অনুব্লগ: “ডিজিটাল প্রেম” নাকি “ভার্চুয়াল লাভ”

আমার ইনবক্সে এমন কিছু বন্ধুর সাথে নিয়মিত যোগাযোগ হয়, যাঁদের কে একটা কিছু লিখার পরে না চাইলেও কি একটা অপেক্ষা এসে ভর করে। করতেই থাকে……

বারবার ফিরে ফিরে দেখতে ইচ্ছা হয়, সেই বন্ধুটি, আমার এই লিখাটা দেখেছে কি না? মন্তব্যটার নীচে যতক্ষন না “Seen ……” লিখাটা আসছে, ততক্ষন পর্যন্ত কি এক অস্থিরতা এসে ভর করে দেহে, মনে।

এই অস্থিরতাটাকে কি নামে ডাকা যায়?

এটা নিশ্চয়ই প্রচলিত অর্থের ভালবাসা না। কারন সেই ভালবাসায় দুজন মানুষের ফিজিকাল উপস্থিতির প্রয়োজন পরে। আর সাথে থাকতে হয় অদ্ভুত একধরনের ব্যাকুলতা। সেটা পরস্পরের দিকে তাকিয়ে থাকা থেকে শুরু করে স্পর্শ করা বা অন্য আরও কোন কিছুর জন্যেও হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে মানুষটা শুধু অনুপস্থিতই না, তার উপস্থিতিটাও জরুরি কিছু না। আবার এই ব্যাকুলতা প্রসূত আস্থিরতাটা প্রশমনের জন্য প্রথমতঃ প্রয়োজন একটা “Seen” এর আগমন। আর এর সাথে বা একটু পরে একটা পাল্টা মন্তব্য বা জবাব পেলে তো জীবনই ধন্য হয়ে ওঠে কিছুক্ষনের জন্য – ঠিক যেমন প্রেমাস্পদের সাথে দেখা করতে গিয়ে একটু স্পর্শ বা চুমু পেলে হয়ে থাকে………

কি নামে ডাকা যায় এই অদ্ভুত টানটাকে, যেখানে ব্যাকুলতা আছে কিন্তু ফিজিকাল সংশ্রাবের কোন নীড নাই?

একি “ডিজিটাল প্রেম” নাকি “ভার্চুয়াল লাভ”……

১,৮৮৬ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “অনুব্লগ: “ডিজিটাল প্রেম” নাকি “ভার্চুয়াল লাভ””

    • পারভেজ (৭৮-৮৪)

      এই ডিজিটাল প্রেমে নগদ কোন প্রাপ্তিযোগ নাই।
      ইহা কিছু বায়নারি কোডে ছাড়া আর কোথাও কোন ঝড় তোলে না।
      অবশ্য আঙ্গুলে মাঝে মাঝে একটা টনটনে ভাব ধরায়...
      😀 :)) 😀 :shy:

      "এই অস্থিরতার নাম কি মুগ্ধতা"
      হ্যাঁ, এইটা পছন্দ হয়েছে... (সম্পাদিত)


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন
    • মোকাব্বির (৯৮-০৪)

      এই অস্থিরতার নাম মুগ্ধতা যদি হয় তবে তা সৃষ্টি করে ব্যকুলতা। প্রেম আসবার জন্য দুজনের সামনা সামনি থাকা লাগবে কিনা এই নিয়ে সন্দেহ আছে তবে মুগ্ধতা যথেষ্ট নয়। It takes more to get a ship to change course! 🙂


      \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
      অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

      জবাব দিন
  1. ওমর আনোয়ার প্রিন্স (৮২-৮৮)

    পারভেজ ভাই, আমার তো মনে হয় you need a break! ভাবী আর বাচ্চাদের নিয়ে ক'দিনের জন্য কোথাও থেকে ঘুরে আসেন। আপাততঃ লম্বা একটা হট শাওয়ার নেন তারপর একটা কফি নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ান, ভাল ফিল করবেন...

    জবাব দিন
    • পারভেজ (৭৮-৮৪)

      হা হা হা।
      ওমর, ভালোই কনফিউজ করেছি তোমারে।
      লিখাটাতে "আমি" দেখে ওটাকে পারভেজ ভাবার কোন কারন নাই।
      প্রথম পুরুষে লিখাটা একটা স্ট্যাইল।
      আর যা যা আমি দিয়ে লিখি, সবই যদি নিজের জীবনে হতে হতো, এতদিনে বয়স এক শ পেরিয়ে যেতো।

      এইখানে একটা ফেনোমেনার বর্ননা করেছি যা অনেকেই এক্সপেরিয়েন্স করে থাকে।
      আর কোন ব্যাখ্যার মনে হয় না দরকার আছে......


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন
        • পারভেজ (৭৮-৮৪)

          এইটা খুব ভাল বলেছো।
          আসল ঘটনা কি, জানার কোন দরকার নাই পাঠক যা খুশী ভাবুক, ভেবে সেটাকেই সত্য মনে করুক। সেটাও আসলে এক ধরনের সত্যি।
          রোমিও আর জুলিয়েট নামে বাস্তবে কেউ ছিল কিনা, সেটা কোন দরকারি বিষয় না যেটা বেশী দরকারি তা হলো প্রতিটা পুরুষ হৃদয় একজন জুলিয়েটের আর প্রতিটা নারী হৃদয় একজন রোমিওর সন্ধান করুক, খুজে পাক।
          বাস্তবের শত শত রোমিও জুলিয়েট যা পারেনি, এক শেক্সপিয়ার তা করে গেছেন তার লিখা দিয়ে শত শত বছর আগে।
          অবাক না?


          Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

          জবাব দিন
  2. তাওসীফ হামীম (০২-০৬)

    আসলে কথা সত্য, এমন হয়। মাঝে মাঝে আমার হয়েছে, অনেক আশা নিয়ে কারো উত্তরের আশায় বসে থাকতাম


    চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।

    জবাব দিন
  3. রাজীব (১৯৯০-১৯৯৬)

    না একে প্রেম বলা যায় না। তা সে ভারচুয়াল হোক আর যাই হোক।
    আমরা যখন কথা বলি তখনো খেয়াল করে দেখি শ্রোতা শুনছে তো>


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  4. আহসান আকাশ (৯৬-০২)

    এক্ষেত্রে আমার মতামত রাজীব ভাই এর মতই, শ্রোতার মনযোগ 🙂


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।