নদীর জলে ভিজাইনি পা
পুকুর জলে গা
সাঁতার যখন শিখিনিকো
নাইতে নামি না।
ডাক দিয়েছ ইশারাতে
বুঝতে পারি নি
ফুলের বুকে এত মধু
ভাবনা আসেনি।
হাত ধরেছ অন্ধকারে
শিউরে উঠেছি
পথ চলেছি নিশি রাতে
পিছলে পরিনি।
চোখ রেখেছ চোখের পরে
পলক ফেলিনি
আলতা রাঙা কপোলেতে
নকশা আকিনি।