জন্মদিন বিভ্রাট, ছড়াহামলা, অতঃপর একটি প্রায় হৈতে চলা সম্পর্কের(প্রায়) অপমৃত্যু

ব্লগে চা বিক্রি করি প্রায় বছরখানেক। সততা আর নিষ্টার সাথে ভেজাল মুক্ত খাঁটি গরুর দুধ (দুধ খাঁটি এইটা কই নাই) দিয়া চা বানায়া ভালোই টু-পাইস কামাচ্ছি। দোচালার টিনের বেড়া দেয়া দোকানটাও বেশ সিমেন্টের বেড়া পেয়ে গেছে। মাঝখানে আবার কামরুল ভাইয়ের অনুরোধে একখান সিনেমায় নায়কের ভূমিকায় অবতীর্ণ হইছিলাম, বছর শেষে ঐটারে নাকি অস্কার না বহিষ্কার কি যেন একটা দিছে। যাই হোক নিজের প্রশংসা করতে চাই না।

বিস্তারিত»