আমাদের কলেজ-১(ছড়া version)
আমাদের কলেজ-২(ছড়া version)
পরলো ধরা সেভেন-গুলা
মিটিং করার ফাঁকে,
ক্লাস এইটের ক্যাডাররা-সব
আসছে ঝাকে ঝাকে।
একরুমেতে সবাই বসে
হচ্ছেটা কি শুনি?
প্রিফেক্টসুলভ ভাব নিয়ে কয়
ক্লাস এইটের জনি।
কত্ত বড় সাহস তোদের
খুব পেকেছিস নারে?
গ্রুপিং করার মজা তোরা
বুঝবি হাড়ে হাড়ে।
ওয়াসিমটা পালের গোদা
বের হয়ে আয় দেখি,
কেমন করে লীডিং মারে
তোর থেকে আজ শিখি।
সাবধান হ, হাত টাইট কর
নিচের দিকে তাকা…
এই বয়েসেই লীডিং মারিস
খুব হয়েছিস পাকা…
অন্যরা সব নাইন পজিসন
লেইট যেন না হয়,
দু পকেটে দু হাত দিয়ে
ক্যাডার গুলান কয়।
চড় থাপ্পড় লাত্থি ঘুষি
বাদ পরে না কিছু,
ব্যাড লাকটা ছাড়ছে না আজ
ক্লাস সেভেনের পিছু।
অত্যাচারে ক্লাস সেভেনের
চোখ ভেসে যায় জলে…
উপরওয়ালা কবে যে হায়
আসবে তাদের দলে….
হটাত করে হাউস প্রিফেক্ট
শামীম ভাইয়ের গলা
এইট শালারা বুঝবে এবার
কেমন লাগে ডলা ।
(চলবে…..)
হয়েই গেলাম :grr:
এরপর কয়েকবার না হয়া থাক
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
পার্তেছেন্না? :grr: :grr:
সুন্দর !!!
জোট্টিল...তয় জনিটা কি আপনে? ;;; ;;;
আমিতো ক্লাস সেভেন...পাঙ্গার উপরে আছি... :((
তার মানে ওয়াসিম!!! :boss: :boss: :boss:
হাহাহা ...আমি বুঝছিলাম তুমি এইটা কইবা... 😛
"এখানকার সব চরিত্র কাল্পনিক..... 😛 "
আমিও জান্তাম আপ্নে এইটাই কইবেন... 😛 😛
:thumbup:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ঐ.. :-B
ঐ-২... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
দারুণ :clap: :clap: :clap:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:clap: :clap: খুব ভাল
কনক, চমৎকার! :clap: :clap:
তাড়াতাড়ি পরের কবিতাটাও ছাড়।
🙂
জী ভাইয়া ছাড়বো..
ভাল্লাগছে কনক।
খবর কী তোর?
ভাইয়া খবর হইলো 4-2 তে উঠে গেলাম।।দোয়া রাইখেন... 🙂
ঐ
কত দিন পরে লেখলি এই সিরিজ। এখন যারা আছে তারা মনে হয় জানেই না এই অসমাপ্ত সিরিজের কথা। এরকম আরো বেশ কিছু সিরিজ আছে এখন যেটা মনে পড়ছে জিহাদের এরকম একটা ছড়া সিরিজ ছিল।
এক বছর..... 😕
আবার যদি ক্লাস সেভেনে ফিরা যাইতে পারতাম :dreamy: :dreamy: :dreamy:
ভাইয়া সেভেন এ ফিরে না গিয়ে ক্লাস নাইন অর টেন এ ফিরে গেলে বেশি খুশি হইতাম
নাইনে ছিলাম জুনিয়রের রুমে। সেইখানে আমাদের ব্যাচের বাকিরা ছিল ১১ জনের রুম - ইলেভেন সিটারে। সেইরুমে গেলে আর আসতে ইচ্ছা করত না।
ক্যাডেট লাইফের সবচেয়ে খারাপ গেছে আমার ক্লাস নাইন। 🙁 🙁
:clap: :clap: :clap:
এতো দিন পরপর কেন? 😡 জলদি পরের ছড়াটা দাও।
ভাই জটিল হইছে।তয় আপনে কোন ক্লাসের
দারুন! আল্লাহ! অনেক দিন পর এত্ত মজা পেলাম!!!!!!!!! :)) =)) :)) :)) :)) :)) :)) :)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!