অবরুদ্ধ হাইকুপঞ্জি

সুমহান গল্পী-
অবিরাম বয়ে চলা
চেতনার তল্পী

২৪ জুলাই ২০২৪

প্রহরীর তীর
তাক করে মালিকের বুক-
মৎস্য শিকার

পাথর সময় –
জীবনের দাম মাপি
জড়র তুলনায়

২৫ জুলাই ২০২৪

কি ঘটে কি হয়
যা দেখি তা সত্য নয় –
হিমশৈলের চূড়া

২৭ জুলাই ২০২৪

শোকের রঙ
রক্তিম ও হতে পারে –
জেনারেশন জেড

৩০ জুলাই ২০২৪

টার্গেট খোলা বুক –
টিকটিকির হোটেল ভাতের
শুরু কি শেষের?

২ আগস্ট ২০২৪

বঙ্গোপসাগর –
এ রক্তের দাগ ধোবে না
কোনো সুগন্ধি

৪ আগস্ট ২০২৪

না দেয়া ভাষন –
বন্ধ হয়ে আসে দম
জনবিস্ফোরণ

বর্ধিত জুলাই –
স্যাটায়ার রাজা কার
সেই হেলিকপ্টার

৫ আগস্ট ২০২৪

১০

মেয়েটির গুণে
আঘাত ভাস্কর্য ম্যুরালে –
আরেক আগস্ট

০৯ আগস্ট ২০২৪

১১

দরবেশ বাবা
দাড়ি ফেলে নৌকাতে –
ফরজ কাজ?

১২

লাইফ জ্যাকেট
বৃথাই গেল লুঙ্গী সাথ –
খাইছে সদরঘাট

১৩

কালার, লুঙ্গী
গিট্টু খুলে সদরঘাট –
দরবেশ বাবা

১৩ আগষ্ট ২০২৪

১৪

পেপার বাস্কেটে
লিপস্টিক মোছা টিস্যু
প্রেমের অটোগ্রাফ

১৪ আগস্ট ২০২৪

© টিটো মোস্তাফিজ

 

প্রথম নয়টি অবরুদ্ধ হাইকুপঞ্জি শিরোনামে  রূপসী বাংলায় প্রকাশিত

৩২ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “অবরুদ্ধ হাইকুপঞ্জি”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।