আমাদের কলেজ-৩(ছড়া version)

আমাদের কলেজ-১(ছড়া version)
আমাদের কলেজ-২(ছড়া version)
পরলো ধরা সেভেন-গুলা
মিটিং করার ফাঁকে,
ক্লাস এইটের ক্যাডাররা-সব
আসছে ঝাকে ঝাকে।

একরুমেতে সবাই বসে
হচ্ছেটা কি শুনি?
প্রিফেক্টসুলভ ভাব নিয়ে কয়
ক্লাস এইটের জনি।

কত্ত বড় সাহস তোদের
খুব পেকেছিস নারে?
গ্রুপিং করার মজা তোরা
বুঝবি হাড়ে হাড়ে।

ওয়াসিমটা পালের গোদা
বের হয়ে আয় দেখি,
কেমন করে লীডিং মারে
তোর থেকে আজ শিখি।

সাবধান হ, হাত টাইট কর
নিচের দিকে তাকা…
এই বয়েসেই লীডিং মারিস
খুব হয়েছিস পাকা…

অন্যরা সব নাইন পজিসন
লেইট যেন না হয়,
দু পকেটে দু হাত দিয়ে
ক্যাডার গুলান কয়।

চড় থাপ্পড় লাত্থি ঘুষি
বাদ পরে না কিছু,
ব্যাড লাকটা ছাড়ছে না আজ
ক্লাস সেভেনের পিছু।

অত্যাচারে ক্লাস সেভেনের
চোখ ভেসে যায় জলে…
উপরওয়ালা কবে যে হায়
আসবে তাদের দলে….

হটাত করে হাউস প্রিফেক্ট
শামীম ভাইয়ের গলা
এইট শালারা বুঝবে এবার
কেমন লাগে ডলা ।

(চলবে…..)

৪,০৬৩ বার দেখা হয়েছে

২৭ টি মন্তব্য : “আমাদের কলেজ-৩(ছড়া version)”

  1. কামরুলতপু (৯৬-০২)

    কত দিন পরে লেখলি এই সিরিজ। এখন যারা আছে তারা মনে হয় জানেই না এই অসমাপ্ত সিরিজের কথা। এরকম আরো বেশ কিছু সিরিজ আছে এখন যেটা মনে পড়ছে জিহাদের এরকম একটা ছড়া সিরিজ ছিল।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।