :(( :(( :((
উপায় একখান আছে,টস করেন
:tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :awesome: :awesome: :awesome:
Life is Mad.
মিস হয়া গেল :((
হে হে...(বিটলা হাসি) 😀 😀 😀
ব্লাডি আহসান স্টার্ট :frontroll: 😡
:bash: :bash: :bash: :no: :no: :no: :no: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
আরে গেটাপ, পোলাটা কাহিল হয়ে গেছে । ঠিক আছে আমার প্রক্সিটা তুই দিস 😀
ভাই, আমিও ফ্রন্ট্রোল দেই। দুইটা প্লেট নিয়া খাইতে বসমু...
উমম... মজাই আলাদা!
শুরু কর :grr:
😀
ইস ......... কবে যে সিসিবি পার্টি খাবার ভাগ্য হবে ...... (দীর্ঘশ্বাসের ইমো)
যেইভাবে এইবার কে এফ সি পার্টি খাইছোস x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
তুই কে এফ সি কাহিনী জানলি কেম্নে ???? 😮 😮 😮 😮
বস, কাহানীটা কি?
😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আরে ভাই, দেশে গিয়া পুরাতন অফিসে গেসিলাম। তখন পুরাতন কলিগেরা কে এফ সি তে নিয়ে খাওয়াইসিলো ......
মইনুল ভাইয়া, আমাদের কাইয়ূম ভাইয়া কিভাবে জানি খাবারের গন্ধ পাইয়া যায়। 😀
:)) :))
মিস হয়া গেল আবার :(( :((
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কাইন্দেন না ভাইয়া, এই দিন দিন না, আরো দিন আছে। 🙂
সমস্যা হয়া গেল ... :-B
মিষ্টার বেকার কেক'এর অর্ডার নিচ্ছে না ... :bash:
কুপার্স ... ক্যাপ্টেন্স ... কেউ না ... ~x(
গত বছর ইফতারে কেক খায়া কইলজা ড্রাই হয়া আঠার জন মারা যাওয়ার পর থিকা ... :chup:
তাই আপাতত "খেজুর" দিয়া তোদের মিষ্টিমুখ করানোর সিদ্ধান্ত নিছি ...
ছোট্ট পলিথিনের পোটলার ভিতর দুইটা খেজুর
:khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মানি না
মানবো না 😡 😡 😡
(প্রতিবাদী স্টাইলে 😀 )
তাইফুর ভাই,মকরামি চলবো না।অর্ডার না লইলে ভাবির হাতের তইয়ারী কেক খাইবার চাই :-*
বেকারের কেক লই কুনু চুদুর-বুদুর চইলতো ন , তাইফুর ভাই। :grr:
(ইয়ে মানে, আমার বাড়ি কিন্তু নোয়াখালী না)
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
তোর বাড়ি কই :-B ??
হৃদয়ে বাংলাদেশ ! 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
চ্যানেল আই 😛
দোস্ত ঈদে নতুন নাটক বানাচ্ছিস নাকি? তোর নাটক দেখতে মন চায় ।
তাইফু ভাইয়া, খেক তো আপনেরে আনতেই হইবো, ৯২ এর মান ইজ্জত এখন আপনের হাতেই। :-B
কি বলেন কাইয়ূম ভাই? ;))
কি বলেন কাইয়ূম ভাই? :grr: :grr:
কি বলেন কাইয়ূম্ভাই? :grr: :grr:
আমি খেলুম না । আমার পরীক্ষার আগের দিন ফালানোর জন্য সব আয়োজক গো ব্যঞ্চাই ।
আরে আমরাও তো খেলুম না, শুধু ইফতার করুম :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ওরে কামরুল ভাই চেতসে। বয় পাইছি। পরীক্ষা আছে পরেরদিন তাতে অসুবিধা নাই। আমি আসতে চাই কিন্তু কেউ ওয়েলকাম না করলে কেম্নে কি???
চইল্যা আসিস, আমরা আমরাইতো :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমার তো রোযা রাখার বয়স হয়নাইক্কা...আমি ইফতার খাপো কেম্নে?
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
আমার পরীক্ষা ২ তারিখ শেষ 😀 😀
ইনশাল্লাহ আসবো... :awesome: :awesome:
তোমার রোজা রাখার বয়স হইছে কিন্তু ইফতার খাওয়ার বয়স হইছে কিনা বলতে পারিনা। :-B ;;)
রমজানের এই রোজার মাঝেই এল খুশির ঈদ ... ... ...
:khekz: :gulti:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
একটা দরকারে কমেন্ট করছি। কারো কাছে কি এই(Carbide_uiS60) সফটওয়ারের ফ্রি ভার্সন ডাউনলোড করার কোন লিঙ্ক আছে। থাকলে একটু জানাবেন।
:shy: আচ্ছা ইফতার পার্টিতে কি :just: গেস্ট এলাউড? 😡
আমারো একই প্রশ্ন........
গেস্টের জন্যে পার হেড ১০০০ টাকা করে চাঁদা দিতে হবে। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুলের প্রস্তাবে সহমত। বিনা চাঁদায় আসতে হলে :just: গেষ্টকে আগে সিসিবি সদস্য হতে হবে। নিয়মিত ব্লগিং করতে হবে। ক্যাডেটদের মতো আচরণ করতে হবে। যে কোনো সময় পাঙ্গা খেতে প্রস্তুত থাকতে হবে।
:khekz: :khekz: :khekz:
:guitar: :guitar: :guitar:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:khekz: :khekz: =))
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম্ভাই, আপনে আমারে আর আমার :just: ফ্রেন্ডকে স্পন্সর করেন না পিলিজ :((
তোর :just: ফ্রেন্ড্রে স্পন্সর করতে আমার কুনু আপত্তি নাই, বাট জামাই, তোমার জন্য তুমি আপাততঃ আতিউর ভাই, বাংলাদেশ ব্যাংক এই ঠিকানায় যোগাযোগ কর :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমার চেয়ে "রেড টিশার্ট উইয়ারিং গুডলুকিং আর্মি ফেলো উইথ থাট ফানি ঝিকিঝিকি পম্পম স্টোরি" সায়েদ ভাই অনেএএএএক বেশি খায়-আর দুষ সব পড়ে আমার উপ্রে।
নাহ দুইন্না থিকা ইন্সাফ উইঠা দিহান ভাবীর বাসায় বেড়াইতে গেছে 😡 😡 😡
:-B :-B
আইচ্চা মাস্রুপ ভাই, আপ্নে কি তাইলে কইবার্চান দিহান আপু দুইন্নার মানুষ না? তারে কি আপ্নে অন্য কিছু কইলেন? এলিয়েন? :grr:
তাইলেতো আমার জামাই'র জন্য চাঁদা দিতে হবে 😕
কি বলেন কাইয়ূম ভাই? :grr:
:shy: জামাই না কি জানি কইলেন ভাবি?ওই রায়হান, তোরে দিহান ভাবী ডাকে ;;;
এইখানে রায়হান আসলো কই থিকা? x-(
আমি কি নতুন-পুরানো কিছু বলেছি, জামাইয়ের আগে? 😡 😡
মনটাই খারাপ হয়ে গেলো......কখনই শান্তি মতো কোনো গাদারিং এ এটেন্ড করতে পারলাম না...খালি পোলাপাইন এর কাছে গল্পই শুনলাম...এত্তদিন ঢাকা ছিলাম...কোনো গাদারিং নাই...এখন চলে আসলাম এখন সব পার্টি......!!!!...কি যে এক চাকরি করি...... :bash: :bash: :bash: :bash: :bash: :bash: :bash: :bash: ...
সবার নাটোর এ দাওয়াত...
জোসসস...একটা ক্যান্টনমেন্ট...
খালি কথা বলার মানুস নাই...
মাঝে মাঝে নিজেকে পাগল পাগল লাগে...!!!
কামরুল...মামা তুই ভুইলাই গেলি...আমি আসি ঢাকা...তোর খবর আছে...তারাতারি নাটোর আয়... :chup: :chup: :chup: :chup:
বস সালাম, আপনি এইখানে কবে আসলেন 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমি আছি আগে থেকেই...মাঝখানে একটু হাইড অউট এ ছিলাম...নাটোর এ এসে নেট কানেক্ট করতে একটু টাইম লাগছে...তোর কি খবর?পোস্টিং কই?কেমন আছিস?
নাটোর আসতে পারি যদি একটা বনলতা সেন যোগাড় কইরা দিবি কথা দেস। 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সাদিকুর কাম্রুলের জন্য কোনো এক সেন বাড়ির বন থিকা লতা যোগাড় কইরা রাখিস....
নাটোর আইলে ওয় প্যাচাইব... :awesome: :awesome: :awesome:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:goragori: :goragori: :goragori:
:gulti: :khekz: :pira:
ওরে রে...মামা তোর মাথায় তো অনেক বুদ্ধি...কামরুল আয় মামা...তোর বনলতা সেন রেডি...
টিটো...।চইলা আয় মামা...এত্ত জিগানর কি আছে...আইসা ফোন দিবি...০১৭১৩০৯৫২৫৩
:shy: সাদিকুর্ভাই,আমি আসি নাটোরে? :shy: বনলতা সেন আফার সাথে দেখা কর্তে মঞ্চায় 😡
মাস্রু।।চইলা আসো...আমি এইখান এ খুব ই বোরিং টাইম কাটাই...।লকজন আসলে আমি তো খুশি...এইখান এ পুরান রাজবাড়ি আছে...আসলে থাকতে পারবা...বনপারা আইসা আমারে একটা ফোন দিবা...বাস...!!!
সাদিকুর, তুমি এখানে?!! খালি কামরুল?? আমাদের নাটোর এর দাওয়াত কই?? x-(
হিহিহিহিহিহি......দাওয়াত দেওয়া লাগবে নাকি...কবে আসবা আগে থেকে জানাবা...আমি বাবস্থা করেয় রাখব...সবাই কেমন আছে...আমার ত এক্তা খবর অ নেয় না কেও
কেমন আছেন সাদিকুর ভাইয়া 🙂
ভাবি সালাম...আছি আল্লাহর রহমত এ ভালই...কিন্তূ খুবই বোরিং টাইম যাচ্ছে...এমন এক জায়গায় পোস্টিং হইছে যে কথা বলার ও মানু্ল...!!!!মাঝে মাঝে চাকরি ছেড়ে পালায় যেতে ইচ্ছা করে...!!!!
আপনার খবর কি?পিচ্চি গুলা কেমন আছে?মইন কই?অরে ত দেখি না...দেশে আসেন...দাওয়াত থাকল...!!!!
ইনশাল্লাহ সুব ঠিক হয়ে যাবে ভাইয়া, একটু তো কষ্ট হবেই, সিসিবি'তে এসে সবার সাথে কথা বললে, দেখবেন ভালো লাগবে। 🙂
পিচ্চিরা আল্লাহ'র রহমতে ভালো আছে, মঈনের একটু ব্যস্ততা যাচ্ছে, আছে ভালোই। আমি'ই তারে দেখিনা, আপনি কই থিকা দেখবেন 😛
দেশেতো গতবার'ই ঘুরে গেলাম, আসবো ইনশাল্লাহ ... তবে বলতে পারছিনা ঠিক কবে? 😀
মাস্ফু ভাই এর জন্য খাবার limited কইররা দিতে হইব নইলে NSU এর canteen এর মত অইখানেও শর্ট পরবো । :)) :khekz: :khekz:
x-( x-( নসু ক্যান্টিনে খানা শর্ট পড়ছে এইডা তোরে কেডা কৈল?
অনেকদিন পর ব্লগে ঢূকলাম। আর আসা মাত্রই খাওনের খবর......আহাহাহাহা........
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
ও আরেকটা কথা। আনন্দে ফ্রিজ থেকে মিস্টি খায়া আসলাম...... 😀
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
আমি খিয়াল কৈরা দেখসি যে কোন গেট টুগেদার এর পোস্ট পড়া মাত্র শাওন ভাইয়ের চেহারা দেখা যায়।
অতএব , কোন কারণে শাওন ভাইয়ের খোঁজ যদি না পাওয়া :just: একটা গেট টুগেদার এর পোস্ট দিলেই হবে :khekz:
সাতেও নাই, পাঁচেও নাই
x-( এইখানে :just: আইলো কৈথিকা?
কি বলেন কাইয়ুম ভাই? ;))
জিহাদ,
ভাই এইবারে মতন মাফ কইরা দে.................. 😀
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
কি যে কন মাস্ফু ভাই,lunch টাইমে নসু এর canteen এ গেলে দেখি সব খতম । x-( x-( পরে আসেপাসে তাকাইয়া দেখি আম্নে পেটে হাত বুলাইতে বুলাইতে জাইতেছেন :dreamy: 😮 :awesome: এই দৃশ্য দেইখা কি র আম্নের কাছে ask করা যায় ? 😐 আমি যদি গিয়া কই মাস্ফু ভাই আপনি কি সব lunch খতম কইররা ফালাইছেন? অইতা বেয়াদবি হইয়া যায় না? 😕 শত হইলেও cadet বইল্লা কথা সিনিয়র :boss: এর লগে বেয়াদবি কেম্নে করি বলেন ? :-/ 😕 :boss: :khekz:
x-( x-( x-( :gulli2: :gulli2: :gulli2: :chup: :chup: :chup: :duel: :duel: :duel: :bash: :bash: :bash: 😡 😡 😡
😮 :khekz: :khekz: :khekz: :khekz:
বলি বৌদি অমন পাড়া কাঁপিয়ে হাসচেনঙ্ক্যানো বলুন দিকিনি? x-( x-(
তা ঠাকুরপো আকাশ ভাইয়াকে বলতে বলতে দেকচি, তুমি খাঁটি কলিকাতা'র হয়ে গেলে। ;))
:gulli2: :gulli2:
অপবাদ দেবেন না দিদি,বাপের নাম খগেন হয়ে যাবে কিন্তু মাইরি!(এইগুলা কলকাতার ঝাড়ি)
তা ঠাকূরপো ঝাড়ি দিলে? অন্য এক পোষ্টে দেখলাম হেভি পাঙ্গা খাচ্চো, তাই আর আমি পাঙ্গাইলাম না। x-(
:thumbup: :thumbup: :grr: :grr: :thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আকাশ ভাইয়া যে, তুমিও আইসা পরছো, থাকো। ম্যাশ পটেটো কে পাঙ্গানি দিতে হইবো। :grr:
:khekz: :khekz: :thumbup: :thumbup: :goragori: :goragori:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
২০০ তম কমেন্ট আমার ছিল B-) B-)
😕 😕
একটু লেইট হয়ে গেলাম..... :bash: .
বরাবরের মত এবারেও আমাকে গ্যাপ মারতে হবে...... :grr:
এবং আমিও রেডি আছি...... :awesome:
ইনশাল্লাহ যা আছে কপালে...... :gulli2:
আইতাছি আমি আইতাছি :goragori: