আমি ধরিনি তোমার হাত
কিংবা ছুয়ে দেখিনি তোমার চুল,
আমি বসিও নি তোমার পাশে
ও চোখে চোখ রাখার সাহস আমার নেই ।
কখোনো হবেও বলে মনে হয় না !
কিভাবে তুমি কথা বল জানিনা,
কথা বলার সময় তুমি কি হাত নাড় ?
কিংবা চুল উড়ে এসে মুখে পড়ে?
লেখার সময় কি হাতের চুড়িতে শব্দ হয় ?
অথবা হাটতে গেলে পায়ের নুপুরগুলো দোল খায় ?
এক্তু বাতাসেই কি তুমি ওড়না নিয়ে ব্যস্ত হও ?
চোখ বন্ধ করে হাসলে কি ভয়ঙ্কর লাগে ?
আর চখ খুলে হাসলে…বলবো কি করে ?
দেখিনি তো !
তুমি কাদলে কি অশ্রু ফোটা ফোটা ঝরে ?
নাকি গাল বেয়ে নেমে আসে
মাথা নিচু করে থাকলে কি বোকা বোকা লাগে ?
মেজাজ খারাপ হলে কি মুখটা অমাবশ্যা করে রাখো ?
রেগে গেলে কি তোমার কপালে ভাজ পড়ে ?
কিংবা ভ্রুযুগল বাকা করে ফেল?
আমি যে এগুলোর কিছুই জানি না
তা কি তুমি জানো?
তারপরেও আমি এটা জানি যে
বাসি তোমায় প্রচন্ড ভাল ।
আরেকটি গোল 🙂
:clap: :clap:
হুমম, বরাবরের মতই সুন্দর 🙂
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
ধন্যবাদ :hatsoff:
😀
:hatsoff: