ক্যাডেট জীবনে যাদের ব্যাচে কোন আউট হওয়ার ঘটনা বা কোন ক্যাডেট চলে যাওয়ার ঘটনা নেই তারা খুব ভাগ্যবান্। আমাদের ব্যাচের ৫০ জন ক্যাডেটের মধ্যে ৪৭ জন কলেজ থেকে শেষ দিন একসাথে বের হয়েছিলাম। আমাদের ৩ জন বন্ধু আমাদের সাথে ছিল না। ক্লাস ৮ এ মোর্শেদ কলেজ ছেড়ে চলে যায়, কারণ সিনিয়রদের কিছু ব্যবহার ও সহ্য করতে পারে নি। পরবর্তিতে আমাদের আরও দুইজন বন্ধু মুরাদ এবং রহমান ক্লাস ৯ এ কলেজ আউট হয়ে গিয়েছিল।
বিস্তারিত»