রিভিউঃ অন্যরকম ক্যাডেট কলেজ

রিভিউঃ অন্যরকম ক্যাডেট কলেজ

[ডিসক্লেইমারঃ এই লেখাটা শুরু করার মাত্র অল্প কিছুক্ষণ আগেই আমি “অন্যরকম ক্যাডেট কলেজ” ধারাবাহিকের শেষ পর্বে আমার একটা ছোট্ট মন্তব্য যোগ করেছি। আসলে মন্তব্যের ঘরেই কথাগুলো চলে আসছিল। কিন্তু মন্তব্য বড় হয়ে যাবার আশংকায় একটা রিভিউ-ব্লগ লেখার সিদ্ধান্ত নিলাম। এর মূল কারন অবশ্য দুটো – প্রথমতঃ আমি নিজে একজন ভাষা ও সাহিত্যের ছাত্র এবং দ্বিতীয়তঃ শেষ পর্বের বাস্তব ও জীবনমূখী সমাপনী যা আমাকে তীব্রভাবে আকর্ষন করেছে এবং বেশ ভাবিয়েছে।]

বলতে গেলে প্রায় একটানে গল্পগুলো (পুরো সিরিজটা) পড়ে শেষ করলাম।

বিস্তারিত»