কলেজে জুনিয়র আসার দিন সবার মন কমবেশি খুশি খুশি থাকে।ক্লাস এইটদের বলে দেয়া হয় সেভেনদের সেদিন কোনোরকম টেবিল রুলস না শিখাইতে।ডিনারে ক্লাস সেভেনদের নিয়ে আচ্ছামত মজা করা হয়।
আমি প্রথমদিন টেবিলে গিয়া দেখি আমাকে দেখে আমার টেবিলমেটরা ব্যাপক মজা পাচ্ছে।আমি যাই করি তাতেই তারা হাসে।তার উপর খাইতে দিসে আলুভর্তা।এইসব দেখে আমি ক্যাডেট কলেজের উপর মহা বিরক্ত হয়ে গেলাম।টেবিলমেট একজন(ক্লাস ইলেভেন) জিজ্ঞেস করল কলেজ কেমন লাগতেসে?আমি বললাম disgusting.সঙ্গে সঙ্গে হাসির মাত্রা আরো বেড়ে গেল।কোনমতে হাসি চেপে উনি আবার বলল খাচ্ছ না কেন?আমি বললাম আলুভর্তা খাই না।উনি বলল খাও খাও, তুমি না আমাদের গেস্ট,একটু হলেও খাও।তো আমি দুই চামচ খেয়ে বললাম, খাইতে বললেন, খাইলাম। আর খাব না।আবার প্রশ্ন… কেন তুমি কি ডায়েট কন্ট্রোল কর?রাগের চোটে বললাম, হ্যাঁ করি।এইবার হাসাহাসি একদম মাত্রা ছাড়ায় গেল।আমি দেখলাম আমার মান ইজ্জত রক্ষা করতে কিছু একটা করতে হয়।পাশের জনকে(ক্লাস নাইন)আচ্ছামতো ঝাড়ি দিলাম।এ্যাঁ হাসতেছো কেন?এত হাসির কি হইছে?তুমি জান আমি insulted feel করতেসি?
সেই রাত থেকেই মার্কড হয়ে গেলাম।
আমার পাশের ডর্মে থাকতো বিনি আর সেঁজুতি।ওদের রুমমেট এইটের আপারা বেশিরভাগ সময় রুমে থাকতো না।প্রিফেক্টরা রাউন্ড দিয়ে গেলে আমাদের ডর্মে চলে আসতো।ওদের ডর্মের অন্য রুমটায় ক্লাস নাইনের আপারা থাকতো। বিনি এমনিতেই ভীতু মার্কা।সেঁজুতি ঘুমায় পড়লে রুমে একা একা খুব ভয় পাইতো।একদিন রাত বারটার দিকে দৌড়াইতে দৌড়াইতে আমাদের ডর্মে হাজির।কিছুতেই রুমে যাবে না।সেঁজুতিকে নাকি জ্বীন ধরছে।শেষ পর্যন্ত জানা গেল বেচারা সেঁজুতি ঘুমের মধ্যে একটু কথা বলতেছিল আগুন বালতি।তাতেই বিনি কাইত।
সেভেনে natually ঘুমের আদর্শ জায়গা ছিল ফর্ম।তিন হাউসের তিনজন ছিল ঘুমের আইডল,ফারিহা,নিতু আর শান্তা।এরা ফর্মে কয় ঘন্টা জেগে থাকছে হাতে গুনা যাবে।এদের মধ্যে ফারিহা সবচেয়ে মারাত্মক।ঘুমাইতে ঘুমাইতে চেয়ার থেকে পইড়া গেলেও কখনো স্বীকার করবে না যে ঘুমাচ্ছিল।একবার প্রেপ টাইমে ঘুমাচ্ছে।সেদিন মনে হয় একটু বেশি আরাম করে ঘুমাচ্ছিল,নাক ডাকা শুরু করে দিল।পুরা ফর্মে পিনড্রপ সাইলেন্স,তার মধ্যে নাক ডাকার শব্দ।প্রেপগার্ড আপা আমাদেরকে বলল ওকে ডেকে দিতে।তারপর আপা জিজ্ঞেস করল কি ফারিহা ঘুমাচ্ছিলা?আমরা ভাবলাম at least এইবার স্বীকার করবে,কিন্তু নাহ।ও সুন্দর মাথা নেড়ে বলল জ়্বী না আপা।
একবার আমাদের কয়েকজন ক্লাসমেট বিলওয়াল জারদারিকে নিয়ে ডিসকাস করতেছিল।তখন ঘটনাস্থলে আমার এক বুদ্ধিমান ক্লাসমেট এর প্রবেশ।সে কিছুক্ষন শুনে টুনে বললো বিলওয়াল?কোনটা রে?কোন ক্যাডেট কলেজ?
লাস্ট কাহিনিটা রশনীদের ডর্মের।ওদের ডর্মের সামনে দাঁড়ায় এক আপা একজনকে বের হইতে বলছিলো।তখন আমরা ক্লাস নাইনে মাত্র উঠছি।সচরাচর যা হয় তুই যা তুই যা করতে করতে কেউই শেষ পর্যন্ত বের হয়নি।আপা তো খুব চেতে গেল ।তারপর যে বকাটা দিলো সেইটা ইন্টারন্যাশনাল.
“ঘোড়ার ডিমের সিনিয়র হইছ সেই ডিমের আবার পাখা গজাইছে সেই পাখা দিয়ে উড়ে উড়ে বেড়াচ্ছ ”
কলেজটা আসলেই খুব মিস করি।আমার আব্বুর বদলির চাকুরি হওয়ায় ক্যাডেট কলেজে যাওয়ার আগে কোন স্কুলেই এক বছরের বেশি পড়া হয়নি।ক্লাসের মানুষদের ভালোমতো চিনতে না চিনতেই আবার নতুন স্কুল,নতুন মানুষজন।একটু আনসোশাল টাইপ আমি তাই প্রথম ফ্রেন্ডের দেখা পাই ক্যাডেট কলেজে গিয়েই।কলেজ থেকে বের হয়েও একই অবস্থা।বাসায় ক্যাডেট কলেজ নিয়ে গল্প অনেক করি।এমন অবস্থা যে আমার ছোট বোন একদিন স্বপ্নে দেখে সে ইডি খাচ্ছে।
আমাদের কলেজ ডাইনিং হলের সামনে লেখা “We Love MGCC”.সেভেনে ডাইনিং এর সামনে ফল-ইন করতাম আর মনে মনে ভাবতাম “We Hate MGCC”.কিন্তু এখন আমি জানি “We Really Love MGCC ”.
১ম্মম্মম্মম্মম্ম 😀
:-B অরপিয়া বইনডি,বুঝতাছি অনেক গুলা হাসির ঘটনা কয়ে ফেল্লা। :thumbup:
ইশশিরে... ~x( ..আমার একটা ঘটনা নিয়েই একটা ব্লগ নামাইতে ইচ্ছা করে। 😐 পোলাপানের ঘুমের সে কি স্টাইল!!! :dreamy: ১ম দিনের কাহিনী একেকজনের!! :shy: আর স্যার-ম্যাডামদের মারফতী ঝাড়ি!! :gulti:
কি দিন ছিল আর এখন কি দিন চলে!! :((
😮 ওই,তোমরা সুইট সিক্সটিনে অল্ড ফোর্টি বিলওয়াল জারদারিরে নিয়া ডিসকাস মারো! তোমাগো নজর তো দেহি ব্যাপক উঁচায়। ;))
:grr: দেহি খোঁজ নিয়া জিল্লুর রহমানের ছেলে বিয়ে করছে কিনা,ঘটকালি করতাম বইঙ্গুলার জন্য :goragori: :party:
ভাই যুক্তির লগে কোকো রে ঠিক করা হইসে :grr: :grr:
:grr: =)) :khekz:
~x( ওরে না রে না,আমার এত্ত ভালা বইনডারে তোরা এইভাবে পচাইস না :no:
যেদিন আমি আর বিলওয়াল রাস্ট্রীয় সফর এ বাংলাদেশ এ আসব :shy: সেদিন বুঝবি,আমাকে নিয়া আজ়ে বাজ়ে জুকস কর, :gulli: :gulli:
তর সাথে কোকো,বাবর,এরশাদ,সাকা চৌধুরী সবার বিয়ে হবে :party: :party:
জয়নাল হাজারী বাদ গেল ক্যান? :grr:
তুমি আর বিলওয়াল??? :-/
নাহ,গৃহালয়ে উচ্চ আদালতে জানাইতে হবে অতি শীঘ্রই :-B
ওই, এইটা বেনজীরের পোলা! জামাই না!
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
:-B ভাই বেনজীরের বয়স তো ৫০ এর উপরেই ছিল বলে জানি, ;;) পোলারে ৪০ এর নিচে কইলে ঠিক হয় নাই কন? :-/
ভাইরে আপনি দেখি পাপনের সাথে কার কার বিয়া ঠিক করতেছিলেন?
=)) =)) =))
অবশেষে বিড়ালের ভাগ্যে শিকেটা ছিঁড়েই গেলো :gulli2:
:-B বুঝিনাই,খুইল্যা কও :-/
আপনারে সবসময় দেখি ২য় হইতে।একবার দেখলাম ফার্স্ট,তাও একই পোস্টে দুইবার :)) :)) সব নাকি নেটের দোষ।
সে জন্যই আমি উপরের উপমাটি দিলাম :grr: :grr:
x-( 😡 ~x( :chup: 😐 🙂
orpia,tui obosheshe blog likhei felli?congrts 😀
onek moja pailam =)) tor 1st day er ei kahini to ami jantam na......vaia,amare 1st hoite dilen na 🙁
আরে, 😡 আমি নিজেই টানা ১০-১২ ব্লগে ২য় হইয়া যখন দুঃখের দরিয়ায় ডিঙ্গি চালাইতেছি,তখনই ভগ্নী অরপিয়ার :salute: পোস্টখানি আমাকে কূল দেখাইল। :awesome:
:grr: আপনি এখন আমার মত ডিঙ্গি চালাইতে থাকেন,আশা করি উপকূল অতি শীঘ্রই দেখিতে পাইবেন :))
দুঃখ করিস না সানজানা- এই দিন দিন না...... 😉 😉
ওই,হাফ সেঞ্চুরি হয়া গেছে বইন্ডি... :clap: ...আরেক খান ব্লগ চাই :boss:
=)) =)) =))
আপা,
আমরাও ইডি খাব :((
তুই কাকে আপা ডাকলি? :-/
তুই কাকে আপা ডাকলি? 😀
এটাই জাতির প্রশ্ন
ছোট বোনদের ও আমি আপা ডাকি , তোদের কোনো সমস্যা?
:grr: য়ে ভাই,' :-B হাউসফুল' নাটকে দেখছি 'আপা' মানে 'আমার পাখি' :khekz: আপনি যদি সেটা মিন করেন,তাইলেই কিন্তু সারছে ......... :guitar:
ভাইগো,আসলেই দেখছি,চাপা না,মাইন্ডক্স খাইয়েন না 🙁 প্লিজ,বলার আগেই গড়াগড়ি দিতাছি :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
কিপ অন :frontroll:
আজাদ ভাই কদ্দিন পর 😀 😀
রাব্বি, আমি এখন নিরব পাঠকে পরিনত হয়েছি 🙁
ED (english dinner) খাইতে মন চায়
ভাই আমারো মন চায় 🙂
আমার চায় না। :no: :no:
:party: কেন,কয়টা খাইছ extra drill? :-B আমি ১৫টা,৪র্থ আমার ব্যাচে :goragori: B-) অ্যানিওয়ে, :no: সংখ্যাটা কম ভাইব না, :gulli: আবু সাঈদের আমলে আর মাস্তানের আমলে :gulti: একটা ইডি গ্রাউন্ডে থাকার চেয়ে ১০০০টাকা জরিমানা খাওয়া ভালো ছিল x-( :((
১৫টা খায়া চতুর্থ? 😐
সাতেও নাই, পাঁচেও নাই
🙁 ভাই,শুধু ক্লাস টুয়েলভ বিবেচনায় আনলে আমি ২য় B-) ,পুরাই ওই দুইটার কোপানলে পড়ছিলাম x-(
আমি মাত্র দুইটা খাইছিলাম 😕 ।
তবে বহুতগুলা ড্রেস রেস্ট্রিকশন খাইছি। B-)
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
মারছে রে.........আমি তো ৩৪ টা খায়াও মনে হয় বেস্ট থ্রী তে নাই......অত্যন্ত ভদ্র ব্যাচ ছিলরে তোদের টা.......... ;)) ;))
ভাই,আমাদের সময় ইডি দেয়া হইত না,হয় প্যারেন্টস কল নয় জরিমানা... 🙁 ...........এই রেয়ার টাইমে ইডি খাওয়ার একটা আলাদা ভাব আছে... B-) ...আবু সাঈদরে পাইলে আপনি আর প্রশ্ন করতেন না ভাই 😕
sorry কমেন্ট করার জন্য,কিন্তু আমি আসিব ভাইকে সমর্থন জানাই,সাইদের আমলে ১৫ টা ইডি খাওয়া অনেক ক্রেডিট এর বেপার,ওই সময় কেউ জোরে কাশি দিতে ভএ পাইত,আসিব ভাইয়ের সাহসের তারিফ করতেই হএ,আর আমাগো আমলেও ইডি খাওয়া অনেক ক্রেডিট এর বেপার ছিল,কারণ অথরিটি এতই লুস ছিল যে কাউরেই ইডি দিত না,আবার ইডি দিলেও সেইডা কার্যকর হইতো না,যেমন আমি খাতা-কলমে ইডি খাইসি
৩০ টার উপরে(সঠিক হিসাব মনে নাই ),কিন্তু খাইসি জাস্ট ১৫ টা 😛
আর ইডি পার হইতো স্টাফদের নমুনা মার্কা গোলপ শুইনা
সুরি,কমেন্ট এত বড় হওয়া ঠিক না 🙁
ক্লাস সেভেনের প্রথম দিনেই নাইনের সিনিয়রকে ঝাড়ি দিছ!! 😮 পাংগা খাইতে খাইতে তোমার ক্যাডেট লাইফ তো তামা-তামা হয়ে যাওয়ার কথা!
এই ঝাড়িটা খুব মজার হইছে!
১ম পোস্টের জন্য অভিনন্দন। এখানে থেমে গেলেই চলবে না কিন্ত........ 😀
ধন্যবাদ ভাইয়া 😀 😀
অনেক খুশি হইলাম :awesome: :awesome:
x-( :boss:
CCBতে MGCC 02 ইনটেকের প্রথম post! ইয়াহু
:awesome: :awesome:
:)) :)) দারুণ! নাইনের কাকে ঝাড়ি দিসিলা?? আর ওই ইন্টারন্যাশনাল বকাটাই বা কে দিসিলো?
ইয়ে বিলওয়াল জারদারীটা কে? আসিফের পোলা নাকি? 😐
মজার ব্যাপার ক্লাস সেভেনে ওই কথাটা দেখে আমরাও ঠিক একই কথা চিন্তা করতাম, বার হয়ে এসে আমরাও কথাটাকে উলটে দিতাম 🙂
আপনাদের লকার পার্টনার ব্যাচ এর মাহবুবা স্বর্না আপাকে ঝাড়িটা দিসিলাম।
আর ইন্টারন্যাশনাল বকাটা কে দিসিলো না বলাই মনে হয় ভালো 😉
আর আপনার আন্দাজ এক্কেরে ঠিক।ওইটা আসিফের পোলা ই
আমি না তো? ;))
না না আপনি না।আপনার হাউসেরও না,ব্যাচেরও না।টেনশন লইয়েন না 😛
:khekz: :khekz:
তুমি মিয়া এতদিন কুথায় ছিলা। আগে লিখোনাই কেন :grr:
আর আগের প্রোফাইল পিকটাই তো সুন্দর ছিলো 😀
সাতেও নাই, পাঁচেও নাই
এতোদিন দায়িত্ব সহকারে কমেন্টাইতাম 😐
কেউ গড়াগড়ি দিবার কইলো না :(( :((
নিজে নিজেই দেই
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
সেভেনে natually ঘুমের আদর্শ জায়গা ছিল ফর্ম......একদম ঠিক কথা বলছো
😀
সহমত......
অরপিয়া দোস্ত, তোরে এখনো কেউ কোনো punishment দিতেছে না দেইখা আমি বড়োই খুশ্ । কাউকে কিছু মনে করাইয়া দিলাম নাকি
আমি খুব ভদ্র জুনিয়র কিনা,তাই কেউ পাঙ্গায় না B-)
স্বাগতম =)) =))
মজা হইছে... :clap: :clap:
বেশি করে লিখতে থাক 😀
তবে তার আগে ননস্টপ :frontroll: :frontroll: শুরু কর 😡
:frontroll: :frontroll: :frontroll: :frontroll:
"এ্যাঁ হাসতেছো কেন?এত হাসির কি হইছে?তুমি জান আমি insulted feel করতেসি?" :khekz: :khekz:
সুন্দর লেখা.......আমাদের কয়েকজন এর বিখ্যাত ঘুমের কথা মনে পড়ে গেলো।
:clap: :clap: :clap:
যেমন ??? :)) :)) :))
ঘুমাবে কিন্তু স্বীকার করা যাবেনা তাহলেই নাকি ঘুমের মজা নষ্ট =))
ধন্যবাদ ভাই
লেখা চরম হইসে অরপিআ :boss:
কেউ তোমারে :frontroll: দিচ্ছে না তাই আমিই দিলাম। :))
এক্ষুনি ৫ বার :frontroll: দাও।
আমার মনে আছে তোমার এই কাহিনি সেদিন খুব হিট হইসিল (বিশেষ করে আমাদের হাউসে :)এবং আমি মাথা নেড়ে বলসিলাম
:khekz: :khekz:
আসলেই তুলি আপা ব্যাপক টেনশনে পড়ে গেসিলো
আরে , এই মেয়েটা দেখি খুব মজা করে লিখতে পারে।
ক্যাডেট কলেজের গল্প যত শুনি ততো ভালো লাগে। এটাও লাগলো।
তুমি আরো লিখ।
মাঝে মাঝে দুয়েকটা ইংরজি শব্দ লিখেছো, সেগুলি বাংলায় লিখলে দেখতে এবং পড়তে আরো ভালো লাগবে।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ধন্যবাদ ভাইয়া।আমি এডিট করে দিচ্ছি।
খাইছে...তুমি ৭ এর প্রথম দিনেই এমুন কীর্তি করছ...ক্লাস ১২ এ উঠে তো মনে হয় হেভী টেরর হইছিলা...
;;) ;;)
আরে ব্লগ লেখা হইল তাইলে 🙂
প্রায় সময় ভাবি কলেজ নিয়ে, কলেজের ঘটনাগুলো নিয়ে ব্লগটগ লিখি কিন্তু লেখতে গিয়ে আবিষ্কার করলাম কলেজে ঘটনা গুলো যতটা মজার ছিল তার বিন্দু মাত্রও আমার পক্ষে ফুটিয়ে তোলা সম্ভব না তাই এখন আর সেই চেষ্টা করি না তবে কেউ লিখলে মজা করে পড়ি। তোমার গল্প বলার স্টাইলটা সুন্দর তাই আর বেশী বেশী কলেজের গল্প টল্প লিখ :clap:
মানুষ তার স্বপ্নের সমান বড়
ধন্যবাদ ভাই 😀
:clap: :clap:
:thumbup: :thumbup:
R@fee
অই মিয়া আর কত হাততালি দিবা,পরিক্ষার পরে নিজে একখান নামায়া ফেলো 🙂
:thumbup: :thumbup:
😀 😀
সাবাস অর্পিয়া :clap: :clap:
বইমেলায় নাকি তোর বই বের হবে 😛
আমাদের প্রথ দিন প্রথম মিলে ডিম ছিল ডিম কাটতে গিয়ে জামা কাপড় সব ঝোলে ভরাই ফেললাম 🙁
অর্পিয়া লিখতে থাক আমরা আছি B-)
ওই আমার অরপিয়া নামটারে অর্পিয়া বানাইছস ক্যান?জানস না লেখকদের নামের বানান ভুল করতে নাই? :grr: :grr:
তাওতো আসল নামটা ঠিক রাখসে।
তোমার নামটা শুনলে কেন জানি আমার খালি তেলাপিয়া তেলাপিয়া মনে হয় 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
:)) :))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
=)) =)) =))
:)) :)) :))
😛 তেলাপিয়া. 😀 .........জিহাদ ভাই.. :boss: .......এই নামে আমিও ডাকমু ঠিক করছিলাম :grr: ,তয় এতে একসাথে কয়েকজনের :shy: কোপানলে পড়মু ভাইবা বৃহত্তর স্বার্থে ডাকা বাদ দিছি। 🙁
আপনে আগে পেটেন্ট কইরা ফালাইলেন....... :(( .
এইটা কি কইলেন ভাই? :(( :(( :)) :))
=)) =)) =)) =)) =)) :clap: :boss: :khekz: :khekz:
ঐ
আমি মীন রাশির জাতিকা,সেই হিসেবে নামকরণ সার্থক O:-) O:-)
:)) :)) :))
ডেস্কে মাথা রেখে ঘুমাতে বড়ই মন টানছে ... ....
কমেন্ট কৃতজ্ঞতা : নেপোলিয়ান
আসলেই ডেস্কে বসে ঘুমের কোন তুলনা হয়না O:-) O:-)
ধন্যবাদ অর্পিয়া. আফটারনুন প্রেপ এর কথা মনে করিয়ে দিলে. ইস আবার ডেস্ক এ ঘুমাইতে ইসসা করছে. :dreamy:
প্রেপ টাইমে ডেস্কে ঘুমায় নাই এমন ক্যাডেট খুজেঁ পাওয়া যাবে না।
একেক জনের ঘুমের যে বাহার ছিল =)) =))
অরপিয়া সাবাস!!!!
তোমার প্রথম লেখাই হিট করছে :thumbup:
একেকজনের ঘুমের ভিডিও ফাইল আপলোড দেয়া গেলে ভালো হইতো।
অসাধারন লাগল আপি :clap: :clap: :clap:
ধন্যবাদ ভাইয়া 😀
ধন্যবাদ ভাইয়া 🙂 🙂
অর্পি -- বুঝা যাচ্ছে খুব মজার মেয়ে তুমি। লেখা চালাতে থাক।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
ধন্যবাদ আপা 😀
আপু চ্রম লিখছো; বহুতক্ষন যাবৎ হেসেই যাচ্ছি; আর আমার ছোট ভাই আমার দিকে বিচিত্র দৃষ্টিতে তাকিয়ে আছে। :boss:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ছোট ভাইরে ইডি লাগান 😐
লেখা মজার হইসে :clap:
সেভেন এইটে থাকার সময় একটা ব্যাপারে তোমাদের সাথে বেশ মিল ছিলো আমাদের, এমজিসিসির আপুরা যখন এক্সকার্সানে এফসিসি'তে আসতেন তখন সিনিয়র ব্যাচের ভাইদের সাথে গলা মিলিয়ে বুইঝা না বুইঝা আমরাও বলতাম We Love MGCC 😀 😀
নিয়মিত লিখতে থাকো আপু।
সংসারে প্রবল বৈরাগ্য!
বস তাইলে সেই সময় থেকেই এই রকম ছিলেন; আমি তো মনে করছি বুড়া বয়সে আপনি এমন হইছেন। ;;)
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:khekz: :khekz: :khekz:
:(( আগামী জন্মে আমিও এফসিসিতে পড়পো :((
সেকি? বৃক্ষসমাজ ত্যাগ করবেন? 😮 😮
বস.. :boss: ..''জামীকথন'' এ আমার ২য় জোক্স দেখেন নাই?ওইটা জে.সি.সি. রে নিয়া :))
এইখানে আর কইলাম না...... :grr:
:)) :)) :)) মাসরুফ ভাই এই অবস্থা...???? 😛 😛 😛
হ, আমরাও বুঝছি :grr:
অই, কি বুঝছোস :chup: 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
বুঝছি যা বুঝার :dreamy:
:khekz: :khekz: :khekz:
:pira: :pira: :pira:
:thumbup: :hatsoff: :hatsoff:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
ওই তুই আর কত কোট করবি রে? :)) :))
লেখা ভাল্লাগছে। অনেক দেরিতে আসছি দেখা যায়। অনেকেই দেখি অনেক কমেন্ট কইরা ফেলছে। আমার জন্য তো কওয়ার কিছু লাগলো না।
আমার নিজের ভালো লাগে কলেজের স্মতিচারণ মূলক লেখা।
চলতে থাকুক এমন লেখা।
লেখা ভাল্লাগসে শুনে খুশি হইলাম ভাইয়া :guitar:
খুব ভাল লাগল লেখাটা। সেভেনের অনেক কথা মনে পড়ল।
অবশেষে একজন শক্তিশালী পাঠিকা এবং কমেন্টকারী তার ব্লগ লিখলো...
খুব্বি সুন্দর হইছে... লেখাটা। স্টাইল দেখে বুঝার উপায় নাই যে এইটা প্রথম ব্লগ। স্বাগতম আমার পক্ষ থেকে 🙂
এরকম সুন্দর সুন্দর লেখা দিয়ে আমাদের একটু একটু করে স্মৃতিকাতর করে দিবা, হুমম?
😀 😀 😀
🙂 সেঞ্চুরি চাই,সেঞ্চুরি চাই,সেঞ্চুরি ছাড়া ছাড় নাই :grr:
আরে সাহসে কুলায় না
:(( :(( :((
কমেন্ট ই ত করা শুরু করসি সেইদিন হইল
লেখা দেইখা আমিও মানসিক কষ্টে আসি
যাক পরীক্ষার পরে আমিও নামাইয়া দিব
:bash: :bash: :bash: :bash:
তবে ৫ বছর রাখাল স্যারের হাউজে থেকে তাকে নিয়া লেখা না দেয়াটা একটা crime
R@fee
কাহিনীতো অনেক সারাদিন এফবিতে পরে না থেকে দিয়ে দে একটা ব্লগ...
:-B আচ্ছা,আমি এবার একটা কাহিনী বলি,ঘুমের............
আমাদের নাজমুল অত্যন্ত গেরিলা ঘুমবাজ ছিল, ;)) মানে হল সে যে ঘুমাচ্ছে না ঢুলে ঢুলে পড়ছে :-B ,সেটা বুঝা কস্টকর ছিল :ahem: ।দুই হাতের মাঝখানে ছোট্ট মাথাটা আটকে রেখে চরম শান্তিতে ঘুমাত সে,মাথাটা হাত থেকে স্লিপ খেতে খেতেও খেত না। :dreamy:
তো একদিন একই প্রসিডিউর ফলো করছিল সে, 😕 প্রেপ গাইডের পাশের ডেস্কে বসে 🙁 ।ভাইও কিছুই টের পাননাই।হঠাৎ টাস করে নাজমুলের নারকেল টাইপ মাথাটা দুই হাতের স্থির ঘর্ষণ অতিক্রম করে গতি প্রাপ্ত হল এবং সজোরে অভিকর্ষের প্রভাবে বেঞ্চে বাড়ি খেল :khekz: ।নীরব ক্লাসরুমে এরকম শব্দে সবাই হতভম্ব হয়ে তাকাল এবং নাজমুলের কপালে একটা বড়োসড়ো আলু আবিস্কার করল :)) ।গাইড ভাই বলল,''নাজমুল,ঘুম হইছে?কপালে যে আলু চাষ করছ টের পাইছ?"" :grr:
নাজমুল আর কখনোই ওই প্রসিডীউর ফলো করেনাই..... :guitar:
গেরিলা ঘুমবাজ =)) =)) =))
:clap: যাক বস,দেখলাম সেঞ্চুরি করন লাগব,তাই নিজের ব্লগের একখান ঘটনা কোরবানি দিয়া এইখানে চেইন শুরু করাইয়া দিলাম 😀 ,আপনি ক্রিজে ছিলেন দেইখ্যাই আমার প্রচেষ্টা সফল হইল,হাজার হোক,ছুট্টুবুন্ধু তো! :goragori:
:boss: বস,আপনাকে ধন্যবাদ....... :salute: .....সফল ব্যাটসম্যান থুক্কু ভাষ্যকার মাসরুফ ভাই :grr:
:goragori: :goragori: B-) B-)
x-( কুন দিন শুনমু পিন্টু আর সিঙ্গেল নাই নরেশ হয়া গেছে x-(
:boss: আপনার আগে আমার কিছু হইত না বস :no: ,টেনশন করিয়েন না......। B-)
x-( আমার তো হয়া গেছেই তুই লাইনে আছোস x-( আর আমি পরেশ,নরেশ না।বিএমএ এর ছোট্ট বন্ধুর কাছ থিকা শব্দ দুইটার মানে জাইনা নিস x-(
নরেশ :no: :no: :no: :no: :no: :no: :no:
:khekz: :khekz: :khekz: :khekz:
মাশরুফ দা বি.এম.এ তে তাইলে আপনি নরেশ ছিলেন 😮 😮 😮 😮 :bash: :bash: :bash: :bash:
x-( আমি আজীবনই কড়া পরেশ x-(
সমরেশ 🙁
তাও ভালো লুমজান মিয়া,তুই সরেস কস নাই। :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সমরেশ তো পিসিসি,তুই ত বিসিসি 😕
বিসিসি ও আজকাল পিসিসি হইয়া গেছে :grr:
মাসরুফ ভাই... =)) =)) =)) আপনি নরেশ ছিলেন??? :-/ :-/ ...... :just: :frontroll: :frontroll:
@ তেলাপিয়াঃ :chup: :chup: :no:
আর তিন রান বাকি 🙂 🙂 🙂
ডিপ মিড অনের দিকে ঘুরিয়ে দিয়ে দুটি রান,ওভারের বল।ব্যাটসম্যান অপরাজিত ৯৮।
স্কয়ারে ঠেলে দিয়ে আরেকটি রান এবং...
মিসফিল্ডিঙ্গের কারণে আরেকটি রান!!!!!!সেঞ্চুরি!!!!!!!!!!!! :tuski: :awesome: :gulli2: :gulli: :gulti: :duel: :hatsoff: :salute: :grr:
সেঞ্চুরি করানোর প্রাণবন্ত প্রচেষ্টা উপভোগ করলাম, অভিনন্দন অরপিয়া...ধন্যবাদ মাসরুফ 😀
সেঞ্চুরি কর্ছি এইবার তাইলে কেক্কুক খাওয়ান@মেহেদী ভাই।
:clap: বস,অনেক ধারাভাষ্য দিয়া সেঞ্চুরি করাইলেন :goragori: ,নেন :teacup: খাইয়া গলাটা ভিজান :grr:
বস আয়া পড়লে সেঞ্চুরি ঠেকায় কে? 😛
স্টার্টিং এই সেনচুরি....ভেরি গুড... ক্যারি অন :boss: :boss:
😀 😀 :awesome: :awesome:
বিয়াপক মিজা পিইয়িইইইইইছি :pira:
চ্যারিটি বিগিনস এট হোম
তোমার প্রথম এত্ত হিট হইল।
এইটা তো সেলেব্রেট করা দরকার।
এক কাজ কর ... ... ... এখন থেকে যখনই কেউ এই ব্লগে কমেন্ট দিবে, তুমি তার সম্মানে দুই-চারটা :frontroll: দিবা। :awesome: :awesome: :awesome:
চ্যারিটি বিগিনস এট হোম
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
আরে বাবা ৫টা কইনাই তো। কইছি ২-৪টা। নাও আবার শুরু কর ...
চ্যারিটি বিগিনস এট হোম
:)) :))
সংসারে প্রবল বৈরাগ্য!
দোস্ত তোর লেখাটা joss হইসে রে। আমি তো মুগ্ধ হয়ে গেলাম। carry on dear. :clap:
Anyway তোর কোনো খবর নাই কেন? 😕
আমার খবর থাকবে না কেন?তোর ই খবর নাই।এখন আর অনলাইন থাকি না দোস্ত,আর তুইও অনলাইন না থাইকা পড়াশুনা কর 😉
B-) হমমম ম্যাডাম, তোর উপদেশ ফলো করার চেষ্টা করব...... 🙂
কিন্তু তোর সিম চেঞ্জ করছিস কেন ? x-(
ধুর তোরে এমনি গাধা কই নাকি?আমি বাসায় আছি এখন।আর বাসায় আমার কাছে cell থাকে না সেইটা তোকে আগেও কইসি।
😛 তর বাপ দেখি ভালাই cell'sman রে!! :grr:
ইয়ে মানে,বোজো ছাড়লাম 🙁
ছুটু আপি ভালো লিখেছো।
এখন সুন্দর মত লিখতে থাকো, আর থামাথামি নাই 🙂
ওহ!! যদিও দেরী হয়ে গেলো, তারপরো স্বাগতম।
:thumbup: :thumbup: :thumbup: 😀 😀 😀
এমন অবস্থা যে আমার ছোট বোন একদিন স্বপ্নে দেখে সে ইডি খাচ্ছে......... :)) :)) :)) :)) =)) =)) =)) =)) :just: :thumbup:
এই ব্লগ এতদিন কই ছিল ? 😮 তুই ত দেখি বহুত ভাল লেখস :hatsoff:
carry on.... but comment korar jayga khuje pete khub kosto korte holo.
-আলীম হায়দার.1312.
আমরাও কলেজে থাকতে এই বিলাওয়ালের ঘটনা শুনসিলাম...
Saleh
😀 😀 bini shejutir pasher room a ami ar puja thaktam.class niner apa. lekhata pore mone porlo.
'আমার ছোট বোন একদিন স্বপ্নে দেখে সে ইডি খাচ্ছে'
:pira2:
মুক্তি হোক আলোয় আলোয়...
অতঃপর প্রথম ম্যাচে সেঞ্চুরি করেই ব্যাটস্উওম্যান অবসরে গেলেন।
অনেকদিন পড়ে কমেন্ট যদিও তারপর ও বলব লেখা ভাল ছিল।