আজ সকাল থেকে নাইন-ইলেভেনের এক দশক পূর্তির দিনটিকে কেন্দ্র করে সিবিসির (কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন) এফএম নাইনটি ওয়ান পয়েন্ট ফাইভ রেডিও শুনতে শুনতে কেমন যেন বিষণ্ণতা ভর করলো। কোন কিছুই লেখার ঠিক ইচ্ছে ছিল না এসময়ে। তবু কেন যেন সকাল থেকে রেডিও শুনে এবং অন্তর্জালে কয়েকটি লেখা পড়ে দুটি সাক্ষাৎকার নির্ভর রচনা অনুবাদ করতে আগ্রহ জাগলো। আমাদের দেশে নিঃসন্দেহে দিনটি এভাবে মিডিয়ায়ে এসময়ে এতো বেশি আসছে না যেমনভাবে দিনটি উত্তর আমেরিকায় একটি বিশেষ জাতীয় দিবস পালন হয়ে আসছে গত এক দশক ধরে।
বিস্তারিত»