আমাদের “পারুল বোন” সাবিনা চৌধুরী সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।
কবে কখন কোথায় শুভকর্মটি সম্পন্ন হয়েছে, এখনো জানি না।
শুধু জানি, সৌভাগ্যবান পাত্রটিও আমাদের মতই একজন এক্সক্যাডেট।
কোন কলেজের, কোন ব্যাচের – এখনো কিছুই জানি না…
এই মুহুর্তে শুধু সংবাদটি দেয়ার অনুমতি পেয়েছি।
সেটাই দিলাম।
এর পর বাকি কথা, ছবি, ইত্যাদি কমেন্টে হবে।
এখানে সাবিনাকে অভিনন্দন জানানো যাবে।
প্রথম প্রকাশ্য অভিনন্দনটা আমিই জানিয়ে গেলাম…
সাবিনা ও তাঁর বরের জন্য অনেক অনেক “অভিনন্দন!!!”
অভিনন্দন :clap:
অনেক অনেক শুভেচ্ছা থাকল
🙂 🙂 🙂 🙂
অনেক ধন্যবাদ, প্রিয় ভাইয়া!
অভিনন্দন সাবিনা। দেশে থাকলে বলতাম কাচ্চি খাবো, এখন কি করি!
ভালো থেকো। শুভ কামনা
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
🙂 🙂 🙂 🙂
অনেক ধন্যবাদ আপনাকে। কাচ্চি পাওনা রইল, প্রিন্সু স্যারজি! বছর শেষে দেশে আসার পরিকল্পনা আছে আপাতত; অগ্রিম নিমন্ত্রণ রইল, ভাইয়া।
আমার প্রাণের বন্ধু সাবিনাকে হাসি খুশী দেখছি,মনে হচ্ছে আতিক ওকে অজস্র ভালবাসায় আপ্লুত করছে।আতিক সাবিনা তোদের জন্যে অনেক অনেক দোয়া রইলো। তোরা অনেক ভালো থাক,অনেক সুখে থাক।
যাক, একটা নাম তো পাওয়া গেল রহস্য মানবের?!?!
"আতিক"...
আপাতত আমরা এতেই খুশি।
বাই দ্যা ওয়ে, আমিসহ সিসিবির বেশিরভাগই কিন্তু "কনেপক্ষ"
😀 😀 😀 😀 😀 😀
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
:boss: :boss: :boss: :boss:
পারভেজ ভাইয়া, তোমার ব্লগ পড়ে লাজুকলতা হয়ে আছিগো :shy: বিয়ের কনে বলে কথা 😡 আপাতত অস্ট্রেলিয়া ঘুরে বেড়াচ্ছি দু'জনে! ক্যাঙারু আর কোয়ালাদের সাথে দেখা করেই ফিরবো আমার শীতের দেশে। মাইনাস নয় থেকে একশো ডিগ্রিতে এসে সিডনীর উষ্ণকাল উপভোগ করছি খুব।
অনেক ধন্যবাদ তোমার অনিন্দ্য সুন্দর ব্লগপোস্টের জন্য।
হানিমুনে গিয়ে খবর দিলা বিয়ের?
যাক তবুও তো দিয়েছো....
সবাই ছবি দেখতে চাচ্ছে।
কি করি, বলতো???
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
🙂 🙂 🙂 🙂
ভাইয়া, নিজের বিয়ের খবর কি নিজেই জানতাম নাকি আমি? আমার পুরনো বন্ধু কাম সদ্যোজাত বর এই গুণহীন মানুষটির গুণমুগ্ধ একজন! আকস্মিক বিবাহের প্ল্যানটি তাঁরই উর্বর মস্তিষ্কপ্রসূত!
বাড়ি ফেরার পথে একখানা ব্লগ লেখার প্ল্যান আছে। আপাতত প্লাটিপাসের সাথে সময় কাটাই।
বছরের শুরুতে একটা চমৎকার খবর এলো, ইউনিয়ন অভ টু এক্স ক্যাডেটস! :clap: :clap: :clap:
আশাকরি অচিরেই আমরা একটা সুন্দর ছবি ব্লগ দেখতে পাবো।
অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা তোমাদের দুজনকে, সাবিনা এবং ......(?)
🙂 🙂 🙂 🙂
অনেক ধন্যবাদ, ভাইয়া! আপনজনদের শুভাশীষ পেয়ে মন ভরে আছে। আপনার লেখা অনিন্দ্যসুন্দর ই-মেইলটি আমার বরটিকে পড়ে শুনিয়েছি। ব্লগবাড়ির প্রতিটি মানুষের থেকে যে ভালবাসা আমি পেয়েছি সেসব অমূল্য। আমার মত সামান্য একজন মানুষের জীবন ধন্য আপনাদের পেয়ে।
অভিনন্দন লক্ষ কোটি।
ছবি ব্লগ আর কাচ্চিতে ভাগ বসাতে উদগ্রীব অপেক্ষমান থাকলাম।
🙂 🙂 🙂 🙂
ভাইয়া, তোমার সাদর নিমন্ত্রণ রইল। আমরা দু'জনই পাকা রাঁধুনি জেনো। ইনফ্যাক্ট, আমি এয়ারপোর্টে নেমেই কাচ্চি পেয়েছিলাম হটপটে। সিসিবি দেখি কাচ্চিপ্রিয় জাতি 😀
:hatsoff:
কাচ্চি জমা থাকলো। ব্লগটাকে বেশী সময় জমিয়ে রেখো না ...
😀 😀 😀 😀
"আমরা দু'জনই পাকা রাঁধুনি জেনো" - একটা যৌথ রান্নার ব্লগ হবে নাকি তাহলে???
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
অনেক অভিনন্দন বন্ধু...
সাতসকালে ঘুম ভেঙেই সুখবরটা পেলাম। সারাদিন চরকির মত ছুটতে থাকলেও মনটা সিসিবিতেই পড়ে ছিল আর দেখছিলাম মন্তব্যগুলো।
বিশাআআআআআল অভিনন্দন!
মিষ্টি কি ফেডেক্সএ পাঠাবে? না কি আটলান্টা গিয়ে খেতে হবে?
আর যাই হোক অস্ট্রেলিয়া যাইতে পারুমনা।
ও হ্যা, তোমাদের প্রেমকাহিনী নিয়ে অডিওব্লগ নামিয়ে ফেলো দেখি চটপট!
🙂 🙂 🙂 🙂
নূপুর, ম্যাসেনজারে তোমার ম্যাসেজ পেয়েও মন ভরেনি; অপেক্ষায় ছিলাম কখন ব্লগে আসবে তুমি! ধোঁয়াওঠা কাচ্চি, শামি কাবাব, মাওয়া ছড়ানো মুরগীর রোস্ট, গোট রেজালা আর সালাদের নেমন্তন্ন রইল, কবি! বোরহানিও আছে সাথে। জর্দা আছে ডেজার্টে। রসমালাইও! মিষ্টি পান চাইলে সেটাও পাবে। আমরা দু'জনই রাঁধুনি আছি ভাল। খেতে এবং খাওয়াতে ভালবাসি দু'জনই। তোমাকে এখানেই নিমন্ত্রণ জানাচ্ছি। ক্যাঙ্গারুর সাথে সেলফি তোলার এইতো সময়!
সাবিনা আপা ও তার স্বামী কে অভিনন্দন।
এই কারণেই সাবিনা আপা ব্লগে বেশ কিছু দিন যাবৎ নিরব।
সুখে থাকুন।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
কবি গাহিয়াছেন:
"দাগ থেকে যদি ভাল কিছু হয়,
তাহলে দাগই ভাল...."
আমরা গাহিতেছি:
"নিরবতা থেকে যদি ভাল কিছু হয়,
তাহলে নিরবতাই ভাল...."
বাদবাকি নিরবগন, হুশিয়ার সাবধান....
ভাল কিছুর অপেক্ষায় থাকলাম!!!!
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
🙂 😀 B-) 🙂
সাবিনাপুউউউউউউউউউউ, মিষ্টি খাবো :((
তথাস্তু।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
🙂 🙂 🙂 🙂
অনেক ধন্যবাদ, রাজীব!
বহুদিন দেখা নেই; ভাল আছো আশা করি।
এইতো আপা।
ব্লগে কমেন্ট।
ফেসবুকে কমেন্ট, বাদানুবাদ, ডিবেট, খারাপ নাই।
আর মাঝে মাঝে বাঙলা সিনেমা।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
অভিনন্দন অভিনন্দন অভিনন্দন ...
জগতের সব ভালো কিছু ঘিরে থাকুক তোমাদের।
ভালো থেকো।
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
🙂 🙂 🙂 🙂
মেনি মেনি থ্যাংকস, প্রিয় অরূপদা!
আজকেই জামাইবাবু ফোন করেছিলেন সেই সাত সকালে। আমাদের মিষ্টি মেয়েটির [এখন তো আমাদের ভাবীও বটে] সাথে কথাও হল। ওরা আপনাদের সকলের দোয়া প্রার্থী। কিছুটা সময় দিন ওদের, ধীরে ধীরে সব কুয়াশা/ধোঁয়া কেটে যাবে।
ছবি সংযোজন সুসম্পন্ন হয়েছে.........
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
🙂 🙂 🙂 🙂
ছবির মানুষজন চেনা চেনা লাগে দেখি 😀
:clap: :clap: :clap:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:hatsoff: :hatsoff: :hatsoff:
সাবিনাপু, অনেক অনেক শুভকামনা তোমাদের নতুন জীবনের তরে।
আরে খাইছে! দারুণ খবর! :party:
আপা, তোমাদের জন্য অনেক অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল! 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
অভিনন্দন রইল আপা আর দুলাভাই-এর জন্য। :clap: :clap: :clap:
নাকি বলব ভাই আর ভাবী? কনফিউশন, কনফিউশন...
অভিনন্দন। পুরো প্রেমকাহিনী শুনতে চাই - দাবী জানায় গেলাম।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
নূরাপ্পু, আমিও প্রেমকাহিনী শুনপো :(( :((
নয়া ভাবী-দুলাভাই দুজনকেই অভিনন্দন! :clap:
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
আহা কী আনন্দ আকাশে বাতাসে!
অনেক অনেক অভিনন্দন, আপুমণি
সাতেও নাই, পাঁচেও নাই
সাবিনা আপু, অভিনন্দন!!!!!!
যদিও তোমাকে অভিনন্দন জানাতে দেরি হলো কিন্তু খবরটা পেয়ে ভীষণ আনন্দ পেলাম।লাস্ট তিন উইক নপ্যাক এ ছিলাম শীতের উন্মত্ততায়। সমুদ্র দেবতা পোসাইডন আমার এবারের ভয়েজে তার ব্লেসিংস দেয় নি কিন্তু প্রেমের দেবী আফ্রোদিতি দিয়েছে এই সুখবরের মাধ্যমে।
পারভেজ ভাইয়ের, কথামত আমরা কিন্তু কনেপক্ষ.... আতিক ভাইয়ের জন্য শুধুই সমবেদনা.... হাজার হোক ক্যাডেট ভাই তো!!!!!
আগামীর দিনগুলো ফুলে ফুলে ভরে থাকুক সেই কামনায়।
তানভীর আহমেদ
অনেক-অনেক অভিনন্দন আপু-ভাইয়া!
চ্যারিটি বিগিনস এট হোম