ছেড়া-খোড়া মেঘের পদ্য

বুক পকেটে ছেড়া-খোড়া মেঘের পদ্য
বুকের বাম পাশের
হৃদয়ের ক্ষরিত রক্তের দোলায় দোলে
এক আকাশ ভরা স্বপ্ন নিয়ে রাস্তায়,
বারেবারে ছুটি সম্পাদকের অফিসে,
চোখে জ্বলজ্বলে তারা,ছাপা হয় না,ব্যর্থ চেষ্টায়
পায়ের তলায় দুমড়ে মোচড়ে ফেলা কবিতার পাতা,
আবার কোন এক ব্যর্থ কবিতা লিখব,কোন আড্ডায় বসে
শুভাকাঙ্খির নির্ভেজাল প্রসংশার উত্তফুল্ল ধ্বনি,
সেই পত্রিকা অফিস;
হয়ত এবার রুমালের বদলে ঘামই মুছব আমি
কবিতা দিয়ে,তবু ব্যর্থ হতে দিবনা
আমার ছেড়া-খোড়া মেঘের পদ্য।

বিস্তারিত»