গত ২৭ নভেম্বর থেকে ঢাকাতেই আছি । ১৬ ডিসেম্বরের প্যারেড করবো । আমাকে দেখতে পারেন ১ম ফ্ল্যআগ কন্টিনজেন্ট কমান্ড করবো আমি 😉 ( সুযোগে নিজের এ্যাড করে দিলাম )। যাই হোক,যে কারনে লিখতে বসা, এই প্যারেড উপলক্ষে প্যারাট্রুপারদের জাম্প হবে । প্যারাট্রুপাররা ৭০০০ ফিট থেকে প্যারাসুট না খুলে জাম্প করে পরে ৪০০০ ফিট উচ্চতায় নেমে হাতে টেনে প্যারাসুট খোলে । কাজটা কঠিন আর সাহসিকতার এটা জানতাম কিন্তু আসলে যে উপরের অবস্থাটা কি এটা গত পরশু বুঝলাম । আমার কোর্সমেট সি সি সি’র হাসিব এবার জাম্প করছে । ও আমাকে প্রস্তাব দিল, “দোস্ত,যাবি আমাদের সংগে ? গিয়ে দেখলি কিভাবে জাম্প হয় “। সুযোগটা একেবারেই হাতছাড়া করলাম না । উপর থেকে জাম্প ও দেখা হবে আবার ২/১ টা ফ্রি ফলের ছবি যদি পেয়ে যাই ক্ষতি কি ? ফটোগ্রাফির মানদন্ডে কোন ছবি হয়তোবা পাইনি । কারন আমি ছবি তোলার জন্য কখনওই ওদের স্বাভাবিক জাম্পের পদ্ধতিকে বাঁধাগ্রস্ত করতে চাইনি । তাই শুধুমাত্র ওদের অসীম সাহসিকতার খন্ড খন্ড বিষয়টাকেই সবার সামনে তুলে ধরতে চাই । কী পরিমান সাহস যে একজন ফ্রি ফলারের লাগে তা বোঝার জন্য কাউকে অবশ্যই আমার মতো ওদের সংগে উপরে উঠে এয়ারক্র্যআফটের টেইল খুলে দিতে হবে । তারপর বোঝা যায়;তার আগে মোটেই বোঝা যায় না – এটা এখন আমি হলপ করে বলতে পারি ।যাই হোক,কিছু ছবি শেয়ার করছি । কিন্তু তার আগে আহসান ভাইয়ের মতো কমান্ডোদেরকে আরো ১ বার স্যালুট দিয়ে গেলাম ।
কমান্ডোরা প্যারাসুট পড়ে তৈরি হচ্ছে
সবাই তৈরী । সবকিছু ঠিক আছে তো ?
বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র কমান্ডো ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল মোস্তাফিজ । স্যার সিলেটের এক্স ক্যাডেট ।
এয়ারক্র্যআফটে ওঠার আগে অধিনায়কের ব্রিফিং
এয়ারক্র্যআফটে ওঠার আগে মোনাজাত । হে আল্লাহ,কোন দূর্ঘটনা যেন না ঘটে
আমার দোস্ত হাসিব (কুমিল্লা ক্যাডেট কলেজ) । আল্লাহ ওরে কি দিয়া জানি বানাইছে !!!
মনে মনে ওরা কি বলে তখন ? হে আল্লাহ,প্যারাসুট যেন খোলে ? সুস্থভাবে যেন মাটিতে নামতে পারি ? নাকি অন্য কিছু ?
হাসিব আমারও দোস্ত । রংপুর ক্যান্ট পাবলিক স্কুলে পড়তাম আমরা একসাথে।
:awesome:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
😮
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
::salute:: ::salute::
দারুন ::salute::
চ্যারিটি বিগিনস এট হোম
::salute:: ::salute::
:shy: :shy: :shy:
হাসিব আসলেই অন্ন রকম জীব। ওকে দিয়ে প্রিথিবির সব ই সম্ভব।
গরবিত।
জোনায়েদ
সুন্দর লেখা রুম্মান। শেয়ার করার জন্য ধন্যবাদ। বুকের পাটা লাগে প্যারাশুট জাম্প করতে। মুস্তাফিজ, আমার ক্লাসমেট। ছোটবেলা থেকেই ও প্রচন্ড সাহসী।
রুম্মান স্যার/ভাইয়া, আজকে দেখলাম আপনাকে। 😀 😀
রঞ্জনা আমি আর আসবো না...