মাঝে মাঝে নিজেকে অন্ধ মনে হয়
যা দেখিনা,যা দেখতে পাইনা
যা দেখিনি জানিনা আছে কি না
তাই সরল বিশ্বাসে হাতড়ে বেড়াই
ছুঁতে পারিনা, তবুও ভাবি,আছে
নিশ্চয়ই কোথাও না কোথাও,আছে
তো বটেই!খুঁজে পাবো, ঠিকই পাবো
একদিন,আমার এষণা শেষ হবে।
খুঁজি আলোর গন্ধ
খুঁজি রোদের আকার
জল ছুঁয়ে বুঝতে চেষ্টা করি
কি রঙ তার?
ভেবে নেই শেখা নামগুলো
লাল, নীল,সবুজ, সাদা, গোলাপী…
কোনটা কেমন দেখতে? জানিনা তাও!
তবুও ভাবি, হয়তো
লাল এমন হবে, নীল হবে এমন!
কত রঙেই না সাজাই
আঁধারে গড়া আমার এ জন্মান্ধ জীবন।
১৬.০২.১০
😀 ১ম নাকি ?
x-( সারারাইত জাইগা থাইকা ১ম হইছস না..... :gulli2: :gulli2: লাগা ১০০ :frontroll:
আপু আপনার কবিতাটা আমার এন্টেনায় ঠিক মত আটকায় নাই :no: :no: :shy: :shy: 😀 😀
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
বস :frontroll: তো দিলাম কিন্ত আপ্নের এই রাগ ১ম না হইতে পারার দুঃখ থাইকা আইছে নাকি :grr: জাতি জানতে চায় ।
ভালো লাগলো, বেশ ভালো। চিন্তাটা পরিষ্কার :thumbup:
সালাম ভাইয়া! অশেষ ধন্যবাদ!!
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
ভাল্লাগছে :clap: :clap:
সাধু সাধু :boss: অতি উত্তম :boss:
চ্যারিটি বিগিনস এট হোম