আজ আমি কোথাও যাবো না

আজ বছরের শেষ দিন। অনেক দিন হয়ে গেল, থার্টি ফার্স্ট নাইট বলে যে কিছু আছে, তা প্রায় ভুলেই গেছি। পেশাগত ভাবেই এই সময়টা আমাকে কাটাতে হয় মাঠে-ঘাটে(শীতকালীন মহড়া)। অবশ্য এম্নিতেও যে আগে খুব ফালাফালি করতাম, তা না। তাই খুব একটা আফসোস ও নেই। বরং কিছুটা সারক্যাস্টিক ই ছিলাম, তাই অন্তত এই রাত টায় ১১ টার মধ্যে ঘুমায় যেতাম( =)) )।

যাক, এখন আছি জেলা শহর পাবনার একপ্রান্তে(আসলে ঈশ্বরদী)।

বিস্তারিত»