আমি এই ব্লগে কনিস্ঠতম সদস্য না হলেও নিশ্চিত ভাবেই কনিস্ঠতম ব্লগার, অন্তত আগামী ৫-১০ মিনিট তো অবশ্যই।অতঃপর ৪ মাস ১০ দিন বয়সে (ব্লগে) এসে সাহস হলো ব্লগে একটি লেখা লিখার।অনেক দিন ধরেই ভাবছি একটি লেখা দিব কিন্তু বড় ভাই-বোনেরা তো অবশ্যই কলেজে থাকা পিচ্চি পোলা-পানেরাও এতো ভালো লেখা লিখতেছে যে আর সাহসেই কুলোতে পারছিলাম না।আজ ভাবলাম আর কাহাতক সহ্য করা যায়….. ~x( এইবার কিছু একটা করা দরকার।কিন্তু কি করব ??????লেখার হাত এতোই বাজে যে আমারে দিয়ে কিসসু লিখানোর চেয়ে আশরাফুল রে জাতীয় দলে ধারাবাহিক ভাবে রান করানো বা প্রতি ম্যচে century করানো সহজ…….. ;;; কিন্তু আজ পণ করেছি লিখবই লিখব।আর কতো সবার লেখায় comment করে বিরক্তি উতপাদন করা যায়….সারাজীবনে wall magazine এও এক লাইন নিজে থেকে লিখি নাই (copy-paste তো করছিই,মাঝে মাঝে junior এর টাও নিজের নামে চালাই দিছি…..) আর আজ লিখতেছি ব্লগে।এইখানে লিখতে আইসা বুঝতে পারলাম খাতা-কলমে তো লিখতে পারিই না,গত ২বছর ধরে computer নামক এই যন্ত্রটা ব্যবহার করার পরেও আমি এতে games খেলা ছাড়া অন্য কিসসু পারিনা। আমি এই ২ লাইন লিখতে আমার ৩ টা key-board ভাইংগা যাওয়ার সম্ভাবনা আছে।এই ২/৪ লাইন লিখতেই কখন যে ৫টা B&H একের পর এক ধরাইয়া ফালাইছি টেরই পাই নাই (senior ভাই-বোনেরা পিলিজ mind খাইয়েন না,ছোটরা আগের লাইনটা পড়বা না) :shy: কাল exam কিন্তু গত এই লেখা লিখার আগে গত ৬ ঘন্টা ধরে না পড়া পুরান ব্লগ এর আধাগুলাই পইড়া ফালাইছি।আর লিখতেছি ৪০-৪৫ মিনিট ধইরা…..বহুত তো লিখলাম আর কতো……না আর কিছু আসতেছে না।থাক এই T-20র যুগে দ্রাবিড়ীয় স্টাইলে টেস্ট খেইলা আপনাগো বিরক্ত না কইরা আশরাফুলের মতো তাড়াতাড়ী ভাগি নাইলে কে যে কখন মাথায় বাড়ি দিবো আল্লাহ মালুম :chup: টেনশন লইয়েন না,আবার দেখা হইব 😛
পুনঃশ্চঃ অনেকেই হয়তো এই আজাইরা প্যচাল পইড়া time loss করায় আমারে মারার জন্য খুজতে পারেন……কিন্তু আমার নাম দেইখা কোন কলেজ বা কোন ব্যাচ খুইজা না পাইয়া হয়রান হইয়া যাবেন। 😡 তাই আগে থাইকা কইয়া রাখাই ভালো আমি মামুন,ককর(২০০০-২০০৬)
এইবার গুনে গুনে ১০টা :frontroll: দিয়ে দাও দেখি 🙂
ম্যালাদিন পরে আইলেন, কিমুন আছেন ?
সাহস কত পোলাটার দেখসেন নাকি প্রিন্সিপাল সাব ...
নতুন আইস্যা দাড়ায় দাড়ায় ক্যালাইতেসে ... জুনিয়র লুকডাউন না করায়া :frontroll: :frontroll: দেয়াইলে বুঝবে ঘটনা কি।
ব্লগে স্বাগতম... যা খুশী লিখতে থাক...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ব্লগ এ আসলেই সিরিয়াসলি লিখতে হবে ধারনাতা তুলে দেয়া দরকার। এতে ভাল অনেক কিছু বের হএ আসতে পারে। তবে তর কপাল এ মাইর আছে। :chup: :chup: :chup: ব্লগে স্বাগতম :hug: :hug: :hug:
ব্লগে স্বাগতম… যা খুশী লিখতে থাকেন :clap: :clap:
ওই ব্যাটা, :frontroll: স্টার্ট, কুইক। :chup: :chup: :chup:
😀 বালা লিকছুইন।
বাংলা সাহিত্যে এই পোলার ভালো মার্ক্স পাওয়ার কথা।কোন সাবজেক্ট ছাড়াই ২ পেইজ লিখা ফেলছে!!!
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
স্বাগতম জানায় গেলাম, লিখতে থাক আর আপাতত :frontroll: দিতে থাক 😡
x-( ডজিং লেখা দেওয়ার অফ্রাধে হালারে বাইন্ধা পিডানো দরকার
মামুন ভাই এগিয়ে চলেন আমরা আছি আপনার সাথে । :grr: :grr:
৩ করিডোর ফ্রগ জাম্প ফিনিশ কর,দেন আরেকটা লেখা ছাড়।
হ ভাই ssc & hsc তে বাংলায় ভালাই নম্বর পাইসিলাম(এ+)........(এই ফাকে একটু নিজের দাম বাড়াই নেয়ার টেরাই করলাম........) 😀 😀 😀 😀 😉 😉
support দেয়ার জন্য সবাইকে ধইন্যবাদদদদ........... :shy: :shy: :shy:
মনে হইতাসে এখন আমার লেখনি প্রতিভা (?????) দেখানোর সময় হইছে 😉 😉 😉 😀 😀
মাসরুফ ভাই!!!!!!!! এম্নে welcome জানাইলে খেলুম না কিন্তু ভাই, কইয়া দিলাম......... :(( :(( 🙁 🙁 😕 😕
থাক কান্দে না।যা উইঠা শ্যাওড়া গাছের সাথে লংআপ হয়া থাক x-(
অবশেষে মামুন ভাই ও 😮
ভাই, এইটা কি ঠিক হইলো ~x( আমারে রাইখাই দৌড় ;;;
ব্লগে স্বাগতম :hug:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
ককর এর ভাইজানেরা আমার কেউ কি খেয়াল কইরেছেন যে আমার ব্লগ কিন্তু ককর এর ৩০০ নম্বর ব্লগ :tuski: :tuski: :awesome: :awesome: :grr: :grr:
হারামী আশহাব আগে ৩০০ :frontroll: দে।তুই তো আমার আগে থাইকা ব্লগে আছস,কইছোস কুনোদিন ব্লগ এর কথা?????তুই এখনো কুনো ব্লগ লিখস নাই কেন????? 😡 :chup: :chup: :chup: :chup:
হ্যা আশহাব তুমি ব্লগ লেখ নাই কেন????
:grr: :grr: :grr:
;)) ;)) ;))
R@fee
তোর মত আমিও অনেকদিন ধইরা ভাবতাছি,কিন্তু অনুরবর মস্তিস্ক কিছুই পয়দা করতে পারতেছেনা।
তাই বলে তুই :frontroll: দিবি না তা তো হয় না।শুরু :frontroll:
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: 😮 😮 😮
সিসিবিতে স্বাগতম মামুন। :clap:
প্রোফাইল বাংলায় করে দাও। সব বাংলা লেখার মধ্যে লেখকের নামটা ইংরেজিতে ভালো দেখাচ্ছেনা। আর পোস্টেও অপ্রয়োজনীয় ভাবে ইংরেজি শব্দের আধিক্য দেখা যাচ্ছে। আশা করি আগামী লেখা থেকে এটিও খেয়াল রাখবে। 🙂
শুভ লেখালেখি :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
🙂 মাফ চাই ভাই :shy: :shy: এখনি দিতাসি :frontroll: :frontroll: ভবিশ্যতে আর হইব না ভাই :no: :no:
শুভ লিখা লিখি বহুদিন পর ব্লগে ঢুকেই দেখি রংপুরের ৩০০ টা পার হয়ে গেছে...... যখন দেখলাম কালপ্রিটটা তুই তখন আর রাগ লাগছেনা।
শুভ লিখালিখি :thumbup:
রম্যেও তো দেখছি মামুন অসাধারণ।এরপরও লেখার হাত ভালোনা বলাটা একটু বেশিই বিনয় হয়ে গেলনা ব্রাদার?
প্রতীকি খোঁচাগুলো ভালো হইছে।ইশ, আশরাফুলরে যদি লাইন দুটো দেখানো যাইত!!! 😛