দেখতে দেখতে ভ্যাকেশন শেষ হয়ে গেল,আগামীকাল কলেজে জয়েন করছি!ভাবলেই মন খারাপ হচ্ছে,আর সেটা ক্রমাগত বেড়েই চলেছে।
প্রতিবার এমনটা হয়,ভ্যাকেশনটা কেমন করে কেটে যায়,আর হঠাৎ করে শেষ দিনটা এসে উপস্থিত হয়।আর সাথে সাথে বুকের ভেতরটা কেমন ফাঁকা হয়ে যায়,কেমন একটা অদ্ভুত আবেগ জমে উঠে বাসার জন্যে, আব্বু আম্মুর জন্যে, অনেক বেলা পর্যন্ত ঘুমোবার জন্যে!কষ্ট হয়!এতদিন ধরে ক্যাডেট কলেজে পড়ছি,অথচ এখনো বাসা ছেড়ে যাবার আগ মুহুর্তে খারাপ লাগে,আম্মুকে দোয়া করতে বলতে গিয়ে গলা ভারী হয়ে উঠে অজান্তে।জানি,এই আবেগটা সাময়িক,কলেজ়ে যাবার পর একটুও খারাপ লাগবে না!তাছাড়া বাসার চেয়ে কলেজটাই বেশী মজার মনে হবে ,সব বন্ধুরা যারা আমার অস্তিত্বের অর্ধেক,তাদের সাথে আড্ডা,দুষ্টামি সব কিছুতে আরও উচ্ছল হয়ে উঠব।তখন মনে হতে থাকবে কলেজে থাকলেই বেশী ভাল!