ভালোবাসা

ভালোবাসা ।
মো ও খা ও ৷

কি অমলিন রূপের আভা
কাঞ্চনজঙ্ঘার চূড়ায় বিচ্ছুরিত
সোনালি কোমল দ্যোতনায়
আমি তো দেখেছি তোমাতেই
কপোলে ছড়ানো উদ্ভাসিত ছটায়
নিভৃত সুখের উদ্বেল ভাষায়
মুক বধির চেতনায় বোধহীন
ভালোবেসে শুধু তোমায় ৷

বর্ষার ঘনকালো মেঘ গম্ভীর
নিশ্চুপ নিরব আকাশ ভেলায়
নিকষ কালো যে আমাবশ্যায়
আমি তো দেখেছি তোমাতেই
বুকের কোটরে উদ্বেল দখিনায়
খোপা খোলা এলোকেশী মায়ায়
বিহব্বল চঞ্চল ব্যাথায় মুর্ছিত
ভালোবেসে শুধু তোমায় ৷

যে উচ্ছল ফেনিল ঊর্মি রাশি
সাত সাগরের বুকে টেউ তুলে দোলে
কৃষ্ণচূড়ার লাল আগুন বাসনায়

আমি তো দেখেছি তোমাতেই
শুভ্র শাড়ীর ভাজে মহিমায়
ফাগুনে উদাসী মদির বায়
দিশেহারা প্রান বোবাকান্নায
ভালোবেসে শুধু তোমায়।

বিস্তারিত»

করো না এমন করোনা।

ক‌রোনা এমন ক‌রোনা
‌মো ও খা ও।

এমন ক‌রে কি বে‌চে থাকা যায়
একা একা ঘ‌রে,
তোর সা‌থে হ‌বে না দেখা এখন
‌কি হ‌বে প‌রে?
‌চো‌খের আকাশে সু‌খের সাতরঙ
কত কথা ব‌লে,
যত খুনসু‌টি ব‌ন্দি বু‌কের মা‌ঝে
‌‌ঢে‌কে‌ কি রাখা চ‌লে?

নদী‌তো বই‌ছে এখ‌নো ছ‌ন্দে ছ‌ন্দে
আকাশে উঠে‌ছে চাদ,
ক‌ন্ঠে না মি‌লি‌লে সুরে সু‌রে গান
‌মি‌টি‌বে কি সুখ সাধ।

বিস্তারিত»

শর্তহীন ভালোবাসার স্বরূপ

01971XXXXXX_series

স্বদেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা অথবা জাতীয়তাবাদ, এসব যখন মানুষের চিন্তা-চেতনায় স্থান নেয় তখন এসব নিয়ে মানুষ কখনই তাদের মনে অস্পষ্টতা বা বিভ্রান্তি রাখে না। যদি কেউ বাংলাদেশকে ভালোবাসে তবে সে কখনই বলবে না যে, “আমি দেশকে ভালোবাসি” বরং বলবে, “আমি বাংলাদেশকে ভালোবাসি”—–অবশ্যই সুস্পষ্টভাবে, কোন সংকোচ না রেখেই। অথচ বাংলালিংকের এই বিজ্ঞাপনটা/TVC শুরুই হয়েছে “দেশের” এই শব্দটা দিয়ে। যেহেতু বিজ্ঞাপনে দেশপ্রেমের বিষয়টা মুখ্য সেহেতু “দেশ” শব্দটার পরিবর্তে “বাংলাদেশ” শব্দটা ব্যবহার করতে পারতো।

বিস্তারিত»