আসলে এই লেখাটা শুরু করেছিলাম অনেক দিন আগে। স্টোররুমে অনেকগুলো লেখা হাফডান হয়ে আছে, সময়ের অভাবে শেষও করা হচ্ছে না। আজ যখন হঠাত” রাব্বী ভাই ফোন করে মনে করিয়ে দিল ব্লগের প্রতি আমাদের দায়বদ্ধতার কথা, ভাবলাম নাহ, প্রতিদিন অন্তত কিছুক্ষন সময় দেয়াটা আমার কেবল মাত্র কর্তব্য নয়, আমার অস্তিতের প্রতি শ্রদ্ধা প্রদর্শনও বটে। যাই হোক, এতো গুরুগম্ভীর কথা বলে লাভ নাই, ব্লগটা খুবই সাদামাটা (কিছুটা ফাঁকিবাজীও বটে!)।
বিস্তারিত»