গাঙচিলের ভীড়ে আমি !

পুরাতন ব্র্যান্ডের কোন মদ নয়
স্রেফ তরঙ্গিত জলজতার নেশায়
তরল হয়ে উঠলো ভ্রমনের সময়।

জাহাজময় ছড়ানো ছিটানো
আলোছায়া মনকাড়া নানা গড়ন
চিত্ত বিনোদন হেতু সকল উপকরন
এক শ্রান্ত অবসরের ক্লান্ত অনুসরন।

জাহাজের ফক্‌সলে দাঁড়ালাম
চোখ বুজে দুহাত তুলে দিলাম
তারপর একটা বড় নিশ্বাস নিয়ে
ভীড়ে গেলাম ঐ গাঙচিলের দলে ।

আর তখন স্টার্নের দিকটাতে
নীল জলের রেখা কেটে কেটে
অসহিষ্ণু প্রপেলার তোলপাড় করে চলে
ফেনিল সাগরের সেই নোনা ধরানো বুকে।

সময় গড়াতে গড়াতে এক সময়ে
সেই নোনা রেখা গুলোও যায় হারিয়ে
আমিই রয়ে যাই সেই গাঙচিলের ভীড়ে !

১,৯৫৪ বার দেখা হয়েছে

২৫ টি মন্তব্য : “গাঙচিলের ভীড়ে আমি !”

  1. দিহান আহসান

    ভাইয়া অনেদিন পর আসলেন। ভালো আছেন?

    সময় গড়াতে গড়াতে এক সময়ে
    সেই নোনা রেখা গুলোও যায় হারিয়ে
    আমিই রয়ে যাই সেই গাঙচিলের ভীড়ে !

    দারুণ বলেছেন ভাইয়া। :thumbup: 🙂

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।