তুমি কি ?
পাষাণ মরুভূমি ?
ভালোবাসার এক ফোঁটা বৃষ্টি কি
তোমার বুকে ঝরে না ?
তুমি কি ?
শীতল দু-মেরু ?
ভালোবাসার এক চিলতে মিষ্টি রোদ কি
তোমার বুকে জাগে না ?
তুমি কি বলতো?
খরস্রোতা নদী,
উষ্ণ সমুদ্র স্রোত,
দূর পাহাড়ি ঝরণা,
নিশাচরের কোলাহল,
কাল মেঘের গর্জন,
ঈশাণ কোণের ঝড়,
গহীন রাত্রির উত্তপ্ত উল্কা,
আগুনের লেলিহান শিখা?
বল, তুমি কি?
পৃথিবীর কোন মায়া,
কোন ভালবাসা,
কোন প্রেম,
কিছুই কি তোমাকে ডাকতে পারে না?
তোমাকে কি কাছে টানতে পারে না?
তারপরেও জেনে রেখ ।
তুমি চাও কি না চাও
প্রতিদিন প্রতিরাত্রি
তোমার জন্য দু চোখ জেগে থাকবে,
নতুন স্বপ্নের জাল বুনবে,
ভালবাসার তৈলচিত্র আকবে ।
আকাশের বৃষ্টির মত আঝোর ধারায়
তোমাকে ভালবাসা দিয়ে যাবে ।
শুধু ভালবাসা পাবার জন্য ।
তারপরেও কি তুমি আসবে না?
দূরে লুকিয়ে থাকবে
সাঁঝের আকাশের তারার মত
তুমি কি “তুমি” হয়েই থাকবে?
vaiya khob valo likhesen....khob beshi valo
ভাল লাগল। :clap:
দীর্ঘশ্বাস!!! 🙁 🙁
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আহারে!! 😀