জীবনের গল্প – ৫

এইসব মানুষদের কথা এত অল্প করে লেখা যায় না। আর আমার কেন জানি মনে হয় এভাবে তাদের গল্প বলাও যায় না, তাদেরকে ছোট করা হয়। এরা হচ্ছে আমাদের চোখের সামনে থাকা জ্বলন্ত উদাহরন। ভেঙ্গে পড়া মানুষ যে কিভাবে উঠে দাঁড়াতে পারে তা আমি এদের কাছ থেকেই শিখেছি। বন্ধু তোদের লাল সালাম…… :salute:

জীবনের গল্প – [১] [২] [৩] [৪]

ফাহিম

আমি যখন ক্লাস ৫ এ পড়ি তখন ফাহিমের মা মারা যান।

বিস্তারিত»