আমাদের এক স্টাফ ছিলেন। কালা রাজ্জাক। তার সব কথার আগে পরে থাকতো “সবাই, সবাই”!! এই যেমন, “সবাই সামনে তাকাও, সবাই সবাই”। আরেকজন ছিলেন জামিল স্টাফ। উনি করতেন ঘেউ ঘেউ। ছুটি শেষে কলেজ প্রত্যাবর্তনের পর প্রথম ফলিন। উনি প্যারেড স্টেট দেওয়ার আগে-“ঘেউ ঘেউউউউ ঘেউউউউউউ, ঘেউউউউউউউউ (তারপর কোমলএবং মেয়েলি স্বরে পড়ুন) ক্যামন আছ সবাই???”
অনেকদিন পর নেট আসলো। নেট কানেক্ট করার পর থেকেই মাথার মধ্যে খালি রাজ্জাক স্টাফ আর জামিল স্টাফের মতো বাজছে, সবাই ক্যামন আছেন, সবাই সবাই … :gulli:
আমরা ভালো ...... তোমরা ভালো আছো তো ?????
আপনার লগে কথা নাই। খাওয়াইলেন্না। >:P
আজীব ...... তুমি আবার কবে খাইতে চাইলা ?????
চাইয়া খাইতে হবে? 😉
গুড পয়েন্ট ......
তাইলে বেড়াইতে চইলা আসো ...... খাওয়ায়ে দিবোনে ......
দেশের জনপ্রিয় একটি মোবাইল কোম্পানীর বিজ্ঞাপনের ভাষায় বলতে হচ্ছে, "আমরা ভালো আছি, আপনি ভালো আছেন তো?" 😀
😀 😀
ফ্রেন্ডস এর আটটা সিজন দেইখা ফেলছি :awesome:
জটিল একটা কাজ করছো ...... এখন পর্যন্ত কোন সিজন বেশী ভালো লেগেছে ???
সবগুলা। 😀
আমার কাছে সবচায়ে ভাল লাগছে সিজন ৫ আর ৮ ।
৫ বেস্ট ......
৫ এগিয়ে থাকবে :thumbup:
আবীর ভাইয়া নিশ্চয় " হাউ ইউ ডুয়িন " প টা ভালো লেগে
আমার কী-বোর্ড কাজ করছেনা, তাই উপরের কমেণ্ট ভুল্ক্রমে চলে গেছে। 🙁
লেগে এর জায়গায় লেগেছে হবে।
প টা এর জায়গায় পর্ব টা হবে।
এই ক্ষেত্রে আপনারা হবে তানভীর ...
:thumbup: :thumbup:
কতদিন পর...
আয় বাবা বুকে আয় (ফ্রন্টরোল দিতে দিতে)
কই ছিলা এতদিন? তাড়াতাড়ি ব্লগ লিখে ফেলো কয়েকটা।
হ!! সিসিবির আবহাওয়া ভালো লাগতেছে। শীঘ্রই ভ্যাজাল পাকাইন্না কিছু ব্লগ লিখতে হপে 😀
সিসিবি পুরা ঠান্ডা হইয়া গেছে 😛 গা গরম করা কিছু দে 😀 ত্যানা প্যচাইতে আমরা সদা প্রস্তুত 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
আয় বুখে আয় :hug:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কেডা তাইফুর্ভাইনি? মন্ডা ভালা? 😀
আহারে ... মনে পইরা গ্যালো ...
মন্ডা খাইনা ম্যালা দিন ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মন্ডা ভালা , তবে মন্ডার চেয়ে চমচম আরো ভালা।
সবচেয়ে ভালা রস্মালাই। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
এক সময় মুক্তাগাছার মন্ডার সুনাম শুনছিলাম। তা ঐখানকার মাইয়াদের ব্যাপারে কিছু শুনি নাই ;))
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
এইজন্যই বলে সময়মত বিয়ে করতে হয়, নাইলে খালি মনে কুচিন্তা আসে :grr: :grr: :grr:
:goragori: :goragori: :goragori:
হুম, সদস্য বেশি।এই ঘটনা খুব কম ঘটে :goragori: :gulli2:
নেটের কানেকশন পাইছস শুইনা বড়ই খুশি হইলাম 🙂 তোদের ছাত্র জীবনের আয়ু আর মাত্র দুই মাস যা মজা করার কইরা নে 😛
মানুষ তার স্বপ্নের সমান বড়
আয় কাছে আয়। মজা করি 😛
অশ্লীল অশ্লীল :no: :no:
যা এখন গিয়া সবুজ ব্যানারের পিছে লঙ্গাপ হইয়া থাক।
রাত ১০টায় কাইয়ুম ভাইয়ের কাছে গত এক মাসের রিপোর্ট করবি । :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
😀
যাক..........তাড়াতাড়ি কয়েকখান লেখা নামা .......আর ভজঘট পাকাইয়া দে 😀
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
একটা খ্রাপ ব্লগ লেখার চিন্তায় আছি। কিন্তু এইসব খ্রাপ জিনিস লিখতে পচুর কষ্ট, পচুর ঘাটাঘাটি। হপেনা বইলাই মনে হচ্ছে। 🙁
আরে সাহস কইরা নামায়ে দাও ............
বিয়াপার না ...
ক্যাডা সামি নিকি ? :grr:
:)) :))
আপনি ভুত নিকি?
মাথার মধ্যে কে যেন সারাদিন সবাই সবাই করে চিতকার করছে সারাদিন :duel:
তোর ব্লগর ব্লগর পড়তে মন চায়...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হপে হপে।
তোমার নেট কানেকশন লাগছে বুঝলাম, বন্ধুরটা লাগছে?? :-B :-B :-B
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
না, তবে ব্যবস্থা হয়তো করবে। প্রথমে একটা মন্তব্য করছিলাম, সাথে সাথে মুছে দিসি 😛
নেট যখন চলেই আসলো, এই মাছ ধরতে নেমে গেলেই হয় 😛 (কপিরাইটঃ জামী :-B )
ভালো আছেন আবীর্সাব?
ভাবিসাব ভালানি?
কীরে চিকি। মনটা ভালা? কাঠবিড়ালি ভালু? ;;;
চিকি? 😕
আমি ভুলে অন্য একটা পইড়া ফেলছিলাম। 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কানে কানে কইয়া যান।
'কি' বাদ দিয়া 'চি'র আগে 'বী' লাগা ! :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কীয়ের্মৈদ্ধেকী 😕 😕 😕
=)) =)) =)) =))
গো ফার এন্ড ডাই :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
কারে বল্লা, জিহাদ ভাই? :grr:
এখন তাহলে জ্বালাবে নিয়মিত? 😉
সাথী ভালো আছেতো? 😛 :grr:
সাথী নামের কাউরে তো চিনিনা ভাবী? 😉
আছি বাইচ্যা......... তুমি কিরাম আছ...???
ভালু ভালু।
ঘুমাস্তেছেতাঘুমাইবার্গেলাম
কতদিন পর। তোর আর তার ঘোরাঘুরির বর্ণনা দিয়া কিছু লেখা দে।
আর কি কর্তে হপে? 😀
তো চইলাই আইলেন, আইচ্ছ্যা বসেন। বেশি কইরা দুধ-চিনি-পাত্তি দিয়া চা লাগাইতাছি এক কাপ :teacup: । তিনি ভালানি?
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
হয় 😀
welcome back ... :goragori: :goragori:
🙂
আরে, রায়হান আবীর যে... ভালো আছো ভাইয়া? 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
ভুল বলেছেন ভাইয়া। এই আমাদের সামি ভাইয়া। :grr:
ভাবী আপনার মনে হয় ভুল হচ্ছে। এইটা তো সামি ভাইয়ের ব্লগ না। 😉
দোকানদাররে পিডাইতে ইচ্ছে করতে এখন। ফাজিলের ফাজিল।
দোকানদার আবার কি করলো? 😛 :grr:
হাহাহাহা, সারাদিন খাইটা হালার মাথা খারাপ হয়া গেছিলো, পাশেরটা বুঝাইতেছে তারপরেও বুঝতাছেনা।
সংসারে প্রবল বৈরাগ্য!
=)) :khekz: :just: :pira:
দোকানদার ক্যাডা? :-/
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আবার জিগায় !!! :grr:
কি জিগায়? কারে জিগায়? ক্যাডায় জিগায়? কেন জিগায়? ~x(
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বেশী চুল ছিড়িস না, সামি ভাইয়ের জন্য কিছু রাখিস। 😉
;)) আমি তো কিছুই কই নাই 😕
কইলো তো আদনান ভাই। 😛
যাউক আমার ডর নাই, রায়াহানা আপু আমারে বাঁচাইবো কইছে। :awesome: :goragori:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রাহানা আপুরে দেখা যাচ্ছেনা, কই থিকা তোরে বাচাঁইবো? :-B
উনি তো বোমা নিয়া সিসিবির গেটে দাঁড়ায়ে আছেন, সামি ভাই আইলেই দৌড়ানি দিবে। :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:gulli2: :gulli2:
আসলেই। 🙁 🙁
:thumbup: :thumbup:
Life is Mad.
ভাইজান থাকেন কই?
সৈয়দপুর 😛 ।
Life is Mad.
দুস্ত মুনে কুরাইয়া দিলা =)) :)) :))