শুভ-পরিনয় সম্পর্কিত একটি সুসংবাদ…

আমাদের “পারুল বোন” সাবিনা চৌধুরী সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।

কবে কখন কোথায় শুভকর্মটি সম্পন্ন হয়েছে, এখনো জানি না।
শুধু জানি, সৌভাগ্যবান পাত্রটিও আমাদের মতই একজন এক্সক্যাডেট।
কোন কলেজের, কোন ব্যাচের – এখনো কিছুই জানি না…

এই মুহুর্তে শুধু সংবাদটি দেয়ার অনুমতি পেয়েছি।
সেটাই দিলাম।
এর পর বাকি কথা, ছবি, ইত্যাদি কমেন্টে হবে।

এখানে সাবিনাকে অভিনন্দন জানানো যাবে।

প্রথম প্রকাশ্য অভিনন্দনটা আমিই জানিয়ে গেলাম…

সাবিনা ও তাঁর বরের জন্য অনেক অনেক “অভিনন্দন!!!”

sabina03a

 

 

 

 

 

 

 

 

 

 

 

sabina02

 

 

 

 

 

 

 

 

sabina01

৭,৯৩২ বার দেখা হয়েছে

৪২ টি মন্তব্য : “শুভ-পরিনয় সম্পর্কিত একটি সুসংবাদ…”

  1. আমার প্রাণের বন্ধু সাবিনাকে হাসি খুশী দেখছি,মনে হচ্ছে আতিক ওকে অজস্র ভালবাসায় আপ্লুত করছে।আতিক সাবিনা তোদের জন্যে অনেক অনেক দোয়া রইলো। তোরা অনেক ভালো থাক,অনেক সুখে থাক।

    জবাব দিন
  2. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    :boss: :boss: :boss: :boss:

    পারভেজ ভাইয়া, তোমার ব্লগ পড়ে লাজুকলতা হয়ে আছিগো :shy: বিয়ের কনে বলে কথা 😡 আপাতত অস্ট্রেলিয়া ঘুরে বেড়াচ্ছি দু'জনে! ক্যাঙারু আর কোয়ালাদের সাথে দেখা করেই ফিরবো আমার শীতের দেশে। মাইনাস নয় থেকে একশো ডিগ্রিতে এসে সিডনীর উষ্ণকাল উপভোগ করছি খুব।

    অনেক ধন্যবাদ তোমার অনিন্দ্য সুন্দর ব্লগপোস্টের জন্য।

    জবাব দিন
  3. খায়রুল আহসান (৬৭-৭৩)

    বছরের শুরুতে একটা চমৎকার খবর এলো, ইউনিয়ন অভ টু এক্স ক্যাডেটস! :clap: :clap: :clap:
    আশাকরি অচিরেই আমরা একটা সুন্দর ছবি ব্লগ দেখতে পাবো।
    অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা তোমাদের দুজনকে, সাবিনা এবং ......(?)

    জবাব দিন
    • সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

      🙂 🙂 🙂 🙂

      অনেক ধন্যবাদ, ভাইয়া! আপনজনদের শুভাশীষ পেয়ে মন ভরে আছে। আপনার লেখা অনিন্দ্যসুন্দর ই-মেইলটি আমার বরটিকে পড়ে শুনিয়েছি। ব্লগবাড়ির প্রতিটি মানুষের থেকে যে ভালবাসা আমি পেয়েছি সেসব অমূল্য। আমার মত সামান্য একজন মানুষের জীবন ধন্য আপনাদের পেয়ে।

      জবাব দিন
  4. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    সাতসকালে ঘুম ভেঙেই সুখবরটা পেলাম। সারাদিন চরকির মত ছুটতে থাকলেও মনটা সিসিবিতেই পড়ে ছিল আর দেখছিলাম মন্তব্যগুলো।
    বিশাআআআআআল অভিনন্দন!
    মিষ্টি কি ফেডেক্সএ পাঠাবে? না কি আটলান্টা গিয়ে খেতে হবে?
    আর যাই হোক অস্ট্রেলিয়া যাইতে পারুমনা।
    ও হ্যা, তোমাদের প্রেমকাহিনী নিয়ে অডিওব্লগ নামিয়ে ফেলো দেখি চটপট!

    জবাব দিন
  5. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    🙂 🙂 🙂 🙂

    নূপুর, ম্যাসেনজারে তোমার ম্যাসেজ পেয়েও মন ভরেনি; অপেক্ষায় ছিলাম কখন ব্লগে আসবে তুমি! ধোঁয়াওঠা কাচ্চি, শামি কাবাব, মাওয়া ছড়ানো মুরগীর রোস্ট, গোট রেজালা আর সালাদের নেমন্তন্ন রইল, কবি! বোরহানিও আছে সাথে। জর্দা আছে ডেজার্টে। রসমালাইও! মিষ্টি পান চাইলে সেটাও পাবে। আমরা দু'জনই রাঁধুনি আছি ভাল। খেতে এবং খাওয়াতে ভালবাসি দু'জনই। তোমাকে এখানেই নিমন্ত্রণ জানাচ্ছি। ক্যাঙ্গারুর সাথে সেলফি তোলার এইতো সময়!

    জবাব দিন
  6. রাজীব (১৯৯০-১৯৯৬)

    সাবিনা আপা ও তার স্বামী কে অভিনন্দন।
    এই কারণেই সাবিনা আপা ব্লগে বেশ কিছু দিন যাবৎ নিরব।
    সুখে থাকুন।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  7. আজকেই জামাইবাবু ফোন করেছিলেন সেই সাত সকালে। আমাদের মিষ্টি মেয়েটির [এখন তো আমাদের ভাবীও বটে] সাথে কথাও হল। ওরা আপনাদের সকলের দোয়া প্রার্থী। কিছুটা সময় দিন ওদের, ধীরে ধীরে সব কুয়াশা/ধোঁয়া কেটে যাবে।

    জবাব দিন
  8. তানভীর (২০০১-২০০৭)

    সাবিনা আপু, অভিনন্দন!!!!!!
    যদিও তোমাকে অভিনন্দন জানাতে দেরি হলো কিন্তু খবরটা পেয়ে ভীষণ আনন্দ পেলাম।লাস্ট তিন উইক নপ্যাক এ ছিলাম শীতের উন্মত্ততায়। সমুদ্র দেবতা পোসাইডন আমার এবারের ভয়েজে তার ব্লেসিংস দেয় নি কিন্তু প্রেমের দেবী আফ্রোদিতি দিয়েছে এই সুখবরের মাধ্যমে।
    পারভেজ ভাইয়ের, কথামত আমরা কিন্তু কনেপক্ষ.... আতিক ভাইয়ের জন্য শুধুই সমবেদনা.... হাজার হোক ক্যাডেট ভাই তো!!!!!
    আগামীর দিনগুলো ফুলে ফুলে ভরে থাকুক সেই কামনায়।


    তানভীর আহমেদ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।