ক্যাডেট কলেজসমূহের এইচ এস সি রেজাল্ট’০৯

ফৌজদারহাট ক্যাডেট কলেজ- ৪৫ জনের মাঝে ৩০ জন এ+
ঝিনাইদহ ক্যাডেট কলেজ- ৪৭ জনের মাঝে ৪৬ জন এ+
মির্জাপুর ক্যাডেট কলেজ- ৪৭ জনের মাঝে ৪৫ জন এ+
রাজশাহী ক্যাডেট কলেজ- ৩৯ জনের মাঝে ৩৬ জন এ+
সিলেট ক্যাডেট কলেজ- ৪২ জনের মাঝে ৩৬ জন এ+
রংপুর ক্যাডেট কলেজ- ৪৮ জনের মাঝে ৪৫ জন এ+
বরিশাল ক্যাডেট কলেজ -৪৮ জনের মাঝে ৩৯ জন এ+
পাবনা ক্যাডেট কলেজ- ৪৮ জনের মাঝে ৪৫ জন এ+
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ- ৫১ জনের মাঝে ২৬ জন এ+
কুমিল্লা ক্যাডেট কলেজ – ৪৫ জনের মাঝে ৩৬ জন এ+
টোটাল ৪৬০ জনের মাঝে ৩৮৪ জন এ+ পেয়েছে বাকি সবাই এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে
এবং কোনো ফেল নাই।

৪,৫৮২ বার দেখা হয়েছে

৫৪ টি মন্তব্য : “ক্যাডেট কলেজসমূহের এইচ এস সি রেজাল্ট’০৯”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    সাবাস ক্যাডেট!প্রতিবার রেজাল্ট বের হইলে এখনো দেখি কলেজের কি অবস্থা।অবশ্য আগে স্ট্যান্ড সিস্টেম থাকাকালে আগ্রহটা আরো বেশি ছিল-কি সে উত্তেজনা-যেন আমরা নিজেরাই পরীক্ষা দিচ্ছি!!!

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    মোটামোটি রেজাল্ট।
    আরো ভালো করার অবকাশ ছিলো।

    অ.ট-
    হারামি জামাই, লুঙ্গি পইড়া 'ব্লগস্টোর রুমে' ফ্রন্ট রোল দিতে কইছে, এখানে ঘুরতেছিস ক্যান?
    কাম হিয়ার, গেট নীল ডাউন। ঠাশ ঠাশ (ঠাডাইয়া থাবড় ) x-(
    যা, গিয়া কাইয়ূম ভাইয়ের কাছে রিপোর্ট কর। x-(


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    এফ সি সি আর এমজিসিসি দেখি সবচেয়ে কম পার্সেন্টেজ।
    সবমিলিয়ে খারাপ হয়নি 🙂
    সামনে আশা করি সবারই আরো ভালো রেজাল্ট হবে। :thumbup:

    এক মিনিট, ক্যাডা জানি রিপোর্ট করতে আইছে...
    আরে এইডা দেখি জামাই! তোরে না ড্যাশ বোর্ডের সাথে লং আপ করায়া রাইখা আইলাম 😡
    কি ব্যাপার, লুঙ্গি আবার নীচে গ্যালো ক্যামনে x-(
    পাগড়ী বান কুইক x-(
    যা এখন গিয়ে সদস্য ডিরেক্টরির সাথে এক হাতে ঝুইলা থাইকা তালি বাজাইতে থাক x-(
    কামরুল একটু দেখিসতো, আমি ডিনার কইরা আসি


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  4. বন্য (৯৯-০৫)

    ‍পোলাপাইনডি দেখি এবার বিরাট রক করছে... :awesome: :awesome:
    ‍মাগার এত্তডি এ প্লাস পাইলো আর অখনতরি একটাও মিষ্টি খাইতারলামনা.... x-( x-( x-(
    ওই,পুরা ব্যাচ ফলিন...খবরাছে সবডির... 😡 😡

    জবাব দিন
  5. আজাদ (৯৪-০০)

    ওই দিন এক পোষ্ট এ দেখলাম এখন নাকি কলেজগুলোতে পড়াশুনার সুযোগ নিদারুন কমে গেছে। শুধু নাকি ড্রিল আর পিটি (আফসুস!)। এর মধ্যেও পোলাপানের এমন রেজাল্ট প্রসংসার দাবি রাখে। অভিনন্দন সবাইকে!

    জবাব দিন
  6. তাইফুর (৯২-৯৮)
    এই এস সি

    ... নতুন চালু হওয়া কোন পরীক্ষা নাকি ?? আমাদের সময় ছিল 'এইচ এস সি' ...
    আহা! আগে কি সুন্দর দিন কাটাইতাম ...


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  7. তানভীর (৯৪-০০)

    এবার তুলনামূলক কম ক্যাডেট জিপিএ ৫ পেয়েছে। সিসিসি'র পারসেন্টেজও দেখি কম।

    এবার একটু জ্ঞানগর্ভ আলোচনা করিঃ
    অংকে ৮০তে A+ দেয়ার কতটুকু যৌক্তিকতা আছে? বাংলা, ইংরেজীতে মানলাম ৮০ পাওয়া কষ্টকর কারণ সেখানে বর্ণনামূলক প্রশ্ন বেশী থাকে, এজন্য নাম্বারও কম দেয়া হয়। কিন্তু, অংকে তো পারলে পুরা নাম্বারই দেয়া হয়, তাহলে কেন অংকে ৯০-কে A+ দেয়ার সর্বনিম্ন নাম্বার হিসেবে সেট করা হবে না? ফিজিক্স, কেমেস্ট্রিতেও ৮৫-কে A+ পাওয়ার সর্বনিম্ন নাম্বার হিসেবে সেট করা যায়। তাছাড়া, শুধু একটা পরীক্ষা দিয়ে দুই বছরের পড়াশুনার মান যাচাই করার পদ্ধতিটাও কেমন যেন ঠিক মনে হয়না আমার কাছে। অন্ততঃ দুই বছরে দুইটা বোর্ড পরীক্ষার ব্যবস্থা হলেও খারাপ হয়না।
    মোদ্দা কথা, এতগুলো শিক্ষার্থী সমমানের এটা বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব না।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।