রজনীগন্ধা

রজনীগন্ধা তোমার অনেক প্রিয় ছিল

জেনেছিলাম যেদিন প্রথম কথা বলা –

রমনায়; সুশীতল ছায়াবীথি তলে।

সবুজের ভীড়ে দুজন মানব মানবীর যেন

অকারণ হারিয়ে যাওয়া, হাতে হাত ধরে।

সেদিন থেকে রজনীগন্ধা আমারো অনেক প্রিয়,

হাজারো ফুলের বিচিত্র রঙ্গিন সমাহারে –

আমি রজনীগন্ধা খুঁজে ফিরি অজান্তেই।

সেসব আজ সবই বিস্মৃতির অতলে ডুবে চলেছে,

বিস্তারিত»