অজানা

আমি ধরিনি তোমার হাত
কিংবা ছুয়ে দেখিনি তোমার চুল,
আমি বসিও নি তোমার পাশে
ও চোখে চোখ রাখার সাহস আমার নেই ।
কখোনো হবেও বলে মনে হয় না !
কিভাবে তুমি কথা বল জানিনা,
কথা বলার সময় তুমি কি হাত নাড় ?
কিংবা চুল উড়ে এসে মুখে পড়ে?

লেখার সময় কি হাতের চুড়িতে শব্দ হয় ?
অথবা হাটতে গেলে পায়ের নুপুরগুলো দোল খায় ?
এক্তু বাতাসেই কি তুমি ওড়না নিয়ে ব্যস্ত হও ?
চোখ বন্ধ করে হাসলে কি ভয়ঙ্কর লাগে ?
আর চখ খুলে হাসলে…বলবো কি করে ?
দেখিনি তো !

তুমি কাদলে কি অশ্রু ফোটা ফোটা ঝরে ?
নাকি গাল বেয়ে নেমে আসে
মাথা নিচু করে থাকলে কি বোকা বোকা লাগে ?
মেজাজ খারাপ হলে কি মুখটা অমাবশ্যা করে রাখো ?
রেগে গেলে কি তোমার কপালে ভাজ পড়ে ?
কিংবা ভ্রুযুগল বাকা করে ফেল?

আমি যে এগুলোর কিছুই জানি না
তা কি তুমি জানো?
তারপরেও আমি এটা জানি যে
বাসি তোমায় প্রচন্ড ভাল ।

৮৮৮ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “অজানা”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।