নীচের রাস্তাটায় মানুষের চলাচল কমে গেছে । হাসপাতালের উপর ছয়তলা থেকে নীচে তাকালে শীতের রাতের হালকা কুয়াশার ভিতর দিয়ে চলে যাওয়া দু’একটা মানুষ কে দলছুট পিঁপড়ার মত মনে হয়, যেন নিজের সারির খোঁজে হন্তদন্ত হয়ে ছুটে চলা মানুষ। ছোটকালে লম্বা সারিতে ব্যস্ত ভংগীতে ছুটে চলা পিঁপড়াদের সারি থেকে দু’একটা পিঁপড়া কে সরিয়ে দিলে সারি হারান পিঁপড়া গুলো যেমন পাগলের মত এদিক ওদিক ছুটাছুটি করত সারির খোঁজে নিজেকে কেন জানি আজ সেই রকম সারি হারান পিঁপড়াদের দলে মনে হয়।
বিস্তারিত»আমার কথা
পান্থ(অতিথি লেখক)
ডিসক্লেমারঃ আমি ক্যাডেট নই। আমার ছোট দুই ভাই এখানকার পরিচিত মুখ। একজন কামরুলতপু আরেকজন হল কনক রায়হান। আমি ওদের বড়ভাই। সবসময় পড়ি কিন্তু তপুর বাবা কতদিন দেখি না তোমায় পড়ে লেখা দিতে ইচ্ছা করল।
****************************************************************
তপু তোর লেখা পড়ে আজ মনে হল বাবাকে নিয়ে লিখি। লেখালেখি আমাকে দিয়ে হবেনা এটুকু জানি। আমাকে দিয়ে যে কি হয় তা আজও জানতে পারলাম না।