বাবুই-বাসা চড়ুই ছানা
সব দেখে তুই হাসতি
ঝড়ো মেঘ ভেজা বাতাস
তবুও কাছে আসতি।
থাকিস তুই চাঁদের আলোয়
দোলে নদীর ঢেউ
মৌমাছি বাঁধে তোর চুলে বাসা
দেখেনি অন্য কেউ।
বিড়াল ছানা খেলে তোর পায়ে
কচু পাতায় জমে পানি
রজনীগন্ধা তোকে পেয়ে ফোটে
সাজানো ফুলদানি।
তোর হাসিতে রংধনু ওঠে
প্রজাপতি পায় পাখা
পিচ ঢালা পথ পালের নাও
তোর স্বপ্নেই আঁকা।
তোর কথাগুলো হয় কবিতা
কান্না হয় গান
দেখি নিজেকে তোর চোখেতে
দুঃখরা হয় ম্লান।
রাত জাগে তোর সাথে
সুর্য থাকে আশায়
সুন্দর হয় আমার পৃথিবী
অবাক ভালবাসায়।
মারহাবা :dreamy: মারহাবা :dreamy:
ভাইজান!!আপনি!!কবে থেকে??? :hug:
বাহ...!! বন্ধুর বুঝি বসন্ত???
জীবনে বসন্তের বড়ই অভাব 🙁