সন্ধ্যা

ফিরছে পাখিরা তাদের আপন নীড়ে
সন্ধ্যা আসছে নেমে নদীর তীরে।
ক্লান্তিতে নুয়েছে সব গাছের পাতা
রঙ্গিন বসুধা মেলেছে গোধুলির খাতা।
আধো আলো আধো কালো আর আধো ছায়া
নদীর স্রোতে জেগেছে এক অপরূপ মায়া।
নীলাকাশ ছেয়ে গেছে আগুনের লালে
সেউতি জ্বলছে যেন ঢেউয়ের জলে।
নিশাচরেরা উঠছে জেগে পাতার ফাঁকে
পালের নৌকা ভিড়ছে তটিনীর বাঁকে।

সন্ধ্যাটা যেন এক  স্বপ্নীল আভাস
তীরেতে বইছে হিমেল ফাগুনের বাতাস।
দিগন্তে মিশেছে ঘন আবীর মেঘ
চিত্তপটে উদয় হয়েছে নব ভাবাবেগ।
লহরী যাচ্ছে বয়ে নদী বুক চিরে
যাচ্ছে নিয়ে আমায় দূর স্বপ্নপুরে।
দিবসের সব রং হয়ে গেছে লীনা
কূলের প্রকৃতি যেন বাজাচ্ছে বীণা।

কী অপরূপ সুর আর কী তার ভাষা
সন্ধ্যা ফুরিয়ে যায় তবু পুরেনা আশা।
শিশিরকণা পড়ছে ঝরে নদীর জলে
গোধুলীর আলো পড়েছে শিশিরের কোলে।
নিরূপম অনুপম সুচারু শোভাময়
গোধুলির পারিজাত হায় ফুরাবার নয়।
ধীরে ধীরে সাঁঝবেলা ডুবলো আঁধারে
চাঁদ এসে উকি দিলো পুব নীলাধারে।
বিগত হল সন্ধ্যা তবু গত নয়
সে যে আজো রয়ে গেছে আমার হৃদয়ময়।

১,০৭৯ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “সন্ধ্যা”

  1. রকিব (০১-০৭)

    দোস্ত,
    ভালো লাগলো। বিশেষত, শব্দচয়নগুলো বেশ নজর কাড়া। চালিয়ে যাও।

    কয়েকটা বানানে বোধহয় একটু গোলমাল হয়েছে মাম্মাঃ
    তটীনির => তটিনীর
    চিত্তপটে => চিত্রপটে (এটা অবশ্য বানান ভুলও না বলা যায়, কারণ চিত্তপটেও হতে পারে)
    পুরেন => পুরেনা
    চিত্রপটে => নিরুপম
    অণুপম => অনুপম


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. আমীন (০১-০৭)

    কিছুদিন যাবত যে লেখাই দিচ্ছি না কেন অনেকগুলো বানান ভুল পাওয়া যাচ্ছে। 🙁 এতে অবশ্য আমার কোন দোষ নাই। 😀 কলেজে আমাকে জোর করে বাংলা বানান কম্পিটিশনে পাঠানো হত আর আমি প্রত্যেকবার অত্যন্ত গর্বের সাথে সম্মানজনক তৃতীয় স্থান অর্জন করতাম। :tuski: সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত আমার এই সাফল্য অব্যহত ছিল। :awesome:

    (জানিস তো কতজন অংশগ্রহন করে এই প্রতিযোগীতায়) :khekz:

    জবাব দিন
    • রকিব (০১-০৭)

      দোস্ত, ভুল কম-বেশি সবারই হয়। ইনফ্যাক্ট, ভুল হয় বলেই আমরা শিখতে পারি। তুই কি অভ্রতে লিখিস? তাহলে বিটা ভার্সনটা (৫.০.৮) নামিয়ে নে। ওটায় একটা বানান-চেকার আছে। বেশ কাজে দেয়। লেখাটা :just: কপি-পেষ্ট করে ওখানে ছেড়ে দিয়ে Spell check Now ট্যাব এ ক্লিক করলেই হবে। অবশ্য সব বানান যে ওখানে পাওয়া যাবে তা না।

      বানান ভুল হতেই পারে, তা শুধরে নিতে এবং দিতে আমরা সবাই একসাথেই কাজ করবো। কিন্তু থেমে গেলে চলবে না খোকা। :party:


      আমি তবু বলি:
      এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

      জবাব দিন
  3. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    গোধূলিঃ গোধুলি বোধ হয়।
    সাঁজবেলাঃ সাঁঝবেলা
    পূব: পুব [ 'পূর্ব' লেখার সময় ঊ-কার, 'পুব'-এর সময় উ।]
    স্বপ্নিল: স্বপ্নীল
    শিশির কণা: শিশিরকণা। এক শব্দে হবে।
    স্বপ্ন পুরেঃ স্বপ্নপুরে

    জবাব দিন

মওন্তব্য করুন : আরিফ আমীন (০১-০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।