আরে সত্য সত্যই তো প্রাপ্তবয়স্ক ট্যাগ লাগাইছে? ধুর মিয়া, মশকরা বোঝ না? সিসিবির সবাই প্রাপ্তবয়স্ক। এর আগে আব্দুল্লাহর পোস্টেও মজা করছিলাম। সেও দেখি সেইটা বোঝে নাই!! ~x( আমি এইসব ট্যাগ-ফ্যাগের পক্ষে না। নেট তো ওপেন সোর্স। চাইলে এইখানে কতোকিছু মিলে। যারা এইসব ট্যাবুতে ভোগে তাদের নেট কানেকশনই নেওয়া উচিত না।
আজকাল পোলাপাইন ১০/১২ বছরেই পাইক্কা যায়। আমরাও ওই বয়সেই পাকছিলাম। নাকি আরো আগে?? আমি মনে করি সিসিবি যথেষ্ট প্রাপ্তবয়স্ক ব্লগ। এইসব নিয়ে নতুন করে বিতর্ক করে কারো কোনো উপকার হবে না।
ইয়ে আবদুল্লাহ ভাই,মোটর সাইকেল পাঙ্গা হৈল গার্লস ক্যাডেটের জনপ্রিয় পাঙ্গা যেইটা সামিয়াপ্পুরা রেগুলার দিত আর খাইত।এইটার সিস্টেম হৈল দুই হাত দুই পাশে মোটর সাইকেলের গিয়ার ধরার মত কইরা ছড়ায়া মুখে মোটর সাইকেল স্টাআরট দেওনের মত শব্দ কৈরা দৌড়ায়া সারা ব্লক চক্কর দিতে হৈব।ভুক্তভোগীর মতে,এইটায় শারীরিক কষ্ট বেশি না কিন্তু ইজ্জতের পুরা ফালুদা হয়া যায়(কান্না)।
বিখ্যাত রোমান সাহিত্যিক ও দার্শনিক আপুলিয়াস তাঁর মেটামরফিস বা গোল্ডেন অ্যাস গ্রন্থে কিউপিড ও সাইকির প্রণয় ও পরিণয় নিয়ে এক উজ্জ্বল উপাখ্যান সৃষ্টি করেছেন।
Kahini ta porsilam apulias er SHORNOGORDOV (the golden ass) e.
College Library er underline kora boi gular shera silo oita. Tobe boi hishebe shotti oshadharon.
Golpota hifi laglo. Pix gula jhotil & ochlil :grr:
আমাদের কলেজ লাইব্রেরিতে এই "গোল্ডেন অ্যাস" এর একটা বাংলা অনুবাদ আছিল: "স্বর্ণগর্দভ" নামে।
কলেজে এই বইটা অনেকেই পড়ছে। আমিও কিছু অংশ পড়ছিলাম, কিন্তু শেষ করি নাই। যদ্দুর মনে পড়ে অনুবাদটা খুব ভাল ছিল।
সাইকির কাহিনী ভাল্লাগছে। আর ছবিগুলা সম্পর্কে তো কিচ্ছু বলার নাই। পুরাণ নিয়া কিছু লেখলে সাথে এইরকম ছবি সব দিয়ে দেয়া উচিত। 🙂
জ্বী। উইকিতে ইতিহাস বলে উপরে একটা লিংক আছে দেখুন। ঐখানে ক্লিক করলে দেখা যাবে কে লিখেছিল। অবশ্য উইকিতে লেখা মানেই উন্মুক্ত করে দেওয়া। যার ইচ্ছে সে ব্যবহার করতে পারে বিনা দ্বিধায়। আমার এই লেখাটাও উইকি থেকে যে কেউ কপি করতে পারবে-
আগে পড়া হলেও আজকে পড়ে আবারো ভাল লাগলো । আর এর কৃতিত্ব পুরোটাই রায়হান(সামি) মহাশয়ের । আমারো লিখতে ইচ্ছা করছে কিছু একটা । মিথলজি গুলা এত বড় আর কোনটা যে লিখব কিছু বুঝছি না । ক্ল্যাপস (ইমো নাই)
:shy: লিজ্জা পিলাম...........
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😀
:shy: সাইকি বড়ই সৌন্দর্য :shy:
পুরান লেখা!! সিসিবি কি ময়লার ঝুড়ি নাকি? এডু-মডুরা কৈ? সব ফাঁকিবাজ একসাথে জোট বান্ধছে?? x-( x-( x-(
তবে আবীর লেখাটা ভালো হয়েছে ইলেস্ট্রেশনসহ। প্রাপ্তবয়স্ক ট্যাগ লাগাইবা নাকি?? সিসিবির সব তো বাচ্চাকাচ্চা!! :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আরে সত্য সত্যই তো প্রাপ্তবয়স্ক ট্যাগ লাগাইছে? ধুর মিয়া, মশকরা বোঝ না? সিসিবির সবাই প্রাপ্তবয়স্ক। এর আগে আব্দুল্লাহর পোস্টেও মজা করছিলাম। সেও দেখি সেইটা বোঝে নাই!! ~x( আমি এইসব ট্যাগ-ফ্যাগের পক্ষে না। নেট তো ওপেন সোর্স। চাইলে এইখানে কতোকিছু মিলে। যারা এইসব ট্যাবুতে ভোগে তাদের নেট কানেকশনই নেওয়া উচিত না।
আজকাল পোলাপাইন ১০/১২ বছরেই পাইক্কা যায়। আমরাও ওই বয়সেই পাকছিলাম। নাকি আরো আগে?? আমি মনে করি সিসিবি যথেষ্ট প্রাপ্তবয়স্ক ব্লগ। এইসব নিয়ে নতুন করে বিতর্ক করে কারো কোনো উপকার হবে না।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আরে আপনিও দেখি সিরিয়াস্লি নিছেন। প্রাপ্তবয়স্ক ট্যাগ তো দিলাম যাতে হিট বাড়ে সেই জন্য। 😀 😀 😀
আমাদের প্রিন্সিপালই দেখি বাচ্চা। :(( আমাদের ত লেখাতেই বুঝা যায় আমরা প্রাপ্তবয়স্ক। ঠিক না আবীর ?
তুমি কারে পক্ষে টানতাছো আব্দুল্লাহ? ওতো MGCC প্যারেড গ্রাউন্ডে মটর সাইকেল পাঙ্গার উপর আছে!! :grr: :grr: :grr: বেচারা...............
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
মগকক প্যারেড গ্রাউন্ডের ব্যাপারটা বুঝলাম না। একটু খুইলা কন। কনভিন্স করতে পারলে আপনার পক্ষে আসতে পারি। :)) আফটার অল ফৌজিয়ান ত।
সেকি আপনিও আমার মত, জানেন না কিছু?
রায়হানা আবীর ভাইয়া, কারণ টা কি মাস্ফু খুলে বলবে, আগের বারের মত? 😛
ইয়ে আবদুল্লাহ ভাই,মোটর সাইকেল পাঙ্গা হৈল গার্লস ক্যাডেটের জনপ্রিয় পাঙ্গা যেইটা সামিয়াপ্পুরা রেগুলার দিত আর খাইত।এইটার সিস্টেম হৈল দুই হাত দুই পাশে মোটর সাইকেলের গিয়ার ধরার মত কইরা ছড়ায়া মুখে মোটর সাইকেল স্টাআরট দেওনের মত শব্দ কৈরা দৌড়ায়া সারা ব্লক চক্কর দিতে হৈব।ভুক্তভোগীর মতে,এইটায় শারীরিক কষ্ট বেশি না কিন্তু ইজ্জতের পুরা ফালুদা হয়া যায়(কান্না)।
বহুত অভিজ্ঞতা আছে দেখা যায়। কাহিনি কী? দেয় নাকি মাঝে মাঝে?
মিথলজি আর চাই। 🙂 🙂
আহা সাইকি 😡 😡 😡 😡 😡
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
প্রেমের গল্প হিসেবেও অসাধারন ...... আরোও গল্প চাই রায়হান ......
আপুলিয়াসকে বলেন 😀
সে আবার কে ????? 😮 😮 😮
😀 😀
ওওওওওওওওওও ...... এই আপুলিয়াস ......
গ্রীক পৌরানিক চরিত্রের প্রেম কাহিনী লিখসে এই রকম আর লেখক নাই ??? তাদের লেখা থেকে দুই একটা দাও ......
আমি ভাবছিলাম তুই আল্লাদ কৈরা দিহান ভাবীরে আপুলিয়াস ডাকতাছোস
চমৎকার মিথোলজি চলুক...
খুব সুন্দর করে লিখেছ রায়হান।
রূপকথার গল্প আমার এখনও ভালো লাগে, এইসব মিথও। 🙂
যাক। হ্যাপি এন্ডিং হইলো।
চিটাগাংএর জামাল খানে 'সাইকি' নামের এক কোচিং সেন্টার আছে। যেখানে গেলে অনেক সাইকি দেখা যায়। 🙂
প্রতীচ্য পুরাণ আমার খুব প্রিয় ও কাজের বই। তবে অনেক কিছুই ভুলে গেছিলাম। আবা পড়লাম। আর ছবিগুলা তো উপরি পাওনা।
Kahini ta porsilam apulias er SHORNOGORDOV (the golden ass) e.
College Library er underline kora boi gular shera silo oita. Tobe boi hishebe shotti oshadharon.
Golpota hifi laglo. Pix gula jhotil & ochlil :grr:
গোল্ডেন এস পড়লেই গাধার জায়গায় অন্য কিছুর কথা মনে হয় 😛 😛
পিসিসি...
তুহিন কি মনে করয় দিলি । ওই বইটাতো আমিও পড়ছি ।
সুন্দর লিখেছো, আগ্রহী পাঠক সাইকি কে নিয়ে লেখা ইংরেজ কবি জন কীটস এর Ode to Psyche
পড়তে পারেন।
হুমমমমমম...
সবই বুঝলাম...
স্টকে কি আরো আছে? তাইলে জলদি ছাড়ো...
অঃটঃ- ছবি খুব কম হইয়া গেছে... আরো হইলে ভালো হইতো... 😉
চিন্তা কৈরেন না আপনেরে সাইকি আফার মত সোন্দর কুনো আন্টির সাথে বিয়া দিমুনে
হুমমম...তুই কর গিয়া বদ ছেলে...
সাইকিরে লোভী এবং গর্দভ মনে হৈছে। :bash: অনেক বেশী চাঞ্চ দেয়া হৈছে ওরে।
কথাটায় গুরুত্ব আছে...:-B
পোস্টখানা পড়ে বিশেষ করে ছবি গুলা দেখে বড়ই আমোদিত হইলাম 😀
একটা জিনিস আজকে খিয়াল করলাম তোর ঈদানিংকার সব লেখাতেই কেমনে জানি প্রেম প্রেম গন্ধ আইসা পড়ে :-B যাই হোক এইটার ওষুধ সানা ভাই দিছে তাই তাড়াতাড়ি মটোরসাইকেল স্টার্ট 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
খিয়াল কইরা খুউপ খিয়াল কইরা।
তাইলে তো আর ঠিক 😛 কারণ আমি যতদূর জানি ঘটনার শুরু উইকি থাইকা :))
মানুষ তার স্বপ্নের সমান বড়
ঘটনার শুরু উইকি থাইকা :khekz: :khekz:
😮 😮
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
অফটপিকঃ আকশ ভাইয়া, প্রোফাইল এর ছবিতে মনে হয় এডিট হয়েছে? 😛
তাতো একটু হইছেই 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমাদের কলেজ লাইব্রেরিতে এই "গোল্ডেন অ্যাস" এর একটা বাংলা অনুবাদ আছিল: "স্বর্ণগর্দভ" নামে।
কলেজে এই বইটা অনেকেই পড়ছে। আমিও কিছু অংশ পড়ছিলাম, কিন্তু শেষ করি নাই। যদ্দুর মনে পড়ে অনুবাদটা খুব ভাল ছিল।
সাইকির কাহিনী ভাল্লাগছে। আর ছবিগুলা সম্পর্কে তো কিচ্ছু বলার নাই। পুরাণ নিয়া কিছু লেখলে সাথে এইরকম ছবি সব দিয়ে দেয়া উচিত। 🙂
দোস্ত একটা জায়গায় মনে হয় টাইপোর কারনে একটা বিশ্রি ভুল রয়ে গেছে 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
পেলুম না তো দাদা। দয়া করে যদি বলতেন। 🙂
এখানে মনে হয় সাইকির জায়গায় ভেনাস হবে 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
😛
চমৎকার হয়েছে লেখাটা। ভাষাটা কিছুটা পুরনো ধাঁচের রেখেছ দেখে আমি ছোটবেলায় পড়া পুরাণের আবহ পেলাম, স্বাদ পেলাম!
সাইকির চরিত্রটা অবশ্য আমার কাছে 'সাধারণ' মনে হয়, তেমন ডাইমেনশন নাই। তবে এমন থরো থরো প্রেম, শেষে আবার মিলনাত্মক ঘটনা বড় আচানক। 😀 😀
মিথোলজি সবসময় ভাল লাগত এখনও লাগে।
ভাল লেগেছে।
সারেজমিনে- সরেজমিনে।
😀
🙂
আরো মিথোলজি চাই......
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এলেখাও কি আপনার?
জ্বী। উইকিতে ইতিহাস বলে উপরে একটা লিংক আছে দেখুন। ঐখানে ক্লিক করলে দেখা যাবে কে লিখেছিল। অবশ্য উইকিতে লেখা মানেই উন্মুক্ত করে দেওয়া। যার ইচ্ছে সে ব্যবহার করতে পারে বিনা দ্বিধায়। আমার এই লেখাটাও উইকি থেকে যে কেউ কপি করতে পারবে-
আমিও করলাম। ধন্যবাদ।
ভাল লাগলো...... ছবি গুলো আরো ভালো... এত সুন্দর করে কিভাবে আকেঁ..দারুণ।
আগে পড়া হলেও আজকে পড়ে আবারো ভাল লাগলো । আর এর কৃতিত্ব পুরোটাই রায়হান(সামি) মহাশয়ের । আমারো লিখতে ইচ্ছা করছে কিছু একটা । মিথলজি গুলা এত বড় আর কোনটা যে লিখব কিছু বুঝছি না । ক্ল্যাপস (ইমো নাই)
আর এর কৃতিত্ব পুরোটাই রায়হান(সামি) মহাশয়ের
আর এই সামি নামের পুরো কৃতিত্ব আমার :shy:
মহাশয়ার নামকরনের কৃতিত্ব আমার 😛
আপনাদের দুইজনের কইষা মাইনাস দেওয়ার কাজটা আমার। >:)
ধন্যবাদ মহাশয় রায়হান(সামি)
সামি ভাই থুক্কু রায়হান ভাই, সিরুম হয়েছে।
অফটপিকঃ ছবিগুলো দেখে আমি অতিশয় প্রীত :shy:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সামি ভালো হইছে লেখা। ( অবশ্যি লেখার ক্রেডিট নাই। ) ছবিগুলার জন্য জোওশ লাগলো।
লেখার ক্রেডিট আছে, তবে আমার না। এই জন্য আমি এই পোস্টে কোন ক্রেডিট গ্রহণ করি নাই। 😛 😛
:thumbup:
অসাধারণ লাগল লেখাটা। অন্যান্য লেখার চাইতে একদমই আলাদা। এরকম লেখা আরো আসুক।
সামরিক আলুছানার মাঝে বেসামরিক ধন্যবাদ মাইরা গেলাম 😛