১.
ভর্তি হয়েছি সবে মাত্র
পরিচিত নয় কেউ
কিন্তু তোমায় এক দেখাতেই
মনে জাগে ঢেউ।
প্রথম দিনই ভাল লাগে
বলতে পারিনি তখন,
আজ বলব কাল বলব
ভাবি বসে এখন।
২.
তুমি থাকতে ছাত্রী হলে
আমি শেরে বাংলায়,
প্রতি বিকেলে দেখা হত
সেই ক্যাফেটারিয়ায়।
সকাল বেলা ল্যাবের আগে
দাড়াতাম হলের গেটে
চুপিচুপি দেখতাম তোমায়
যখন যেতে হেটে।
৩.
সবাই এখন চিনি সবাইকে
তবু যেন তুমি অচেনা
ক্যাম্পাস ছেড়ে রুমে গেলে
কিছুই আর ভাল লাগেনা।
বন্ধুরা সবাই বুঝে গেছে
আমার মনের কথা,
তাড়াতাড়ি জানাতে বলে
পরে যদি পাই ব্যাথা।
৪.
সাহস করে বলেই দিলাম
তোমায় ভালবাসি
লজ্জা পেয়ে চলে গেলে
দিয়ে মুচকি হাসি।
পরের দিন চিঠি পেলাম
তুমিও আমায় চাও
তবে একটা শর্ত ছিল-
“তোমার সিজিপিটা একটু বাড়াও ।”
৫.
তোমার কথায় বেশ কাজ হল
টিউশনি দিলাম ছেড়ে
সারাদিন থাকি লাইব্রেরীতে
আতলামি দিলাম বেড়ে।
বন্ধের দিন অল্পের জন্য
দেখা দিতে তুমি
সেই দেখাতেই যারপরনাই
খুশি হতাম আমি।
৬.
গত টার্মে ভাল করেছি
এবার তুমি রাজি
প্রেমের যুদ্ধে জিতে গিয়ে
আমি হলাম গাজি।
রোজ বিকেলে বসি দুজনে
আম গাছটার তলায়
বাদাম-ফুচকা খাও তুমি
আর যাযা মনে চায়।
৭.
আর মাত্র কয়েকটা দিন
তারপরেই বিয়ে
সুখের ঘর বাধব আমি
তোমায় সাথে নিয়ে।
হানিমুনে থাইল্যাণ্ড যাবে
তোমার শখ খুব
স্টারে বিরানি না খাওয়াইলে
আমি নাকি বেকুব!
৮.
টার্মের শুরুতেই দেখি
তোমার পাত্তা নাই
এঙ্গেজমেন্ট নাকি করে ফেলেছ
বর খালাতো ভাই।
বিদেশ থাকে অনেক টাকা
নিয়ে যাবে তোমায়
সবাই দেখি মুচকি হাসে
গাধা বলে আমায়।
………………………..
ছয়মাস হল চলে গেছ
একবারো নাওনি খোজ
আমি এখন এম.এস.সি. করি
ক্লাসে যাই রোজ।
তোমার কথা ভাবতে গেলেই
অশ্রু আসে বেয়ে
তুমি বড়ই ছলনাময়ী
হায়রে বুয়েট মেয়ে।
জীবনে প্রথমবার প্রথম হই
প্রথম হবার জন্য ধন্যবাদ কলেজ ভাই 🙂
বাট লেখা চরম হইছে
আবারও ধন্যবাদ
:clap: :clap: ব্যাপার না, টেক ইট ইজী!!!
অনেকেই শুনেছে হয়ত, তাও দিচ্ছি যারা শুনেন্নি,
You cannot hangout with negative people and expect a positive life.
You cannot hangout with negative people and expect a positive life.
আমি খেলপো না......... :(( লিঙ্ক পোষ্ট হয় না ক্যানু?????
লিঙ্ক দিলাম মান্যুয়ালঃ
http://www.facebook.com/video/video.php?v=1417779001665&ref=mf
You cannot hangout with negative people and expect a positive life.
ইয়াল্লাহ! রোজাটা মাখরুহ হয়ে গেলো। 😛
আমার বন্ধুয়া বিহনে
আসলে এইটা আমার কল্পনা থেকে লেখা।আমি তো এখনো থার্ড ইয়ারে।আর এখানে প্রত্যেকটা পয়েন্ট একেকটা সেমিস্টার নির্দেশ করতেছে তা বলতে ভুলে গেছি।
আহা বেচারা।
তবে চিন্তার কিছু নাই।
বিনিময়ে একটা ভাল কবিতার জন্ম হল।
চ্যারিটি বিগিনস এট হোম
ঠিক বলেছেন ভাই 😉
আমার তো খুব হাসি পাচ্ছে তোমার ছ্যাকা খাওযার গল্প শুনে!
দু:খ ক'রনা আরিফ আমিন
যদিও খেয়েছ ছ্যাকা,
অতি শীঘ্রই লেজ জুটে যাবে,
রইবে না কো একা I
অনেক দেখেছি প্রেমিক-প্রেমিকা
হিট জুড়ি বুএট,
বাঁশ দিয়ে গেছে বুএট বান্ধবী
করছে ইউ এস এ তে Duet ,
হতাশ হয়না ভাইটি আমার
মেয়ে রয়েছে অঢেল,
CGP টা ঠিক rakhlei
pabe shoroshi model.
তাকে নিয়ে তুমিও দিও
ইউ এস এ তে পাড়ি,
ex বন্ধুর বাসায় যেও,
হাকিয়ে BMW গাড়ি I
ওরে সিনা, তুই তো পুরা সেইরাম একটা ব্লগ নামায় ফেললি রে। জব্বর হইসে :boss: :boss: :boss: :boss: :boss:
You cannot hangout with negative people and expect a positive life.
MGCC রকস! 😀
তাইতো দেখতেছি :clap:
তোফা! তোফা! এটাও সেইরকম।
আমার বন্ধুয়া বিহনে
ধন্যবাদ ভাইয়া.
জবাববববব নেই.... দারুন দারুন
-আলীম হায়দার.1312.
আয়েশা অপু খুশ হইসে.
আয়েশা আপি, আমি আপনার কাছে কৃতজ্ঞ হয়ে গেলাম যে।যাই বলেন না কেন, আপনারটা আমার চেয়ে কোটি গুন ভাল হইছে :clap: :clap: :clap:
কি যে বল! তোমার প্রতিটা সেমেস্টার নিখুত হইসে!
থার্ড ইয়ারে পড়েই লিখে ফেললে এমন?! তুমি অবশ্যই বিচক্ষনী আর অদুরদর্শী! :))
buet মেয়ে ব'লেই আবার পিছপা হয়োনা...অনেকেই কিন্তু সদ্য পাশ করা সীমিত আয়ের যুবক বিয়ে ক'রে প্রথমাবস্থায় আর্থিকভাবে অনেক কষ্ট স্বীকার করে থাকে,এদের সংখ্যাও নেহায়েত কম নয় ...... 🙂
আরিফ,
অদুরদর্শীর পরিবর্তে দূরদর্শী পড়ে নিও। :shy:
তোমার এই লিখাটা নিয়ে আমরা একটা পার্টিতে খুব মজা করেছি! ছ্যাকাগ্রস্থ পাবলিকরা :(( করেছে।
তবে তোমার ভাইয়া কেঁদেছে কিনা বুঝতে পারিনাই। ;))
তোমাকে ও জিনিয়াস পোলা বলছে।
সেইরাম সেইরাম :boss: :boss: আয়েশাপ্পি রক্স :thumbup:
ধন্যবাদ এত ভালো লাগার জন্য.
খাসা খাসা।
অতি উত্তম।
😛 =))
চ্যারিটি বিগিনস এট হোম
😛
শ্যামল মিত্রের গাওয়া আমার খুব প্রিয় একটা গান, লিঙ্ক ও দিলাম, দেখা না গেলে মান্যুয়াল দেখতে পারেন। সুবিধার জন্য লিরিক্সটা দিয়ে দিলাম।
http://www.youtube.com/watch?v=jesgeHbrZSo
"দূর নয় বেশী দূর ঐ সাজানো সাজানো বকুল বনের ধারে
ঐ বাধানো ঘাটের পারে,
যেথা অবহেলা সয়ে সয়ে কিছু ফুল শুকানো শুকানো হয়ে
পড়ে পড়ে আছে তার কিছু দূরে ঘাটের চাতাল ছাড়িয়ে
সেখানে আমার মাতাল হৃদয় সেদিন গিয়েছে হাড়িয়ে... ... ...
যাক, যা গ্যাছে তা যাক... ... ...
সূকশারিরা যেখানে কুজনে কুজনে দুজনে গাহিয়া যেত
ঐ নদীটি বহিয়া যেত
বনহরিনী চকিত চপল চরণে চমক লাগায়ে দিয়ে
তার চেয়ে ভালো চোখ দুটি দেখে যেখানে যেত সে দাঁড়িয়ে
সেখানে আমার করুণ হৃদয় সেদিন যেত হাড়িয়ে
যাক, যা গ্যাছে তা যাক... ... ...
মোর মানষী কলসী কাঁখেতে লইয়া ওখানে দাড়াত এসে,
মুখে মধুর মধুর হেসে
তার তনুর তীরথে ডুবিয়া মরিতে নদীও উতলা হত
তার ঢেউয়ে ঢেউয়ে আরো দুটি ঢেউ যেখানে দিত সে বাড়ীয়ে
সেখানে আমার উতল হৃদয় সেদিন গিয়েছে হাড়িয়ে
যাক, যা গ্যাছে তা যাক... ... ...
মোর দিবস রজনী হায় গো সজনী জাগিয়া জাগিয়া যেত
তবু স্বপ্ন যে মনে হত
সেই মগন স্বপন সহসা কখন ভাঙ্গিয়া ভাঙ্গিয়া গেল,
এই পথ দিয়ে বঁধু বেশে সেজে হায় যেদিন গেল হাড়িয়ে
সেদিন আমার সজল হৃদয় দুপায়ে গিয়েছে মারিয়ে
যাক, যা গ্যাছে তা যাক... ... ... ।।"
You cannot hangout with negative people and expect a positive life.
চ্রম! হাতপা ঝেড়ে লিখতে থাকো।
আমার বন্ধুয়া বিহনে
উতসাহ দেবার জন্য ধন্যবাদ ব্রো :shy:
তুই নিজেও জানিসনা যে কতো অসাধারণ একটা লেখা লিখছিস। ক্যাম্পাসে আইলে ফোন দিস।একসাথে বিড়ি খামুনে....
-আলীম হায়দার.1312.
ক্যাম্পাসে তো মাঝে মাঝেই যাই ঘুরতে।এইবার গেলে দেখা করুম্নে আর :teacup: বিড়ি খামুনে :boss: :boss:
:thumbup: B-)
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
খালি ইমো দিলে এখন থেকে ১০টা :frontroll: দেবার নিয়ম করা হোক।অ্যাডজুটেণ্ট স্যারের সদয় সহযোগীতা কামন করছি :salute:
😀
তুমি শুরু কইরা দাও তাইলে
দারুন হয়েছে... বুয়েটের মেয়েকে মাইনাস :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:gulli2: মারি
ব্রো...ভালা লিখছিস...অনেকদিন পরে ভালো লাগল কবিতা পড়ে :hatsoff:
ভয়ে আছি,যদি বুয়েটিয়ান মাইয়ারা দেখে তাইলে তো আমার খবর আছে!!!! ~x( :-/ :-/ :-/ :-/
আমিন্যা, জব্বর লিখছোস। এটা কী আসলেই জীবন থেকে নেয়া?? তোর পাংখা হচ্ছি দিন দিন।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আরে না! 'জীবন থেকে নেয়া' টাইপ আমি লিখি তবে এটা লেখার জন্য আমাকে আবার ভর্তি হওয়া লাগবে =))
বাহ বাহ 😀 😀 😀 😀
দাঁত কেলাও ক্যান রে ভাই!!! 😉 😉
=))
হাসিটা বহুত সুন্দর হইছে :grr:
😀
মজ়া পেলুম দাদা........
=))
পেয়ারী,তুমি এতদিন কই ছিলাগো??? :(( :((
মজা পেলুম দাদা.........
=))
কবিতা তা joss হইছে মামা...কিন্তু পাবনার আরিফ কে চিনতে পারছি না...চিনে যাব.... :boss: :boss: :boss: :boss: :boss: :boss:
আমীন নামের কোন এক ছ্যাবলারে চিনলেই হবে!!!
=)) 😉