রজনীগন্ধা

রজনীগন্ধা তোমার অনেক প্রিয় ছিল

জেনেছিলাম যেদিন প্রথম কথা বলা –

রমনায়; সুশীতল ছায়াবীথি তলে।

সবুজের ভীড়ে দুজন মানব মানবীর যেন

অকারণ হারিয়ে যাওয়া, হাতে হাত ধরে।

সেদিন থেকে রজনীগন্ধা আমারো অনেক প্রিয়,

হাজারো ফুলের বিচিত্র রঙ্গিন সমাহারে –

আমি রজনীগন্ধা খুঁজে ফিরি অজান্তেই।

সেসব আজ সবই বিস্মৃতির অতলে ডুবে চলেছে,

ধানমন্ডি লেকের পাড়ে আর বসা হয়না দুজনে।

না ফেরার দেশে তুমি ঘর বেঁধেছ সেই কবেই

সবুজের আড়ালে তুমি পত্রপল্লবে মিশেছ –

অনেকগুলো বিকেল পেরিয়ে গেছে বোধ করি।

আমি তবু আজো প্রতিটি নিঃসঙ্গ রাতে,

রজনীগন্ধার ঘ্রাণ পাই অবচেতন স্বপ্নের ঘোরে।

২ টি মন্তব্য : “রজনীগন্ধা”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।