পুরাতন ব্র্যান্ডের কোন মদ নয়
স্রেফ তরঙ্গিত জলজতার নেশায়
তরল হয়ে উঠলো ভ্রমনের সময়।
জাহাজময় ছড়ানো ছিটানো
আলোছায়া মনকাড়া নানা গড়ন
চিত্ত বিনোদন হেতু সকল উপকরন
এক শ্রান্ত অবসরের ক্লান্ত অনুসরন।
জাহাজের ফক্সলে দাঁড়ালাম
চোখ বুজে দুহাত তুলে দিলাম
তারপর একটা বড় নিশ্বাস নিয়ে
ভীড়ে গেলাম ঐ গাঙচিলের দলে ।
আর তখন স্টার্নের দিকটাতে
নীল জলের রেখা কেটে কেটে
অসহিষ্ণু প্রপেলার তোলপাড় করে চলে
ফেনিল সাগরের সেই নোনা ধরানো বুকে।
সময় গড়াতে গড়াতে এক সময়ে
সেই নোনা রেখা গুলোও যায় হারিয়ে
আমিই রয়ে যাই সেই গাঙচিলের ভীড়ে !
১ম 😀
ছোট ভাইয়া নাই, তাই আপু'র হাতের ইস্পিশাল :teacup: খাও। 🙂
সাবাশ । ভাবীর চা'ও খেয়ে নিয়েছো দেখছি।
:clap:
সৈয়দ সাফী
কবিতা পড়ে টাইটানিকের কথা মনে পরল 😀
তোমার মন্তব্য পড়ে আবার পড়ে দেখলাম - তাইতো ।
মনে পড়ে গেল।
🙁
সৈয়দ সাফী
আহা.. আজকের দিনটা এমন দারুণসব কবিতায় ভরপুর হয়ে উঠুক :awesome: :awesome: :awesome: :awesome: :hatsoff:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
অনেক ধন্যবাদ টিটো।
এমন সুন্দর করে লিখলে বেশী বেশী কবিতা দিতে মন চায় 😛
সৈয়দ সাফী
গাংচিল হইতে চাই।
নীল আকাসে প্যারাসুট ছাড়া উড়তাম চাই।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই,
আপনার সাগর পাড়ের ঐ লেখা পড়তে পড়তে এই কবিতাটা মনে পড়ে গেল।
আগের লেখা।
এই খানে ছাপিয়ে দিলুম।
"মানুষ আমি আমার কেন পাখির মত মন !"
সৈয়দ সাফী
খুব ভালো লাগলো কবিতাটি পড়ে। বিশেষ ভাবে ছন্দ আর ভাবের মিশে যাওয়াটা দারুণ.......
ধন্যবাদ আমিন।
তোমার মন্তব্যটুকু আরেকটা কবিতা দেয়ার কুবুদ্ধি দিচ্ছে কিন্তু 😀
সৈয়দ সাফী
চমৎকার!
পাখির মত দুটো ডানা নিয়ে যদি উড়তে পারতাম আকাশে! 🙁
হুম্ম তানভীর - সেটাই তো আফসোস।
🙁
আকাশ আজীবন আমায় কাছে টানে !
সৈয়দ সাফী
ম্যালাদিন পরে লেখা পড়লাম আপনার।
খুব তাড়াতাড়ি সময় কাইটা যাইতেছে। 🙁
হুম্ম ভাইয়া।
চলে যায় সময় -
আমরা দৌড়ে বেড়াই
আর হাঁপিয়ে উঠি।
😕
সৈয়দ সাফী
ভাইয়া অনেদিন পর আসলেন। ভালো আছেন?
দারুণ বলেছেন ভাইয়া। :thumbup: 🙂
অনেক ধন্যবাদ ভাবী।
আপনার মন্তব্য পেয়ে ভাল লাগলো।
এভাবেই মুখরিত করে রাখুন সিসিবি।
:clap:
সৈয়দ সাফী
অদ্ভুত সুন্দর কবিতা।
বেড়ে লিখেছো হে!
নূপূর দা,
আপনার কবিতার আমি বড় পাঙ্খা।
আর তাই আমার কবিতায় আপনার এই মন্তব্যখানি মনের ফ্রেমে বাধিয়ে রাখলাম।
এ প্রশ্রয়টুকু আমার কাছে অনেক গর্বের।
বিনীত ধন্যবাদ জানবেন।
সৈয়দ সাফী
হায় চিল সোনালী ডানার চিল...... :dreamy: :dreamy: :dreamy:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
হায় বস,
কি লাইন দিলেন- সোজা গিয়া বুকে বিঁধে গেল।
হায় চিল সোনালী ডানার চিল…… :dreamy:
সৈয়দ সাফী
কেমন আছেন ওবায়দুল্লাহ ভাই? অনেকদিন পর আসলেন। কবিতাটা খুবই ভালো লাগল।
আলহামদুলিল্লাহ, আমি ভাল আছি শার্লী ভাইয়া।
জীবন তাড়িয়ে বেড়াচ্ছে।
ভাল থাকো - অনেক এই কামনায়।
🙂
সৈয়দ সাফী
সুন্দর, ছন্দময়।
অনেক ভালো লেগেছে।
বিনীত ধন্যবাদ প্রিয় নাদির।
সৈয়দ সাফী