আমাদের স্কুলে যখন ক্লাশ থ্রীতে পরতাম তখনকার কথা।আমাদের বাংলা ক্লাশ নিতেন মামুন স্যার।তিনি বাংলা ব্যকরণ পরানোর দিনে এই জোকস টা বলেছিলেন।আমরা বেশ মজা পেয়েছিলাম।দেখি আপনারা মজা পান কিনা??(না পাইলে আমার কিছু করার নাই)
এক স্যার তার ক্লাশের ছাত্রদেরকে ক্রিয়ার কাল পরাবেন।তার আগে তিনি দেখতে চাইলেন কেউ এ বিষয়ে কিছু জানে কিনা।তাই তিনি জিজ্ঞেস করলেন , “কেউ কি বলতে পারবে কাল কত প্রকার?”
১ম ছাত্রঃস্যার কাল তিন প্রকার। অতীত কাল,বর্তমান কাল আর ভবিষ্যত কাল।
২য় ছাত্রঃহয়নি স্যার।কাল ছয় প্রকার।অতীত কাল,বর্তমান কাল,ভবিষ্যত কাল,গতকাল,আজকাল আর আগামীকাল।
৩য় ছাত্রঃওরটাও হয়নি স্যার।কাল বার প্রকার। অতীত কাল,বর্তমান কাল,ভবিষ্যত কাল,গতকাল,আজকাল, আগামীকাল,গ্রীষ্মকাল,বর্ষাকাল,শরতকাল,হেমন্তকাল,শীতকাল আর বসন্তকাল।
৪র্থ ছাত্রঃআসলে কাল হল স্যার চৌদ্দ প্রকার। অতীত কাল,বর্তমান কাল,ভবিষ্যত কাল,গতকাল,আজকাল, আগামীকাল,গ্রীষ্মকাল,বর্ষাকাল,শরতকাল,হেমন্তকাল,শীতকাল,বসন্তকাল,সকাল আর বিকাল।
৫ম ছাত্রঃকাল হল ষোল প্রকার।অতীত কাল,বর্তমান কাল,ভবিষ্যত কাল,গতকাল,আজকাল, আগামীকাল,গ্রীষ্মকাল,বর্ষাকাল,শরতকাল,হেমন্তকাল,শীতকাল,বসন্তকাল,সকাল,বিকাল,ইহকাল আর পরকাল।
৬ষ্ঠ ছাত্রঃওরটাও হয়নি স্যার।কাল হচ্ছে মোট আঠারো প্রকার। প্রকার।অতীত কাল,বর্তমান কাল,ভবিষ্যত কাল,গতকাল,আজকাল,আগামীকাল,গ্রীষ্মকাল,বর্ষাকাল,শরতকাল,হেমন্তকাল,শীতকাল,বসন্তকাল,সকাল,
বিকাল,ইহকাল,পরকাল,মহাকাল আর ক্ষণকাল।
তখন স্যার চীতকার করে বলে ওঠেন, “তোরা থাম,নইলে আমার হয়ে যাবে ইন্তেকাল”।
😀
😛
ফার্স্ট হইছি । B-)
কালের কোন আকাল নাই দেখছি :clap: :clap: :clap:
আপনার দেখি শুভ কাল যাচ্ছে :shy:
:)) :))
্িন ভাই??? :grr: :grr: :grr:
x-( x-(
ওইটার মানে রবিন ভাইও হয় আবার মতিন ভাইও হয় 😛
এইজন্যেই সেফ সাইডে থাকলাম :grr: :grr: :grr:
কেন???
:khekz: :khekz:
:hatsoff:
আরেকটা কাল আছে, সেইটা হইলো কালসাপ (prefix) :grr: :grr: :grr:
Bad Joke 😛 😛
হাসরে কি সাপ কামড়াইছে নাকি??? :awesome:
সাপ বলে আমাদের আলাদা একটা টার্ম আছে,পাবলিক প্লেসে না কই।তয় কাল সাপের ছোবল পাবলিক খাইতে চায় না,ওই সাপের ছোবল পাবলিক সাইধা সাইধা খায়।
আমি শুনবার চাই :(( :((
আমিও শুনপো :((
আপনে অলরেডি ওই ছোবল খাইয়া ফালাইছেন :grr: :grr: :grr:
এইসব লজ্জার কথা শুনতে নাই।কারন সাপের ফনা খুব ভয়ানক জিনিষ 😛
তুই তো চান্স পাইলেই খাইতে যাস 😛
ফর্ম খুব খারাপ 🙁 আর অধিক সাপের লগে খেলা খুব আতঙ্কের বিষয় :((
আজিকে একই জঙ্গলে ৩ সাপ এসেছিল।কপাল ভাল,এক সাপ ঝঁপিতে পুরবার পরে অন্য সাপ আমারে খোঁজা শুরু করছিল। 😀
:guitar: সাপ দেখতে কেমুন ??? :goragori:
নতুন বলের মতন চকচকা 😀
তাই নাকি 😀
আমরা ভয় পাবার চাই 😛
বালা অইছে 😀
দইন্যবাদ :hatsoff:
:)) :)) :))
:shy:
পিচগি তোর ক্লাস থ্রী র জুক এখনো মনে আছে? 🙂
জুক্টা ভালো আছিল। :clap:
আমারে পিচ্চি কইলে আমি আর কিন্তু খেলুম না কইলাম :grr:
মনে পড়ল স্যারকে দেখে
:boss: :boss: :boss: :boss: :boss: :boss: :boss:
🙂 😉 B-)
চরম হাসির ছিল। =)) =)) =)) =))
ধইন্যবাদ :hatsoff:
কালে কালান্বিত... ভাল হইছে 😀
ধইন্যবাদ :hatsoff:
জ্বালাময়ী কবিতা দে হালার্ভাই x-( 😀
না ভাই,আর কাউরে মারতে চাই না।ভালা হয়ে যামু ভাবতেছি। :guitar:
শিক্ষকঃ বল তো 'দুধ কোন কারক'।
ছাত্রঃ স্যার, 'বল-কারক'।
শিক্ষকঃ আর 'সিগারেট'?
ছাত্রঃ 'ক্ষতিকারক' স্যার।
চ্যারিটি বিগিনস এট হোম
হো হো হো 😮 😮
😀 :grr:
আরিফ আমীন ভাই, মারামারি বুঝি না, জ্বালাময়ী কবিতা চাই :gulli2:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
তোমরা এত যখন বছ না করতে পারছি না। :gulli: :gulli:
তবে পরীক্ষা চলছে তো,তাই দেরি হচ্ছে :dreamy: