হাইপারলুপঃ স্বপ্ন নাকি সত্যি??

পে-প্যাল, টেসলা মোটর্‌স এবং স্পেস এক্স- এর সহ-প্রতিষ্ঠাতা ইলোন মাস্ক (Elon Musk) গত ১২ই আগস্ট ‘হাইপারলুপ’ এর প্রথম ডিজাইন প্রকাশ করেছেন। তাঁর কল্পনা এবং ব্লুমবার্গ বিজনেসউইক এ বলা ভাষ্য অনুযায়ী, যাতায়াতের এই নতুন মাধ্যম হবে সম্পূর্ণ সৌরবিদ্যুৎ চালিত এলিভেটেড আন্তঃনগর যাতায়াত ব্যবস্থা।

0809-elon-musk-630x420

হাইপারলুপঃ এতে ভ্রমনরত যাত্রীরা প্রায় ৮০০ মাইল গতিতে একটি এলুমিনিয়াম পডে বসে স্টিলের তৈরি টিউবের মধ্য দিয়ে যাতায়াত করবে।

বিস্তারিত»