মাঝে মাঝে নিজেকে

মাঝে মাঝে নিজেকে অন্ধ মনে হয়
যা দেখিনা,যা দেখতে পাইনা
যা দেখিনি জানিনা আছে কি না
তাই সরল বিশ্বাসে হাতড়ে বেড়াই
ছুঁতে পারিনা, তবুও ভাবি,আছে
নিশ্চয়ই কোথাও না কোথাও,আছে
তো বটেই!খুঁজে পাবো, ঠিকই পাবো
একদিন,আমার এষণা শেষ হবে।
খুঁজি আলোর গন্ধ
খুঁজি রোদের আকার
জল ছুঁয়ে বুঝতে চেষ্টা করি
কি রঙ তার?
ভেবে নেই শেখা নামগুলো
লাল, নীল,সবুজ, সাদা, গোলাপী…
কোনটা কেমন দেখতে? জানিনা তাও!
তবুও ভাবি, হয়তো
লাল এমন হবে, নীল হবে এমন!
কত রঙেই না সাজাই
আঁধারে গড়া আমার এ জন্মান্ধ জীবন।

১৬.০২.১০

৭২৪ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “মাঝে মাঝে নিজেকে”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।