আজ বছরের শেষ দিন। অনেক দিন হয়ে গেল, থার্টি ফার্স্ট নাইট বলে যে কিছু আছে, তা প্রায় ভুলেই গেছি। পেশাগত ভাবেই এই সময়টা আমাকে কাটাতে হয় মাঠে-ঘাটে(শীতকালীন মহড়া)। অবশ্য এম্নিতেও যে আগে খুব ফালাফালি করতাম, তা না। তাই খুব একটা আফসোস ও নেই। বরং কিছুটা সারক্যাস্টিক ই ছিলাম, তাই অন্তত এই রাত টায় ১১ টার মধ্যে ঘুমায় যেতাম( =)) )।
যাক, এখন আছি জেলা শহর পাবনার একপ্রান্তে(আসলে ঈশ্বরদী)। লালনশাহ সেতুর পূর্ব প্রান্তে। বিমান বিদ্ধংসী কামান নিয়ে, নেকড়ে দেশের বিমানের অপেক্ষায়। গতকাল এক জুনিওর কে নিয়ে গিয়েছি রেকি করতে। পলিমাটির কল্যানে পদ্মার দুই প্রান্তই খুব উর্বর, কিছু না করে শুধু বীজ ফেলেদিলেই হয়, ফসল সুনিশ্চিত। জিপিএস হাতে নিয়ে মাঠ ধরে হাটতে হাটতে হঠাত করে মনে হল, সব কিছু ছেড়ে দিয়ে পালিয়ে গেলে কেমন হয়? যদি পারতাম এই কম্ব্যাট ছেড়ে একটা লুঙ্গি গামছা পড়ে অই কৃষকের দলে মিশে যেতে?
প্রতিদিন সকালে স্ট্যান্ড টু শেষ করে মনে হয়, ইসস, এই উইন্টার কালেক্তিভ টা যদি শেষ না হোত? ক্যান্টন্মেন্ট এও প্রতিদিন সকালেই উঠি, কিন্তু, উঠেই তো দৌড় দেই ইউনিট গ্রাউন্ডে, শুরু হয় দৌড়/ঝাপ/রগড়া/বুলশিট/ক্রিপিং………………, কিন্তু এখানে মন ভরে যে ভোর টা দেখতে পাই, তা তো ওখানে সম্ভব না।
এখন যেতে হবে, যদিও আমার শিরোনাম তার উল্টোটাই…তবুও।
সবাইকে শুভ নববর্ষ( থুক্কু, হেভি ন্যু ইয়ার)।
অফ টপিক, মাশরুফ, তোকে হেভী মিসস করতেছি দোস্ত, তোর নতুন বছর ভাল যাক, হ্যাপি ট্রেনিং।( :gulli2: )
ইটা। ১ম
ওই পোলা, ইটা মারার লাইগা বইসা থাকো নাকি?
মুছে যাক গ্লানি/ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা
চইলা যামু, ঠিক করছি।মফস্বলে থাকুম আর জমি চাষ করুম। আর ১টা বছর ওয়েট করেন, তারপর আমার লগে চাষা হইতে যাওয়ার দাওয়াত থাকলো। :duel: :duel:
CCB-র রমরমা যুগে সবশুদ্ধা মাত্র ৩/৪ বার ১ম হইছি, আর আজ একদিনেই ২ বার :awesome: :awesome: এখন তো প্রতিদ্বন্দী কইমা গেছে, তাই চামে, খালি পোস্টে গোল দিয়া যাই।
কই আছ তুমি?
মুছে যাক গ্লানি/ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা
"হ্যাপি নিউ ইয়ার"
তোমাদের মত প্রকৃতি পাগলদের জন্যই গত ২ বছর ধরে চার সপ্তাহের পরিবর্তে ছয় সপ্তাহ বাইরে থাকতে হচ্ছে। তোমাকে কইসা মাইনাস। x-( :gulli2: :chup:
মাইনাস সাদরে মাথা পাইতা নিলাম ভাইয়া। :frontroll:
মুছে যাক গ্লানি/ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা
:(( :(( :(( :(( :(( :((
কাইন্দেন না, কাইন্দেন না।
আর মাত্র ১১ দিন। 😉
মুছে যাক গ্লানি/ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা
৬ দিন x-(
হ্যাপি নিউ ইয়ার সবাইকে............:)
হ্যাপি নিউ ইয়ার ভাইয়া।
মুছে যাক গ্লানি/ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা
হ্যাপি নিউ ইয়ার+হ্যাপি নিউ ব্লগিং। ভাইবোনা সবাই থার্টি ফার্স্ট নিয়া বিজি তাই এইটা খেয়াল করবোনা।চালাও :frontroll: নইলে :duel:
ধইন্যা। 🙂
মুছে যাক গ্লানি/ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা
এইটা লেখার পর মাসরুফের নাম নেয়া আবার অফটপিক হইলো ক্যামনে???
ওর কথা খুব মনে পরতেসে ভাইয়া। অ যে আমারে কত কইসে লিখার লাইগা। আজকে প্রথম লিখলাম, আর ও নাই। :((
মুছে যাক গ্লানি/ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা
পাবনার ঈশ্বরদী তো আমার বউয়ের বাড়ি। ভালু জায়গা।
আর হ্যা পহ্যাপি নিউ ইয়ার। কিন্তু প্রথম ব্লগ লেখার জন্য কিছু একটা দেয়ার কথা তো ....
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
দিয়া দিলাম। আর মিস্টি নাই, তয় এইখানে আসলে খেজুরের রস খাওয়াইতে পারি। 😀
মুছে যাক গ্লানি/ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা
ও আল্লাহ, এ তো দেখি মানুষ না, পুরাই মেলেটারী। আবার কয় উইন্টার কালেক্টিভ যদি শেষ না হইত।
হ্যাপি নিউ ইয়ার।
ভাইয়া, একটা ভারি কথা বলি।
শশ্যাঙ্ক রিডেম্পশন মুভিতে এক কয়েদি আরেকজন কে বলে, জেলে আসলে প্রথমে সবাই এইটারে ঘৃণা করে, কিছুদিন যাওয়ার পরে অভ্যস্থ হয়ে যায়, আর বেশি দিন থাকলে"institutionalized" হয়ে যায়।
আমার বোধ হয় সেটাই হইতেসে :((
হ্যাপি নিউ ইয়ার।
মুছে যাক গ্লানি/ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা
ওখানে সবাই কিন্তু নিজেরে নিষ্পাপ দাবী করে। :grr: তুমি নিজেরে কী দাবী কর??
"i m innocent" 😉
মুছে যাক গ্লানি/ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা
আরিফ, খালি 'জুলু জুলু হেড অন হাই প্লাস রেড' করতে করতে শরীরে আরাম এসে গেছে মনে হচ্ছে। টাইগার পার্টির সাথে এটাক- এডভান্স এ জয়েন করায় দেয়া দরকার। ছয় সপ্তাহই পার হয় না, আর আজীবন থাকতে চায় x-( ( গত এক্সারসাইজ পর্যন্ত আমার চিন্তা ভাবনাও এই লাইনেই ছিল কিন্তু এবার থেকে ঘটনা আলাদা 😛 )
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আহম, আহম
ঘটনা আমরা সবাই জানি সার, ব্যাপার না।
আর কইয়েন না স্যার, কালকে, সরি, আজকে চীফ এর ভিসিট...ঠেলায় আছি।
ভাবিরে সালাম দিয়েন।
মুছে যাক গ্লানি/ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা
:thumbup: :thumbup: :thumbup:
শুভ ব্লগিং।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ধইন্যা দিলাম দুই কেজি।
মুছে যাক গ্লানি/ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা
শুভ ইংরেজি নববর্ষ !
শুভ ব্লগিং!
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ধইন্যাপাতা।
মুছে যাক গ্লানি/ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা
x-( x-( x-(
😡 😡 😡
:chup: :chup: 😮 ;))
:frontroll: :frontroll:
এইল্লাইগাই কারো লগে আমার মিলে না :no: :((
মুছে যাক গ্লানি/ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা
আরিফ তুমি কি বদলাইবা না????? :chup: :chup:
😀 😀 😀
আমারে বদলাইতে চাইলে চীফ আইস্যা আমারে রিকোয়েস্ট করুক 😀 B-)
মুছে যাক গ্লানি/ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা
হ্যাপি নিউ ইয়ার। শুভ নববর্ষ। তোমার জন্য উইন্টার কালেকটিভ বৃদ্ধি পাক। বাকিদের জন্য মাফ। 😀
জ্বী ভাইয়া, তাতেও কোনো আপত্তি নাই 😀 😛
মুছে যাক গ্লানি/ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা
বস, সুস্বাগতম.....
রঞ্জনা আমি আর আসবো না...
কইত্থাইক্যা?
মুছে যাক গ্লানি/ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা
শুভ নববর্ষ।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi