সিসিবি কি মূলধারার ব্লগ? মূলধারা বলতে বুঝি যেখানে সকল শ্রেনীর পাঠক ও লেখকের আনাগোনা হয়। কিন্তু সিসিবিতে আমরা ক্যাডেটরা ও আমাদের সাথে সংশ্লিষ্ট কিছু মানুষরাই মূলত লেখক ও পাঠক। আমরা নিজেরাই আমাদের লেখার পাঠক ও সমালোচক। এখন প্রশ্ন হল আমরা কি চাই সিসিবিকে মূলধারার ব্লগ হিসেবে দেখতে? যদি না চাই, তবে লেখা এখানেই পড়া বন্ধ করে দিতে পারি।
আর যদি তা চাই, তবে আমাদের করণীয় কি হতে পারে?
বিস্তারিত»