আমি পাঁপড়ি ছেড়া ফুলের মত
বসন্ত আসার আগেই ঝরে যাই।
আমি শীতের শুকনো পাতার মত
ঝড় আসার পূর্বেই উড়ে যাই।
আমি মেঘের গায়ে ধূলোর মত
বৃষ্টি নামার আগেই পড়ে যাই।
আমি ত্টিনীর তলার বালুর মত
নদী ভরার পূর্বেই ডুবে যাই।
আমি ঘাসের প্রান্তে শিশিরের মত
সূর্যালোক স্পর্শের আগেই শুকিয়ে যাই।
আমি লজ্জাবতী লতার মত
গোধূলীর আভাস পাবার আগেই ঝিমিয়ে যাই।
আমি অক্ষম,নিরূপায়
তাই অক্ষমতাকে ঢেকে রাখার উপায় খুঁজে বেড়াই।
১৮ টি মন্তব্য : “অক্ষমতা”
মন্তব্য করুন
😀
🙂
অক্ষমতাটা প্রথম কবে ধরা পড়লো শুনি? 😛
দেখতে হবে :shy:
তোকে দিয়ে কিছুই হবে না :grr:
কিচ্ছু হবে না মানে!
দেখেন চেয়ে 😉 কি করি
কি হইলো ঝিমানি কবিতা দিসিস কেন? x-(
তোর জোশ শেষ?
না শেষ না।
তবে কিছু কাজ নিয়া বিজি আছি তাই ঝিমানি কবিতা দিলাম আজকা 🙁
আবার :gulli2: :gulli: ছুড়া শুরু কর...
আপনি চেষ্টা করেন,দেখেন পারবেন।আমার চেয়েও ভাল পারবেন :grr:
কবিতা দেয়া ভাবগম্ভীর পোস্ট পচানো টা কি ঠিক হৈবো ?
জানি তো কি নিয়া পচাবেন :shy:
ফুলের যদি পাঁপড়িই না থাকবে তাহলে ঝড়বে কিভাবে?
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
ভাবার বিষয় 😉
তোমার সব লেখাতেই দেখি একটা পার্টিকুলার ফিলিংস রিপিট করো শুরু থেকে শেষ পর্যন্ত। মনে হয় অনুভূতির কিছু উঠানামা থাকলে আরেকটু ভাল লাগতো।
এরপর থেকে পাবেন আশা করি :hatsoff:
:thumbup: 😀 :grr:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
:hatsoff: