নদীর জলে ভিজাইনি পা
পুকুর জলে গা
সাঁতার যখন শিখিনিকো
নাইতে নামি না।
ডাক দিয়েছ ইশারাতে
বুঝতে পারি নি
ফুলের বুকে এত মধু
ভাবনা আসেনি।
হাত ধরেছ অন্ধকারে
শিউরে উঠেছি
পথ চলেছি নিশি রাতে
পিছলে পরিনি।
চোখ রেখেছ চোখের পরে
পলক ফেলিনি
আলতা রাঙা কপোলেতে
নকশা আকিনি।
এমন তরো অন্ধ প্রেমিক
কোথায় পাবি বল
বুকের মাঝে মেলে রাখিস
পাপড়ি শতদল।
পুকুর জলে গা
নাইতে নামি না।
কোথায় পাবি বল
পাপড়ি শতদল।
- শব্দের বৃত্তাবদ্ধ দ্যোতনা
ভাবনায় বাজায় দারুন বাজনা ।
আ হা। অপূর্ব!
বাহ! দারুণ ছিমছাম একটি কবিতা! 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমার কাছে গানের মত মনে হল।
ওবায়েদুল্লাহ ভাই এর কী মনে হয় কোনদিন জানা হবেনা। কারন তিনি মন্তব্যের জবাব দেন না।
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
শুধু অন্ধ নয়, নির্দোষ প্রেমিকও বটে!