টোকিওতে পিলখানায় শহীদদের স্মরণে শোক সভা

গতকাল ৮ মার্চ, ২০০৯ (রবিবার) গ্রীণ হল, ওয়ামা, ইতাবাসি-কু,টোকিও তে সন্ধ্যা ৬টা-৯টা পর্যন্ত পিলখানায় শহীদদের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়। এর আয়োজক ছিল এসোসিয়েশন অফ বাংলাদেশ এক্স ক্যাডেটস, জাপান। এতে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রদূত , বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাগণ , আনুমানিক ৩০ জন ক্যাডেট ও তাদের পরিবার, কমিউনিটির গণ্যমান্য অনেকে সহ আনুমানিক ৬০ জন। দলমত নির্বিশেষে সবাই এ শোকসভায় নিজেদের অনুভূতি প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

বিস্তারিত»