কমান্ডিং অফিসার । লিডিং ফ্রম দ্যা ফ্রন্ট । প্রথম জাম্পটা স্যারই দিলেন ।
কি অদ্ভুত !!! এই সৈনিকটা নাকি এভাবেই স্যালুট পজিশনে জাম্প করে । স্যালুট ধরে রাখে যতক্ষন এয়ারক্র্যআফট দেখা যায়
সবাই চলে যাচ্ছে । আর আমি রয়ে যাচ্ছি
সবশেষে জাম্প করলো ক্যাপ্টেন মোয়াজ্জেম । আর ও আমার ক্যামেরাতে ধরা পড়লো এভাবে
:goragori:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
কি বস,খিচ্চা লাফালাফি করতেছেন যে !!!
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
এতো উচা থিকা লাফ দিয়া এখনো বাইচা আছোস এই খুশিতে।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
চমৎকার সব ছবি।
বেঁচে থাকলে, একবার লাফ দেওয়ার ইচ্ছা আছে। অনেক টাকার ব্যাপার অবশ্য... 🙁 🙁
ভাই,তুই বাইচ্চা থাক আর জোরসে জাম্প দে । কিন্তু ফ্রি ফল করতে চাইলে অনেক ভালমতো ট্রেনিং এর পরে করিস রে ভাই । স্পোর্টস প্যারাসুট হলে ঠিক আছে ।
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
অন্যরকম পোস্ট। :clap:
চ্যারিটি বিগিনস এট হোম
হ্যাঁ বস । তাই আমারও অন্যরকম অনুভূতি ।
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
ভালো লাগলো।
You cannot hangout with negative people and expect a positive life.
ভয় লাগলো না ?
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
আমার এমনিতেই ফিয়ার অফ হাইট আছে, তাই ভয়ের কথা না-ই বলি 😛
You cannot hangout with negative people and expect a positive life.
অসাধারণ ... :boss:
আসলেই
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
:thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
::salute::
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
বাহ! সবাই দেখি দুঃসাহসী টিনটিন 🙂 তুমি তো চামে ফ্রি আহসান আকাশ ভ্রমন করে নিলা 😛
অ.ট. - তুমি স্যারের ইউনিটে হলে এসিআরটা ... 😀
আমার বন্ধুয়া বিহনে
😀 স্যারের ইউনিটে থাকতে হলে তো আমাকে কমান্ডো হতে হবে রাব্বী ভাই । আর স্যার এমনিতেই "বালা লুক" । এ সি আর ভালই দিত । কিন্তু আফসোস,আমি স্যারের ইউনিটে না 🙁
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
স্যার,আমি ৩ স্কোয়াড্রন পাইলট(এএন-৩২),এ পর্যন্ত ৪ বার সিলেট গিয়েছি প্যারাট্রুপিং/প্যারাড্রপিং মিশনে।এর মধ্যে তিন বার আমি ফ্লাই করেছি,অন্যবার কার্গো ফ্রেমে ছিলাম ছবি তোলার জন্য।আমার কাছে মনে হয়েছে পুরো সময়টা তারা (যারা জাম্প করে) কেমন যেন একটা ঘোরের মধ্যে থাকে,কি রকম একটা ফিলিংলেস ফিলিং থাকে তাদের মধ্যে!
বিজয় দিবসে আমিও আছি স্যার,এয়ারফোর্স কন্টিজেন্টের সিকিউরিটি অফিসার। (সম্পাদিত)
তাইলে দেখা কইরো । আমি পতাকাবাহী কনটিনজেনট - ১ ।
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
::salute::
:clap:
তোমার প্যারেড মিস করলাম।
ছবি দেখে ভাবলাম তুমিও শেষে লাফ দিয়েছো।
প্যারাট্রুপারদের আমার বরাবরই স্পেশাল মানুষ মনে হয়।
ছবিগুলো দারুণ।
না বস,লাফ দিতে হলে তো কমান্ডো হতে হয় । আমি তো কমান্ডো না ।
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।