স্বপ্ন-১

অনেক দিন ধরেই ইচ্ছা ছিল কিছু লেখার, এখন তো আর খাতা কলম নিয়ে বসার সময় হয়না। তার চেয়েও বড় কথা এখন কার যুগে আবার খাতা কলম নিয়ে বসার যুগ না, আধুনিক যুগ। এখন সবাই কম্পিউটার এর সামনে ব্লগে লিখে; শুনেছি বড় বড় লেখকরাও নাকি এখন আর আগের মত সুন্দর খাতা, সুগন্ধি কলম নিয়ে লিখতে বসে না। তারা এখন তাদের  ল্যাপটপ- এর সামনে বসে টাইপ করে,

বিস্তারিত»