ফৌজদারহাট ক্যাডেট কলেজ- ৪৫ জনের মাঝে ৩০ জন এ+
ঝিনাইদহ ক্যাডেট কলেজ- ৪৭ জনের মাঝে ৪৬ জন এ+
মির্জাপুর ক্যাডেট কলেজ- ৪৭ জনের মাঝে ৪৫ জন এ+
রাজশাহী ক্যাডেট কলেজ- ৩৯ জনের মাঝে ৩৬ জন এ+
সিলেট ক্যাডেট কলেজ- ৪২ জনের মাঝে ৩৬ জন এ+
রংপুর ক্যাডেট কলেজ- ৪৮ জনের মাঝে ৪৫ জন এ+
বরিশাল ক্যাডেট কলেজ -৪৮ জনের মাঝে ৩৯ জন এ+
পাবনা ক্যাডেট কলেজ- ৪৮ জনের মাঝে ৪৫ জন এ+
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ- ৫১ জনের মাঝে ২৬ জন এ+
কুমিল্লা ক্যাডেট কলেজ – ৪৫ জনের মাঝে ৩৬ জন এ+
টোটাল ৪৬০ জনের মাঝে ৩৮৪ জন এ+ পেয়েছে বাকি সবাই এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে
এবং কোনো ফেল নাই।
৫৪ টি মন্তব্য : “ক্যাডেট কলেজসমূহের এইচ এস সি রেজাল্ট’০৯”
মন্তব্য করুন
সাবাস ক্যাডেট!প্রতিবার রেজাল্ট বের হইলে এখনো দেখি কলেজের কি অবস্থা।অবশ্য আগে স্ট্যান্ড সিস্টেম থাকাকালে আগ্রহটা আরো বেশি ছিল-কি সে উত্তেজনা-যেন আমরা নিজেরাই পরীক্ষা দিচ্ছি!!!
মোটামোটি রেজাল্ট।
আরো ভালো করার অবকাশ ছিলো।
অ.ট-
হারামি জামাই, লুঙ্গি পইড়া 'ব্লগস্টোর রুমে' ফ্রন্ট রোল দিতে কইছে, এখানে ঘুরতেছিস ক্যান?
কাম হিয়ার, গেট নীল ডাউন। ঠাশ ঠাশ (ঠাডাইয়া থাবড় ) x-(
যা, গিয়া কাইয়ূম ভাইয়ের কাছে রিপোর্ট কর। x-(
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
x-(কিডা আমারে পাঙ্গাইতে চায় হ্যাঁ-সারাদিন পাঙ্গা খায়া আমার মাথা নষ্ট(কপিরাইট-প্রয়াত নায়ক মান্না)
আমি এখন সামনে কাউরে পাইলেই সোজা তার মাথায় ফ্ল্যাগ স্ট্যান্ডের বাড়ি দিমু...
ব্যাকগ্রাউন্ডে হাউস প্রিফেক্টের চিৎকার-স্টাফ মাস্ফ্যুর মাথা গরম হয়আ গেছে শিজ্ঞিরি এডু স্যাররে খবর দ্যান-সি এম এইচে লোক পাঠান...
কি মাস্ফু ভাইয়া, আবার পরথম 🙁
সবাইকে অভিনন্দন ...। 🙂
এফ সি সি আর এমজিসিসি দেখি সবচেয়ে কম পার্সেন্টেজ।
সবমিলিয়ে খারাপ হয়নি 🙂
সামনে আশা করি সবারই আরো ভালো রেজাল্ট হবে। :thumbup:
এক মিনিট, ক্যাডা জানি রিপোর্ট করতে আইছে...
আরে এইডা দেখি জামাই! তোরে না ড্যাশ বোর্ডের সাথে লং আপ করায়া রাইখা আইলাম 😡
কি ব্যাপার, লুঙ্গি আবার নীচে গ্যালো ক্যামনে x-(
পাগড়ী বান কুইক x-(
যা এখন গিয়ে সদস্য ডিরেক্টরির সাথে এক হাতে ঝুইলা থাইকা তালি বাজাইতে থাক x-(
কামরুল একটু দেখিসতো, আমি ডিনার কইরা আসি
সংসারে প্রবল বৈরাগ্য!
x-( x-( x-( কইছি না আমি ঘাউড়া হয়া গেছি সারাদিন পাঙ্গা খাইতে খাইতে?মাস্ফ্যু এখন বিদ্রোহী-হাতে তার হাউস ফ্ল্যাগ স্ট্যান্ড...পাঙ্গাপ্রদানকারী সিনিয়রেরা হুঁশিয়ার-সাবধান x-( x-( x-(
উল্টা-পাল্টা কমেন্টের দায়ে রগ্রা আরো বাড়বে।
পাগলকে তার জুনিয়র দিয়া রগ্রাইতে হয়।
এই কে আছিস, একটা ০২ ব্যচের পোলা ডাক তো। x-(
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
পোলাটারে বাচাইতে চাইলাম 🙁 তা বুঝি আর হইলোনা 🙁
এখন্তো ঘাউড়ামি লুঙ্গির তল দিয়া ঠিকই বাইর হইবো
০৩ এর এফ সি সির একটারেও ডাক দেতো কেউ x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
মাস্ফ্যু নিরুদ্দেশ আমি মাস্ফ্যুর যাস্ট ফ্রেন্ড বলছি-সে আত্মগোপন করেছে।
অভিনন্দন সকলকে...। এখনও কলেজের ভাল রেজাল্ট দেখলে মনে হয় এটাও আমার অর্জন । 🙂 🙂
পোলাপাইনডি দেখি এবার বিরাট রক করছে... :awesome: :awesome:
মাগার এত্তডি এ প্লাস পাইলো আর অখনতরি একটাও মিষ্টি খাইতারলামনা.... x-( x-( x-(
ওই,পুরা ব্যাচ ফলিন...খবরাছে সবডির... 😡 😡
যা বেটা নিজের পড়াশুনা কর, এইখানে কি?
🙁
আইজকাল মগকক'র লুকজন পড়াশুনা করে না, খুব খারাপ রেজাল্ট।
সবডিরে রগড়াইতে হবে।
স্যামরে মগকক'র ভিপি বানানোর প্রস্তাব করছি। 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
প্রিন্সিপালটা কে? :duel:
সিভিল প্রিন্সিপাল।
'অধ্যক্ষ রায়হান আবীর'। :grr: :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:khekz: :khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
;))
:)) :))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
অধ্যক্ষ রায়হান আবীর
:khekz: :khekz: :khekz:
মগকক'র নতুন প্রিন্সিপালের নাম দেইখা অফলাইনে হাসতেসিলাম।
ভাবলাম এইবার অনলাইনে আইসা হাসি :khekz: :khekz:
সাতেও নাই, পাঁচেও নাই
=))
=)) =))
ওই দিন এক পোষ্ট এ দেখলাম এখন নাকি কলেজগুলোতে পড়াশুনার সুযোগ নিদারুন কমে গেছে। শুধু নাকি ড্রিল আর পিটি (আফসুস!)। এর মধ্যেও পোলাপানের এমন রেজাল্ট প্রসংসার দাবি রাখে। অভিনন্দন সবাইকে!
=)) =)) =))
:khekz: :khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
:thumbup: :khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ঘটনা কি? বরিশাইল্যাগো এই অবস্তা ক্যান?
কেরমবস্থা বস? :-B আমি তো দেখলাম হেরাও কুপাইছে... :hatsoff:
ওদের ও মন খারাপ রেজাল্ট খুব একটা ভালো হয়নাই বাট সবচেয়ে খারাপ ব্যাপার হলো MGCC এর ২টা C পাইসে ঃ(
ঝিনাইদহ খুব ভালো করেছে দেখে ভালো লাগছে। অনেক ধন্যবাদ পোস্টের জন্য।
রাজশাহী আর সিলেট এর ক্যাডেট এতো কম কেন??
রংপুর দেখি পাথরায়।
সাম্প্রদায়িক।
ভাইয়া ভুল দেখেছেন মনে হয়, আবার চেক করেন ... :-B
আরে আমি বলছি টোটাল ক্যাডেট, সিলেট = ৪২ আর রাজশাহী = ৩৯, থাকার তো কথা ৫০ এর আশেপাশে।
~x(
আরিফ ভাই, আমরা থাকতে দেখছি ৩-৪ জন আউট হয়েছিল এক বছরেই।
তারপর, বিভিন্ন কারণে কলেজ কর্তৃপক্ষ ওদেরকেই আউট করতে পছন্দ করত... 😕
অভিনন্দন। আরো ভালো আশা করেছিলাম।
হুররে...!!! ঝিনাইদহ পাথরায়......।। :awesome: :awesome:
সবার রেজাল্টই খুবই ভাল হয়েছে। সকলকে অভিনন্দন...... :thumbup: :thumbup: :hatsoff: :hatsoff:
সাম্প্রদায়িক মন্তব্য ঃ :thumbup: :thumbup: :awesome: :awesome:
সাম্প্রদায়িক মন্তব্য
:thumbdown: :thumbdown: :thumbdown:
... নতুন চালু হওয়া কোন পরীক্ষা নাকি ?? আমাদের সময় ছিল 'এইচ এস সি' ...
আহা! আগে কি সুন্দর দিন কাটাইতাম ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বানান টা একটু ঠিক করে দিস নাজমুল ... 😕
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
🙁
এস এস সি তে আরো ভাল ছিল। সব সিসি মিলে ৮ জন জিপিএ ৫ ছিলনা। এফসিসিতেও ছিল ৫০/৫০। এইবার দেখি খারাপ :((
এবার তুলনামূলক কম ক্যাডেট জিপিএ ৫ পেয়েছে। সিসিসি'র পারসেন্টেজও দেখি কম।
এবার একটু জ্ঞানগর্ভ আলোচনা করিঃ
অংকে ৮০তে A+ দেয়ার কতটুকু যৌক্তিকতা আছে? বাংলা, ইংরেজীতে মানলাম ৮০ পাওয়া কষ্টকর কারণ সেখানে বর্ণনামূলক প্রশ্ন বেশী থাকে, এজন্য নাম্বারও কম দেয়া হয়। কিন্তু, অংকে তো পারলে পুরা নাম্বারই দেয়া হয়, তাহলে কেন অংকে ৯০-কে A+ দেয়ার সর্বনিম্ন নাম্বার হিসেবে সেট করা হবে না? ফিজিক্স, কেমেস্ট্রিতেও ৮৫-কে A+ পাওয়ার সর্বনিম্ন নাম্বার হিসেবে সেট করা যায়। তাছাড়া, শুধু একটা পরীক্ষা দিয়ে দুই বছরের পড়াশুনার মান যাচাই করার পদ্ধতিটাও কেমন যেন ঠিক মনে হয়না আমার কাছে। অন্ততঃ দুই বছরে দুইটা বোর্ড পরীক্ষার ব্যবস্থা হলেও খারাপ হয়না।
মোদ্দা কথা, এতগুলো শিক্ষার্থী সমমানের এটা বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব না।
তানভীর এর সাথে সহমত। বুয়েটে ৪ বছর ধরে ৮ টা এক্সাম দিয়ে একটা রেজাল্ট হয়। সেখানে ওয়ান ডে ক্রিকেট এর মত এক এক্সাম দিয়ে জাজমেন্ট কতোটা ঠিক হয় ডাউট আছে। একটা স্টুডেন্ট একটা সাবজেক্টে খারাপ করলে সে ১৮,২২২ (এবারের জিপিএ ৫) এর পিছনে পরে যাবে। ব্যাপার টা নিয়ে চিন্তা ভাবনার অবকাশ আছে।
:thumbup:
সবাইকে অভিনন্দন ।
রাজশাহী আর সিলেট এর ক্যাডেট এতো কম কেন??
ভাই আর বৈলেন না|অনেক কষ্টে ছিলাম|
😀 😀 মকক তো পুরাই :duel: (সাম্প্রদায়িক মন্তব্য )
নাজিব , স্কলারশীপ পাইসস? B-) (ভাব নিলাম)